![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথার মধ্যে যা আসে তা দমিয়ে রাখতে না পারার নামই আবর্জনা। আমি লিখি- কখনোই তা লেখা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করিনি। তবু লিখছি- স্বপ্ন ভাঙা এক আগন্তুক আমি।
এক হেমন্তের শেষ প্রভাত ফেরির মিছিলে-
বিকে দিতে মন-পল্লীর কোনো সুমন্ত বালিকার কাছে;
বিকেলেম হাটে, পথের ঐ প্রান্তরে-
কে জানতো, হৃদয়ে সে কখন নিয়েছে বসত গড়ে!
না হয় লগ্ন ভ্রষ্টের কথা নাইবা শুনলে!
আর সে রজনীর ছবি আঁকতেই- রং পেন্সিল চেয়েছিলাম;
রংতুলিতে আঁচর টানতে পারিনি বলেই!
আর এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়?
ও আচ্ছা, কোন অধিকারে?
অধিকারের কথা না হয় নাইবা বললাম;
তবে এটা অন্তত বলো- হিরোশিমার সেই এটম বোমায়,
ধরো আগ্রার তাজমহল গুড়িয়ে দিলাম!
কেনো বললে আহা ওসব করতে যেও না?
তবে, যে প্রাচীরে মোমতাজ কাঁদে,
শাহ্জাহান সপে তাঁর যৌবন!
জুলেখার সেই ইউসুফ কই? লাইলী তোমার
খোল গো আঁখি মজনু এলো ঐ!
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬
বিজন রয় বলেছেন: এটাও ভাল লাগল।