নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লজিক মানুষকে সত্যের সন্ধান দেয়-- I assign to logic the task of discovering the laws of truth, not of assertion or thought.-- Gottlob Frege (1848-1925).

লালূ

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi

লালূ › বিস্তারিত পোস্টঃ

ছাত্র আন্দোলন শ্লোগানে অশ্লীল ভাষা ~ তাৎপর্য

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:০১

--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক

*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********

------------------------------------------------------------------------------

ব্লগার পিনাকী ভট্টাচার্যের মতে " সমাজের নিচুতলার মানুষ আর এলিটেরা শব্দ ব্যবহারের ক্ষেত্রেও বিশেষ বিশেষ বিবেচনায় শব্দ বাছে। কে নিজেকে এক্সপ্রেস করতে কী শব্দ ব্যবহার করছে সেটা রুচির নয়, শ্রেণীর প্রশ্ন; আরো বিশেষ ভাবে বললে ক্ষমতার প্রশ্ন।

আমরা ভদ্রলোকের একটা ভাষা আবিষ্কার করেছি। ভদ্রলোক কী ভাষায় নিজেকে এক্সপ্রেস করবে সেটার একটা প্রমিত রূপ দেয়া হয়েছে। আর ছোটলোক বা নন এলিটদের আমরা ভাষার ব্যবহার দিয়ে তাকে রুচিহীন বলে চিহ্নিত করি।
আজকের আন্দোলনে ছাত্রদের ব্যবহৃত শ্লোগানের তথাকথিত অপ্রমিত ভাষাকে যারা সমালোচনা করছে দেখবেন, তারা কোন না কোনভাবে ক্ষমতার সাথে সম্পর্কিত। ক্ষমতাই শব্দগুলোকে অশ্লীল বলে চিহ্নিত করছে।

"পুলিশ কোন চ্যাটের বাল" এই ভাষা মজলুমের, ক্ষমতাহীনের।

ছাত্রদের শ্লোগানের ভাষা এক নতুন বিপ্লবের জন্ম দিচ্ছে। এই ভাষা শৈল্পিক, অশ্লীল নয় মোটেই -"

পিনাকী ভট্টাচার্য আরও বলেন " সমাজে বিদ্রোহ কখন হয়? যখন প্রচলিত ব্যবস্থা আমাদের সামষ্টিক আকাংখাকে ধারণ করতে পারেনা। তাহলে পুরোনো সামজের ভাষা কীভাবে দ্রোহের উচ্চারণকে ধারণ করবে? দ্রোহ তাকে প্রকাশের জন্য নিজের ভাষা আবিস্কার করে।
তুমি কারে শ্লীল অশ্লীলের শিক্ষা দাও হে সুশীল? তুমি কোন "চ্যাটের বাল"

আর একজন মন্তব্য করেছেন : " আন্দোলন মিলাদ নয় - এখানে লজ্জা শরম থাকতে নেই -"

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

এখন আসুন অশ্লীল শ্লোগানের তাৎপর্য -


পুলিশ কোন চ্যাটের বাল : পুলিশ কোন রথি মহারথি !!


একদম ভরে দিব : যে লাঠি দিয়ে আমাকে আঘাত করতে আসবে সে লাঠি দিয়ে তোমার উপরই আঘাত করা হবে


কোন বলডা ছিড়ছেন : কোন জঞ্জালটা পরিষকার করেছেন !


নেতা চোদার টাইম নাই : নেতা নিয়ে ভাবার সময় নাই


মদ খাবা আর পুলিশ চোদবা : মদ খেয়ে মাতাল কোন ব্যক্তিকে কেউ গালি দিলে সে যেমন হিতাহিত জ্ঞানশুণ্য হয়ে তার উপর ঝাপিয়ে পড়ে তেমনি পুলিশ মারতে এলে তার উপরও ঝাপিয়ে পড়তে হবে হিতাহিত জ্ঞানশুণ্য হয়ে মাতালের মতই


পুলিস কার সাউয়া : এই জঘণ্য পুলিশ বাহিনী কার জন্যে -

লক্ষনীয় ক্ষোভপ্রকাশের সময় এসব শব্দ ব্যবহারকারির মনে কখনই শব্দের আক্ষরিক অর্থগুলো আসে না ! যে উদ্দেশ্যে এ শব্দ ব্যবহার করে সেটা হল তার প্রতিবাদ ! তার উপর অন্যায়ের বিরুদ্ধাচারন ! অসংযত ক্ষোভ । তাহলে প্রশ্ন প্রতিবাদ করতে কেন এ শব্দ ব্যবহার করতে হবে ! মজলুম ক্ষমতাহীনের উপর এ শব্দ আছর করে প্রতিবাদকে জোড়াল করতেই !
ফ্রানসের প্রেসিডেনট চার্লাস দ্যা গল তার শাসনামলে ১৯৫৯- ১৯৬২ ইকনমিক রিফর্ম পলিসি হাতে নেন ! এ পলিসি পছনদ না হওয়ায় ফ্রানসে ছাত্র বিক্ষোভ শুরু হয় ! ছাত্ররা তখন মিছিলে একটি প্ল্যাকার্ড বহন করত তাতে লিখা ছিল " réformer mon cul " এর ইংরেজি অনুবাদ " reform my ass " বাংগানুবাদ " আমার পুটকির রিফর্ম কর " !!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:২২

অর্থনীতিবিদ বলেছেন: অাপনি অনেক সুন্দর করে শব্দগুলো ব্যাখ্যা করেছেন। কিন্তু সবাই তো এভাবে পজিটিভ চিন্তা করে না। তাই ভুল বোঝে।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৯

লালূ বলেছেন: ছাত্ররা দেখিয়ে দিল-মন্ত্রীর গাড়ীর কাগজ নাই।মন্ত্রীর ড্রাইভারের লাইসেনস নাই ,সংসদ সদস্যের ড্রাইভারের কাগজ নেই,পুলিশের ডিআইজির ড্রাইভারের লাইসেনস নেই ডিআইজির গাড়ীর কাগজ নাই -ট্রাফিক সার্জেনটের মোটরসাইকেলের কাগজ নাই -ভয়ংকর অনিয়মের চিত্র উনমোচন করে দিল ওরা ! যে কাজ এরা করে দেখিয়েছে ৪৭বছরে কোন "চুদির ভাই" রাজনীতিবিদ একাজ করে দেখায় নি (চুদির ভাই-এর শ্বৈল্পিক অর্থ -দেশের বড় বড় সব অর্জন নিয়ে গর্ব করা রাজনীতিবিদ ভাইরা)! কিশোরদের কাছে সরকার লজ্জিত পুলিশ লজ্জিত আইন প্রনেতারা লজ্জিত -প্রশাসন লজ্জিত -রাজনীতিবিদ লজ্জিত ! ছাত্র ছাত্রীরা তোমরা ঘরে ফিরে যাও !অনৈতিক লোকদের চরিত্র সংশোধন করে দিতে তোমরা পারবে না ! তবে মাঝেমাঝে এসে ওদের উলংগ করে দিও -

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


বস্তিঘরে জন্মানো বস্তির খিস্তিখেউর জাতীয় আন্দোলনের ভাষা নয়। যারা বিপদে ধৈর্য ধরে তারাই প্রজ্ঞাবান। এইটা কুকুর আন্দোলন! ভাল মানুষের বাচ্চাকাচ্চা এমন কথা বলবে আমি বিশ্বাস করতে চাই না। বাংলাদেশে এর থেকেও কঠিন সময় গেছে। কিন্তু এই অশ্লীলতা সব কিছু ছাপিয়ে তাদের মানসিক হীনতাকে বের করে এনেছে। আরো লাই দেন। আপনার ঘরেও একদিন শুনবেন - বাপ তুই কোন চ্যাডের বাল!

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১১

লালূ বলেছেন: ছাত্ররা তাদের ক্ষোভ প্রকাশ করছে ! ক্ষোভটি নিজস্ব ভাষাটি সমাজের ! ইরানের সমাজে সবচেয়ে অশ্লীল গালি " গুম শো " ( get lost ) পেদার সুকতে ( তোর বাপ আগুনে পুড়ুক ) ! এটাই তাদের সবচেয়ে খারাপ গালি ! এমনকি চুড়ানত ক্ষোভ প্রকাশেও তারা এ ভাষাই ব্যহার করে ! আমাদের সমাজ ভীনন ! আমাদের সমাজের গালিও ভীনন ! সমাজ শিশু কিশোর তৈরি করে না গালিও তারা সৃষটি করে না ! আমাদের কিশোররা ক্ষোভ প্রকাশে যেসব ভাষা ব্যবহার করছে এ গুলো তাদের সৃষট নয় ! সমাজের সৃষট ! আমাদের সমাজে এ ভাষা সৃষটি হয়েছে নিপীড়নকারীর আচরনের প্রেক্ষিতে সমাজে প্রচলিত শবদকে কেনদ্র করে ! মজলুমরা অশ্লীল শবদ সিমবলিক হিসাবে ব্যবহার করে ! আর নিপীড়নকারিরা অশলীলতা চালায় মজলুমের উপর অশলীল ভাষার আক্ষরিক অর্থ প্রয়োগ করে ! ভাষার সিমবলিক ব্যবহার যদি অন্যায় হয়ে থাকে নিপীড়নকারীর প্রায়গিক ও ব্যবহারিক অশ্লীলতাকে কি ভাবে ডিফাইন করবেন ! ঐখানে আঘাত করেন সমাজ শুদধ হবে অশ্লীল গালিও দুর হবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.