![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে বিচারক সমস্ত বোধবুদ্ধি মানবিকতা বিসর্জন দিয়ে কাদের মোল্লাকে গুরুদণ্ডের বিপরীতে লঘুদণ্ড দিল, তাকেও এই মঞ্চে নিয়ে এসে তার জবানবন্দী আদায়ের প্রয়োজন। সে কাদের দ্বারা প্রভাবিত হয়ে এ জঘণ্য কাজটি করেছে, তা জানার বড়ই প্রয়োজন এ প্রজন্মের। তাছাড়া কারও কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়েও সে এই কাজটি করেছে কি না, তাও খতিয়ে দেখতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগের মধ্যেও শত শত রাজাকার-আলবদর ঘাপটি মেরে বসে আছে। সুতরাং এ ব্যাপারে কোন রাজনৈতিক দলকেই এ মঞ্চে সুযোগ দেওয়া আত্মহননেরই সামিল হবে। যদি শাহবাগের সোচ্চার ধ্বনিতেও সরকার ও বিচা র বিভাগের ঘুম নাভাঙে, সেক্ষেত্রে এই জনতাকেই দায়ীত্ব নিতে হবে ঐসব নরপশুদের যথোপযুক্ত দণ্ড দেওয়ার। মনে রাখতে হবে আর পিছু হটে আসার পথ খোলা নেই। এখন একমাত্র একটা পথই খোলা, আর সেটা হল মার নতুবা নিজে মর। এ ব্যাপারে নির্বোধের মত কালক্ষেপণ সুবিধাভোগীদেরই সুযোগ করে দেবে।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
খুব সাধারন একজন বলেছেন: বিচারক বেটারে হুদাই টানতাসেন।
কন্টেন্টের জন্য দেশের গানের দুই লাইন-
তাথৈ তাথৈ থৈ,
তাকি তাকি থম থম-
ধূর্ত পিশাচ নাচে
যোগিনী সঙ্গে।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: সব কথার শেষ কথা রাজাকারের ফাসি চাই । মুক্তি নাই মুক্তি নাই রাজাকারের ফাসি চাই ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link