নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহানাম

মহানাম › বিস্তারিত পোস্টঃ

বাঁশ থেকে কঞ্চি দড়, অধিকাংশ থানারই ও. সি.গিুলোর আচরণ দেখে মনে হয় তারাই একেকজন আই জি হয়ে গেছে। এই অসভ্যগুলোকে ক্লোজ করা না হলে জনগণের ভোগান্তির জন্য দায়ী হবে সরকার নিজে।

১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:০৯

শিবপুরে সাত দিনেও অপহৃত শিশু উদ্ধার হয়নি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট, ২০১৫
নরসিংদী শিবপুরে ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রী অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় এলাকায় ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। অপহৃত স্কুলছাত্রী সুস্মিতা সিংহ (১২) নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ও উত্তর কারারদী এলাকার সুকান্ত সিংহের মেয়ে। এদিকে অপহরণের ঘটনায় মামলা দায়েরের ৩ দিন পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে আসামি গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আমেনা বেগম। জানা যায়, উত্তর কারারদী এলাকার বাবুল মিয়ার বখাটে ছেলে মাসুম বেশ কয়েকদিন ধরে স্কুলছাত্রী সুস্মিতাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি সুস্মিতা তার পরিবারকে জানায়। এরই পরিপ্রেক্ষিতে স্কুলছাত্রীর অভিভাবক বখাটে মাসুমকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয় বখাটে মাসুম। সোমবার বিকালে সুস্মিতা কোচিংয়ে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা ৩ বখাটে সুস্মিতার মুখ চেপে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় রোববার রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে উত্তর কারারদী এলাকার বাবুল মিয়ার ছেলে মাসুমকে প্রধান আসামি করে একই এলাকার মৃত সামেদ মিয়ার ছেলে বাবুল মিয়া ও নাজমা বেগমকে আসামি করে শিবপুর থানায় মামলা করেন।
মামলার ৭ দিনেও অপহৃত মেয়েকে উদ্ধার করতে না পারায় পুলিশ সুপারের স্মরণাপন্ন হয় বাবা সুকান্ত সিংহ। তাই চটে যায় শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেন বলেন, অপহৃত স্কুলছাত্রীর বাবা একবার পুলিশ সুপারের কাছে আবার সাংবাদিকদের কাছে ধরনা দিচ্ছেন। তবে ৭ দিনেও কেন উদ্ধার হয়নি এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
- See more at: Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১৯

হামিদ আহসান বলেছেন: এইগুলা অামাদের কপাল ......।

২| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২৯

মহানাম বলেছেন: আমাদের কপালের জন্য কিছুটা হলেও দাযী আমরাই হামিদ আহসান নইলে গোটা কয়েক ও সি-কে গণধো্লাইর ব্যবস্থা করলেই ঠিকই দেখতেন সোজা হয়ে গেছে।

৩| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৩

প্রামানিক বলেছেন: হামিদ ভাইয়ের সাথে সহমত।

৪| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮

হোৎকা বলেছেন: ইলোপ করলেও অপহরণ ? আর যত দোষ নন্দঘোষ। কথিত আাসামীর মাও আসামী! রঙ্গভরা বঙ্গদেশ....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.