নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা-রাজ

মহা-রাজ › বিস্তারিত পোস্টঃ

এমন যদি হতো

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৬

১৮জুন,২০১৬ঃ গতকাল দিয়াবাড়ি অস্ত্রাগার সংলগ্ন খাল থেকে ১০০০ টি বার্গার ও ২৫০ বোতল সস উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আরও বিপুল পরিমাণ মোরগ-পোলাও ও ফাস্টফুড তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। পুলিশ,র‍্যাব ও ফায়ারব্রিগেডের রাতভর অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
বিকেলে একদল কিশোর শটগান প্র্যাকটিসের সময় একটি বার্গার ভেসে উঠতে দ্যাখে। এসময় তারা কর্তব্যরত কর্মকর্তাদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার ব্রিগেড রাত ৯টার দিকে তাদের সকল সরঞ্জাম ও ডুবুরিসহ অভিযান শুরু করে।এরপর একে একে উঠে আসতে থাকে মানবদেহ বিধ্বংসী বার্গার, স্যান্ডউইচ, চিকেন ড্রামস্টিক সহ আরও ভয়ঙ্কর খাবার-দাবার।ভোর ৫টা পর্যন্ত চলে এই অভিযান।
পরদিন, সকাল ৮:০০ ঘটিকায় ঢাকা মহানগরের প্রধান পুলিশ পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেন।এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানান, ঢাকা শহরে গোপনে ফাস্টফুডের ঘাটি দেয়াই জঙ্গিদের উদ্দেশ্য ছিল। চারদিকে পুলিশ চেকপোস্ট থাকা সত্তেও এত খাবার কিভাবে ঢাকায় ঢুকল? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তের স্বার্থে তিনি সাংবাদিকদের এই প্রশ্নটি এরিয়ে যান।
ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সন্দেহ করা হচ্ছে জনতার সামরিক ফিটনেস ধ্বংস করার লক্ষ্যে এগুলো মযুদ করা হচ্ছিল। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, খাবার গুলো নিয়ে সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার পরিকল্পনা হচ্ছিল।

বিগত ১২ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় খাবারের চালান ধরা পড়ল। এর আগে ১ এপ্রিল, ২০০৪ তারিখ মধ্যরাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে খালাসের সময় পুলিশ সদস্যরা আটক করে ১০ ট্রাক সমপরিমাণ খাবার। ঘটনাস্থল থেকে আটক হন পাঁচজন। পরদিন ভোরে পুলিশ প্রহরায় ওই বিপুলখাবার-দাবার নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে। সেদিনই খাবার পরিদর্শন করতে আসেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দুদফুজ্জামান পাপর। এই নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী, বানিজ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নামে করা মামলা আদালতে চলমান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:২০

তারেক ভূঁঞা বলেছেন: এমন নাটকই তো হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.