![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার অতি পরিচিত ফুল -
এই ফুলটার বাংলা নাম - টগর
অন্যাণ্য স্থানীয় নাম - চাদনী,অনন্ত, সাগর Crape jasmine, Carnation of India
বৈজ্ঞানিক নাম - Tabernaemontana divaricata
পরিবার- Apocynaceae (dogbane, or oleander family)
প্রজাতি - Ervatamia Coronaria, Ervatamia divaricata, Nerium coronarium
এই ফুলটি সাধারণত গ্রীষ্ম ও বর্ষার ফুল কিন্তু সারা বছরেই ফোটে। সাদা রং এর ফুলটি এক আবর্ত পাপড়ির এবং গুচ্ছ পাপড়ির এই দুই রকমের পাওয়া যায়। হালকা গন্ধ পাওয়া যায় গুচ্ছ পাপড়ির টগর ফুলে।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
রাজামশাই বলেছেন: একটা পোষ্ট দিমু
ফুলের নাম - কাশ
২| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
নিবিড় অভ্র বলেছেন: হুমমম... সুন্দর!!
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
রাজামশাই বলেছেন: সুন্দর
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
হটডগ বলেছেন: ওরে সুন্দর আছেরে
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
রাজামশাই বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
রানা বলেছেন: টগর হলো এমন একটি সাদা ফুল যাতে গন্ধ নেই।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
রাজামশাই বলেছেন: এক আবর্ত পাপড়ির টগরে কোন গন্ধ নাই। কিন্তু হালকা গন্ধ পাওয়া যায় গুচ্ছ পাপড়ির টগর ফুলে।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
রানা বলেছেন: জী....সঠিক।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
রাজামশাই বলেছেন: হুম
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
আইরিন সুলতানা বলেছেন:
চম্পা পারুল যুথী টগর চামেলা
আর সই সইতে নারি ফুল ঝামেলা ...
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০
রাজামশাই বলেছেন: বাহ বাহ
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
লালন অনিক বলেছেন: আরে শালা কেমন গর্দভ আছি!!
বাসার সামনে টগরের বাহারেই তবে এতদিন মজেছিলাম!!!
বেনামি ফুলের(আমার কাছে) তবে নাম দেয়াগেল....
ভালোথাকা হউক
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
রাজামশাই বলেছেন: হুম
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৫
নূরুল আমীন বলেছেন: আমার একটা ছবি সেয়ার করলাম
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪
রাজামশাই বলেছেন: হুমম
৯| ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
সখ্য বলেছেন: এইটাই টগর? এই ফুল তো মুখস্ত। নাম জানিনা কত্ত ফুলের। মূর্খ রয়ে গেলাম আজো।
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
রাজামশাই বলেছেন:
শিখে ফেলো হে ।
১০| ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
রাশেদ বলেছেন: সামনা সামনি দেখি নাই মনে হয়!
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
রাজামশাই বলেছেন:
এইটা তো দেখার কথা।
১১| ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
রাশেদ বলেছেন: কে জানে! তাইলে হয়তো দেখছি!
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
রাজামশাই বলেছেন:
হু
১২| ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
রাশেদ বলেছেন: মাথাডা গেছে!
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
রাজামশাই বলেছেন:
১৩| ০১ লা আগস্ট, ২০১২ ভোর ৪:৪৯
স্বপ্নচারী সুমন বলেছেন: ভাই, মালতি আর টগর এর পার্থক্য কি ?
০৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:২৩
রাজামশাই বলেছেন: ফুলটার বাংলা নাম হচ্ছে মালতী লতা।
রবীন্দ্রনাথের লেখায় মালতী লতার নাম এসেছে বার বার। এটিকে অনেকেই মধুমঞ্জরীর (Quisqualis indica ) সাথে গুলিয়ে ফেলেন কিন্তু বস্তুত দুটি আলাদা আলাদা ফুল। মালতী লতার রং হয় সাদা এবং মধুমঞ্জরীর রং হয় সাদা, লাল বা গোলাপী।
এই ফুলগুলো গুচ্ছ গুচ্ছ হয়ে ফুটে থাকে। পাচ পাপড়ি বিশিষ্ট ফুলগুলো দেখতে খুবই মনোহর।
এর বৈজ্ঞানিক নামঃ Aganosma dichotoma এটি Apocynaceae (Oleander family) পরিবারের একটি উদ্ভিদ।
অন্যান্য নামের মধ্যেঃ Malati, Clove scented echites ,Malati Paalamalle, Mogari, Gondhomaloti, Maalatilata উল্লেখযোগ্য।
অন্যপ্রজাতি - Echites caryophyllata
ভারতবর্ষের অনেক জায়গায় এটি পাওয়া যায় আয়ুর্বেদিক শাস্ত্রে এর ব্যবহার আছে। এর আয়ুর্বেদিক নাম হচ্ছে মধুমালতি।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
কাশ বন বলেছেন: ওরে সুন্দর আছেরে