নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজা

রাজা

রাজামশাই

আমি রাজা

রাজামশাই › বিস্তারিত পোস্টঃ

বৃক্ষ তোমার নাম কি ? অশ্বত্থ

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪০

কি সুন্দর বৃক্ষ রে । আহা আহা ।

ভূত পেত্নীর খাসা বাসা।



এই বৃক্ষের বাংলায় নামঃ অশ্বত্থ



অন্যান্য স্থানীয় নামঃ পিপল, Bo-Tree, Bo, pou, bawdir,



বৈজ্ঞানিক নামঃ Ficus religiosa

বৈজ্ঞানিক বিভাজন এইভাবে

Kingdom: Plantae

Division: Magnoliophyta

Class: Magnoliopsida

Order: Rosales

Family: Moraceae

Genus: Ficus

Species: F. religiosa





ফাইকাস (ডুমুর জাতীয়) গোত্রের ইউরোস্টিগমা (বট জাতীয়) উপগোত্রের সদস্য।





মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩

বুলবুল আহমেদ পান্না বলেছেন: শেওড়া গাছ নাকি রাজামশাই............???

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫

রাজামশাই বলেছেন: অশ্বত্থ

২| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯

শফিকুল বলেছেন: আপনার প্রতিটা পোস্ট শিক্ষা মূলক।

সবচেয়ে ভাল পোস্ট হাদিস গুলো।

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৬

রাজামশাই বলেছেন: :)

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫২

রিক্তা বলেছেন: ফুল ছাইড়া অহন গাছ ধরলা ? রাজামশাই যহন তহন প্রজারা সুখ-শান্তিতে কেমনে থাকবো হেই চিন্তা না কইরা গাছ,ফুল, লতা-পাতা নিয়া ভাবো? তুমি দেখতাছি নিরো টাইপের রাজামশাই ! :D

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৭

রাজামশাই বলেছেন:
খামোশ - রাজামশাই এর সঙ্গে মশকরা।

গাছ টা পছন্দ হইলো তাই দেখি কেউ কইতে পারে কি না

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৮

রিক্তা বলেছেন: বটবৃক্ষ

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৬

রাজামশাই বলেছেন: অশ্বত্থ

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০২

সিটিজি৪বিডি বলেছেন: দাদা মশাই, সোজা উত্তর হচ্ছে, ফলে পরিচয়!!!

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৬

রাজামশাই বলেছেন: অশ্বত্থ

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১২

রাত বলেছেন: গুস্তাকি মাফ করবেন আলমনা, আপনার পোষ্টের মাথা (হেডিং) দেখে এই আধ্মের মনে একটি শের এসেছে।

রাজা তোমার নাম কি?

ফুল আর গাছের নাম জানানোই আমার পরিচয়।

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৬

রাজামশাই বলেছেন: হুমমমমম

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৮

আইরিন সুলতানা বলেছেন:
অশ্বথ্থ গাছ ??

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২০

রাজামশাই বলেছেন: কেমনে চিনলি ?

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৯

আইরিন সুলতানা বলেছেন: ছোট ছোট ফল ..ওইটা কি আমলকি ?

নাইলে, সবগুলার এক নাম, অচিন বৃক্ষ ....

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪১

রাজামশাই বলেছেন: অশ্বত্থ গাছের ফল

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৪

রাত বলেছেন: পাতা দেখেত মনে হয় বট গাছ।

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৫

রাজামশাই বলেছেন: অশ্বত্থ বৃক্ষ

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩২

রাত বলেছেন: রাজামশাই অশ্বত্থ বৃক্ষ আর বট গাছ কি আলাদা আলাদা বৃক্ষ??

দেখতেত একই ধরনের মনে হয়।

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৩

রাজামশাই বলেছেন: ফাইকাস (ডুমুর জাতীয়) গোত্রের ইউরোস্টিগমা (বট জাতীয়) উপগোত্রের সদস্য।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৯

আইরিন সুলতানা বলেছেন: অশ্বথ্থ গাছের নাম তো বই এ অনেক পড়েছি...আর এই তো রাস্তাঘাটে এখনো দেখা যায় রাজামশাই :) তবে শেষে চিনেছিলাম আমার এক এক্স-কলিগের কাছ থেকে...উনার হাজবেন্ড অশ্বত্থ গাছের বনসাই করেছিলেন..

ফলের ব্যাপারটা খেয়াল করি নাই...রাস্তার গাছগুলো বড় বড় বেশী তো ...:)

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪১

রাজামশাই বলেছেন: ফলের ছবিটা চেঞ্জ করে দিছি

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪২

নিহন বলেছেন: বৃক্ষ তোমার নাম কি ?
ফলে পরিচয়।

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৩

রাজামশাই বলেছেন: বাংলা প্রবাদ

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪২

চিটি (হামিদা রহমান) বলেছেন: ছবির সবগুলো গাছের নাম কি অশ্বত্থ?

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৩

রাজামশাই বলেছেন: যা আছে সব অশ্বত্থ

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫

বৈকুনঠ বলেছেন: রেজাক্কার মশাই কি উব্বিদ্বিজ্ঞানী নাকি?

২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৭

রাজামশাই বলেছেন: আমি রাজা

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬

বৈকুনঠ বলেছেন: আপনে যে রাজা তাতো হগলেই জানে। নাইলে কি আর গরীব দেশের মানুষ হইয়া ওমরাহ কইরা আহেন?! আপনের আশে পাশের ৪০ বাড়ির কেউ বুঝি খারাপ অবস্হায় নাই?! থাকলেতো আপনে হজ্বে না গিয়া অই টেকায় তাগো উপকার করতেন

২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৪

রাজামশাই বলেছেন: খামোশ

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫

বৈকুনঠ বলেছেন: ficus religiosa, ফিকুস রেলিযোজা --- রেলিযোজা মানে হইল ধর্ম সম্পর্কীয় কোনোকিছু। মনে হয় বুদ্ধ দেব এই গাছের নীচে সাধনা করেছন বলে এর এই নামকরন

২২ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৫

রাজামশাই বলেছেন: ;)

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১০

ফরিদ বলেছেন: ভূলভাল থাকলে ঠিক করে দিয়েন

Click This Link

২২ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৬

রাজামশাই বলেছেন: যাইতাছি

১৮| ১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০২

মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: আমগো দেশে কয় ''জির গাছ"

১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৩

রাজামশাই বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.