নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজা

রাজা

রাজামশাই

আমি রাজা

রাজামশাই › বিস্তারিত পোস্টঃ

পেত্নী পালন - (আদি ও আসল পদ্ধতি)

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

"গান যদি রিমিক্স হইতে পারে তবে পোষ্ট কেন রিমিক্স হইবো না।"

- পোষ্ট রিমিক্স এর জনক রাজামশাই



এইটা একটা রিমিক্স পোস্ট । আজকে হইতে পোষ্ট রিমিক্স করা শুরু করলাম .. পরীক্ষামূলক পোষ্ট হিসাবে নিজের একটা পোষ্টকে বেছে নিলাম ।



দুইভাবে পেত্নী পালন সম্ভব।

এক. প্রকৃতিতে উম্মুক্ত পদ্ধতি দুই. আবদ্ধ পদ্ধতি



আমরা এইখানে উম্মুক্ত পদ্ধতি নিয়ে আলোচনা করবো।



প্রথমে পেত্নীর খামার থেকে পেত্নীর বাচ্চা সংগ্রহ করতে হবে। অবশ্যই একটি গাছে রেখে তাদের প্রাথমিক পরিচর্যা সারতে হবে। আজ পেত্নী পালনের প্রথম পর্যায়ে সেই গাছের কথাই বলবো। গাছটি আমদের অতি পরিচিত। ছোটবেলা থেকেই সবাই আমরা এই বৃক্ষের নাম শুনে আসিতেছি। ছোটবেলায় এই গাছের নাম শুনলেই একটা অশরী অনুভুতি হতো। এখনও হয়তো আমারদের চাড়পাশে খুজলে এই গাছটাকে পাওয়া যাবে। কি সুন্দর বৃক্ষ রে । আহা আহা ।



ভূত পেত্নীর খাসা বাসা।



এই বৃক্ষের বাংলায় নামঃ অশ্বত্থ



অন্যান্য স্থানীয় নামঃ পিপল, Bo-Tree, Bo, pou, bawdir,



বৈজ্ঞানিক নামঃ Ficus religiosa

বৈজ্ঞানিক বিভাজন এইভাবে

Kingdom: Plantae

Division: Magnoliophyta

Class: Magnoliopsida

Order: Rosales

Family: Moraceae

Genus: Ficus

Species: F. religiosa



ফাইকাস (ডুমুর জাতীয়) গোত্রের ইউরোস্টিগমা (বট জাতীয়) উপগোত্রের সদস্য।









মূল পোষ্টঃ

Click This Link







মন্তব্য ৫৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

আসিফ আহমেদ বলেছেন: খাইছে !!!! পেত্নী..........।

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

রাজামশাই বলেছেন: একটা রিমিক্স করলাম ;)

২| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

সিটিজি৪বিডি বলেছেন: অবশ্যই রিমিক্স হইবে দাদা মশাই। আপনি চালিয়ে যান । আগের সব পোষ্ট আবার নতুন করে............................... রিমিক্স করেন। আমরা মাইন্ড করবো না।

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

রাজামশাই বলেছেন: খেক খেক খেক

৩| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

কিরিটি রায় বলেছেন: খাইছে !!!! পেত্নী........

জ্বীনও না ভূত ও না.....ডাইরেক্ট পেত্নীর কবলে রাজা মশাই!!!!!

হে রাজন্য, এক্ষনে কি হবে এই রাজ্যের প্রজাদের!? সকলেই পেত্নীর সাথে সহবাস ..থুক্কু বসবাস শুরু করিলে রাজ্য পেত্নীময় হইয়া যাইবে!!!!! খিকজ....

রাজ্যে জরুরী অবস্থা ঘুষনা করা হোক।

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

রাজামশাই বলেছেন: খেক খেক খেক

৪| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

শ্রাবনসন্ধ্যা বলেছেন: পেত্নি হইতে চাই!

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

রাজামশাই বলেছেন: ওরে কয় কি?

৫| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

সুরভিছায়া বলেছেন: ফুলের রাজামশাই রিমিক্স অনুমোদিত ।

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

রাজামশাই বলেছেন: ;)

৬| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

রাত বলেছেন: পত্নীদের Control করার জন্য কোন গাছের ফুল, ফল অথবা পাতা ব্যাবহারের মাধ্যমে কোন মন্ত্র আপনার জানা আছে কী??

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

রাজামশাই বলেছেন: ওরে আছে আছে ।

চুপি চুপি কই এইগুলা গুপ্তবিদ্যা

৭| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

কিরিটি রায় বলেছেন: @রাত...
হৃদয় গাছের ফুল আর গন্ধম গাছের ফলের রস মিশ্রিত করে প্রতি সপ্তাহে নূন্যতম তিনদিন পত্নী সহযোগে পান করিলে তাহারা নিশ্চত কন্ট্রোলে থাকিবে।

কি বলেন রাজামশাই? ভাল কবরেজি, না?

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

রাজামশাই বলেছেন: কঠিন কবিরাজী ;)

৮| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

আবু সালেহ বলেছেন:
রাজমশাই এইবার পেন্তির সন্ধানে....

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫

রাজামশাই বলেছেন: ;)

৯| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

অপ্‌সরা বলেছেন: শ্যেওড়া গাছ নিয়ে পোস্ট চাই। ভুত পেত্নীর উত্তম আবাসস্থল।

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০০

রাজামশাই বলেছেন: দিমু নে :)

১০| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০০

কিরিটি রায় বলেছেন: পোষ্ট রিমিক্স এর জনক রাজামশাই!!!!!!

রাজা মশাই , কেমনে কি?

এক ঘুষনা আর এক জনক লইয়া ক্যাচাল ৩৮ বছরেও মিটে নাইক্যা।

আফনে আবার নতুন জনক উপাধী লইলেন....

কপিরাইট আর রেজিষ্ট্রি কইরা লইছেন তো????? হা হা হা হা হা হা

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০০

রাজামশাই বলেছেন: ;) :) :)

১১| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২০

ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: বাশ ঝাড় কই, ভুত পেত্নীর উত্তম আবাসস্থল।

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২১

রাজামশাই বলেছেন: অশ্বত্থ গাছ ই সেরা ;)

১২| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

অক্ষর বলেছেন: পেত্নী পালতে চাইনা, পরী পালতে চাই

০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

রাজামশাই বলেছেন: ;)

১৩| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৮

রাত বলেছেন: @ কিরিট রায় ওরফে কবিরাজ - ধন্যবাদ, ফ্রি-তে কবিরাজি ঔষধ কাজ হবে ত!!! ;)

রাজামশাই হৃদয় গাছের ফুল আর গন্ধম গাছ নিয়ে পুষ্টান তাড়াতাড়ি।

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৯

রাজামশাই বলেছেন: ;)

১৪| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২০

চাঙ্কু বলেছেন: মোঃ নাজমুল হাসান বলেছেন: পেত্নী পালতে চাইনা, পরী পালতে চাই

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২৪

রাজামশাই বলেছেন: ওরেরেরে ;)

১৫| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২৭

চাঙ্কু বলেছেন: রাজা পরী পালন না শিখাইয়া পেত্নী পালন শিখাইতেছে ।
রাজারে প্রজা বানানোর টাইম মনে ঘনাই আসছে । আফসুস ;)

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩১

রাজামশাই বলেছেন: :)

১৬| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪২

আইরিন সুলতানা বলেছেন: ইঁইঁইঁইঁহিঁহিঁহিঁহিঁইঁইঁইঁ :)

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২১

রাজামশাই বলেছেন: :)

১৭| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৫

একরামুল হক শামীম বলেছেন:
দিস ইজ রিমিক্স অন রাজামশাই প্রোডাকশন
ইয়ে, ইয়ু , হেই বেঁবিঁ
গেট সেট.... গো.....পেত্নী..... ;)

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৬

রাজামশাই বলেছেন: ;)

১৮| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৫

মিলটন বলেছেন: পেত্নী? কন কি?

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৩

রাজামশাই বলেছেন: ;)

১৯| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫১

অ রণ্য বলেছেন: মারহাবা মারহাবা
জয় হোক রাজামশায়ের জয়
কি দারুণ পোষ্ট গো

এই কে আছিস রাজামশাইকে সেলাম কর

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৩

রাজামশাই বলেছেন: ;)

২০| ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৩

আহমাদ মোস্তফা কামাল বলেছেন: চাঙ্কু বলেছেন: মোঃ নাজমুল হাসান বলেছেন: পেত্নী পালতে চাইনা, পরী পালতে চাই!!

এই বিষয়ে এক্টা পুস্ট দেন জাঁহা পুনা! ;)

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৪

রাজামশাই বলেছেন: দিমু :)

২১| ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫২

চাঙ্কু বলেছেন: রাজা @ রানী পালন করতে কিরাম কষ্ট করছ , হেইডা নিয়া বিস্টারিট পূষ্ট দাও ;)

০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৫

রাজামশাই বলেছেন: ;)

২২| ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৩

প্রচেত্য বলেছেন: পেত্নী আমাদের কি কি উপকারে আসে ?

০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৮

রাজামশাই বলেছেন: বহুত ফায়দা ;)

২৩| ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৩

প্রচেত্য বলেছেন:
রাজামশাই, প্রজার কৌতুহল নিবারণে আপনার কষ্টকে তুচ্ছ করবেন,

- ফায়দা তো বুঝলাম, ফায়দার কিছু নমুনা দেন, প্রাকটিক্যাল দরকার নাই রিটেন হলেই আপাতত বুঝ হইবেক

০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৯

রাজামশাই বলেছেন: ঐগুলা ........................;)

২৪| ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১০

বলাক০৪ বলেছেন: পাগলারে....

০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩০

রাজামশাই বলেছেন: ;)

২৫| ১০ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

শফিকুল বলেছেন: লিংয়ে যাব না আমি পেত্নি ভয় পাই।

১০ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

রাজামশাই বলেছেন: ;)

২৬| ১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৩

আইরিন সুলতানা বলেছেন: আজকের আড্ডাতে পেত্নীরে পাঠায় দেন ...

১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৮

রাজামশাই বলেছেন: ;)

২৭| ১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৬

কালপুরুষ বলেছেন: রিমিক্স ভাল হৈছে। তবে পেত্নী রিমিক্স করলে "ভূতনী" হবার কথা। কারণ "ভূত" + "পেত্নী" রিমিক্স করলে হয় "ভুতনী"।

১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৮

রাজামশাই বলেছেন: খেক খেক খেক

২৮| ১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২১

সৌপ্তিক বলেছেন: আমি পেতনী ডরাই....

১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৬

রাজামশাই বলেছেন: পাললে ডর ভাইঙ্গা যাইবো

২৯| ১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৫

নুশেরা বলেছেন: রাজামশাই, অশ্বত্থ তো হল; বাকি আস্তানাগুলো যেমন বট, পাকুড়, শেওড়া, পিপুল-- ওগুলো রাজবাগানে আছে তো? রিমিক্স তো হিট। এখন এর সঙ্গে সঙ্গে একটা ফিউশনও হয়ে যাক :)

১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৭

রাজামশাই বলেছেন: বাঁশ-ঝাড়ে থাকে ঝেরুভূত।
ব্রহ্মদত্যির পছন্দ বেলগাছ, শিমুলগাছ।
শাকচুন্নির প্রিয় জায়গা হচ্ছে ঘন শ্যাওড়া ঝোপ।
শ্যাওড়া ঝোপ অবশ্য অন্যভূতদেরও প্রিয় আবাসস্থান।
একানড়ে ভূতদের থাকার জায়গা হচ্ছে নির্জন বিস্তীর্ণ প্রান্তরের তালগাছ।
আর ভূতুড়ে বাড়ি পেলে কোনো ভূতই সেখানে থাকতে আপত্তি করে না।
পুকুর প্রিয় হচ্ছে হাঁড়াভূতদের।

সূত্র- বিডি নিউজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.