নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজা

রাজা

রাজামশাই

আমি রাজা

রাজামশাই › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম - শিউলী

১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৪

এই ফুলের বাংলা নামঃ শিউলী



অন্যান্য স্থানীয় নামঃ শেফালী, Har singar, Coral Jasmine, Tree of Sorrow, Queen of the night, Singarei, Paarijat



বৈজ্ঞানিক নামঃ Nyctanthes arbor-tristis পরিবারঃ Oleaceae (Jasmine family)



বৈজ্ঞানিক বিভাজন এইভাবেঃ

Kingdom: Plantae

Division: Magnoliophyta

Class: Magnoliopsida

Order: Lamiales

Family: Oleaceae

Genus: Nyctanthes

Species: N. arbor-tristis

Binomial name : Nyctanthes arbor-tristis



এর ফুল গুলি রাতে ফোট এবং সকালে ঝড়ে যায়। শরৎ ও হেমন্ত কালের শিশির ভেজা সকালে ঝড়ে থাকা শিউলী গ্রামের পরিচিত দৃশ্য ছিল একসময়। Nyctanthes এর অর্থ হচ্ছে সন্ধ্যায় ফোটা এবং arbor-tristis এর মানে হচ্ছে বিষন্ন গাছ। সকলে ঝড়া ফুলে মাঝে বিষন্নভাবে দাড়িয়ে থাকে বলে মনে হয় এই রকম নামকরন।



মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৫

নাজিম উদদীন বলেছেন: গাছে থাকলে শিউলি, ঝরে পড়লে শেফালী।


রাজামশাইকে একগুচ্ছ পারিজাতের শুভেচ্ছা।

১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৬

রাজামশাই বলেছেন: হুমমম

২| ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৩

উধাও ভাবুক বলেছেন: আপনার এই ফুল বিষয়ক পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
আর শিউলি আমার প্রিয় ফুল। একাধিক + এর অপশন থাকলে তাই দিতাম।

ভাল থাকুন সর্বদা।

১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৪

রাজামশাই বলেছেন: ধন্যবাদ সবাইকে।

৩| ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২১

রাত বলেছেন: ছোট বেলায় অনেক শিঊলি ফুল কুরাইছি।

১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৫

রাজামশাই বলেছেন: হুমম

৪| ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২২

রাত বলেছেন: ছোট বেলায় অনেক শিঊলি ফুল কুরাইছি।

১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৫

রাজামশাই বলেছেন: আমিও কুড়াইছি তয় সাথে ....................লইয়া ।

৫| ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৫

রাত বলেছেন: সাথে ....................লইয়া !!!!!!!!!!!!! কি লইয়????????????

১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৪

রাজামশাই বলেছেন: কি না কারে হইবো

৬| ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫০

সিটিজি৪বিডি বলেছেন: শিউলী তোমার এসেছে ফিরিয়া দাদামশাই আঁখি খোল.................

১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৫

রাজামশাই বলেছেন: ওরে একি পেরোডি :)

৭| ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:০২

অক্ষর বলেছেন: এইটা ছোটকালে কুড়াইয়া নিয়া বোইনরে দিতাম

১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৭

রাজামশাই বলেছেন: আমি দিতাম ..................................

৮| ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৫

রাত বলেছেন: হুমমমমম

সাথে ....................লইয়া !!!!!!!!!!!!! কারে লইয়????????????

ঝাতি ঝানতে চায়??

ঝাতি আরো ঝানতে চায় সে এখন কোথায়????

১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৩

রাজামশাই বলেছেন: ;)

৯| ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫০

আইরিন সুলতানা বলেছেন:
শিউলী তলায় ভোর বেলা, কুসুম কুড়ায় কোন পল্লী বালা... ...

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৭

রাজামশাই বলেছেন: ওরেরে

কিন্তু গানটা শুনি নাই :(

১০| ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩০

সুলতানা শিরীন সাজি বলেছেন: "শিউলী তলার পাশে পাশে
ঝরা ফুলের রাশে রাশে
শিশির ভেঁজা ঘাসে ঘাসে
অরুণ রাঙা চরণ ফেলে.......।

নয়ন-ভুলানো এলে।
আমার নয়ন ভুলানো এলে................."

ছবি গুলো দেখে মন যে কেমন করলো.....।
এক থোঁকা শিউলী ফুল কতদিন এভাবে দেখিনি।
অনেক ধন্যবাদ রাজামশাই।
শুভেচ্ছা ............।

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৯

রাজামশাই বলেছেন: আনন্দিত হইলাম :)

১১| ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২০

নিবিড় অভ্র বলেছেন: ওরে..... আমার এই ফুলটা খুব ভাল লাগে........


"শিউলীতলায় ভোর বেলায়..... কুসুম কুড়ায় পল্লী-বালা"
:)

আমার বাসার গাছ থেকেও রোজ এভাবে ঝরে পড়ে শিউলী.... ভালবাসা হয়ে ঝরে পড়ে...... প্রকৃতি মায়ের কোল থেকে.....

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২২

রাজামশাই বলেছেন:
ওরে তুই ভাগ্যবান

১২| ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:০০

তানজু রাহমান বলেছেন: :)

১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪২

রাজামশাই বলেছেন: ;)

১৩| ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৯

তানজু রাহমান বলেছেন: কিন্তু না...গুলশানে আমি নাই। :|

১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫১

রাজামশাই বলেছেন: মাথার উপর দিয়া গেল

১৪| ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:০২

তানজু রাহমান বলেছেন: :)

১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৫

রাজামশাই বলেছেন: ;)

১৫| ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৫

শিবলী বলেছেন: শিউলী ও শিউলী
তুমি কোথায়?
এই ঠান্ডায় ঠিক আছ তো?
কাল সকালে দেরি হলে মুখ সুখিয়ে পচে যেও না
:(
শিউলী আর সূর্য নিয়ে একটা গল্প আছে , জানেন কেউ?
আমি ভুলে গেছি

২৭ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:২২

রাজামশাই বলেছেন:
আমি জানি না।

১৬| ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৩

দীপান্বিতা বলেছেন: :)

১৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫২

রাজামশাই বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.