নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। আমাদের বড় হতে হবে, বড় হতে হবে দেশ নিয়ে।

মহেড়া

খুবই সাধারণ তবে বড় বেশি প্রত্যয়ীএর চেয়ে নিজের ব্যপারে বলার কিছু নেই।

মহেড়া › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:১৯

আমার কিছু ইচ্ছে আছে রাখাল বাঁশির মতো।
স্বপ্ন আছে কথা আছে চোখ আছে তার শত,
ইচ্ছেগুলো ইচ্ছে নিয়ে ইচ্ছে মতোই বাঁচে,
ময়ূরপাখির পুচ্ছ তুলে পেখম মেলে নাচে।

আমার কিছু ইচ্ছে আছে ইচ্ছে মতো বলার,
ইচ্ছে আছে নালিশ নিয়ে শিশুর মতো আর,
ইচ্ছে আছে দেশটা নিয়ে ইচ্ছে ভীষণ জ্বলে,
বুকের ভেতর স্বপ্ন নিয়ে চোখটা কথা বলে।

আমার কিছু ইচ্ছে আছে ইচ্ছে মতো চলার,
ইচ্ছে আছে হাত ছড়িয়ে আকাশটাকে ধরার,
ইচ্ছে যদি চেপে ধরো ইচ্ছে যাবে বেড়ে,
ইচ্ছে মতো ইচ্ছে দি' ইচ্ছে নেবো কেড়ে।

ইচ্ছেগুলো শিশু আমার ইচ্ছেগুলো কিশোর,
ইচ্ছেগুলো বৃদ্ধ আমার ইচ্ছেগুলোই প্রৌঢ়,
ইচ্ছে যদি বেঁচে থাকে বেঁচে থাকবে মানুষ,
ইচ্ছে আমার ইচ্ছে সবার ইচ্ছেগুলো ফানুশ।

ইচ্ছে ছিল যুদ্ধে গেছে ইচ্ছে যাতে বাঁচে,
ইচ্ছে আছে মিছিল করি ইচ্ছে ভীষণ নাচে,
ইচ্ছে আছে গান ধরি ইচ্ছে আছে আঁকি,
ইচ্ছেওয়ালা মানুষগুলো সদা জেগে থাকি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.