![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ তবে বড় বেশি প্রত্যয়ীএর চেয়ে নিজের ব্যপারে বলার কিছু নেই।
হে সময়! জন্ম মৃত্যু অার উষ্ণতা নিয়ে-
তোমাকে অাহত করবার প্রয়াস নেই।
অাইনস্টাইন বলেছে তুমিও ধ্রুব নয়,
যারা অাজ গণতান্ত্রিক মন্ত্র পড়ে,
ধ্রুব নয় যার জন্ম হলো অাজ
রঙীন খোলসে চাঁদ বড় অাপেক্ষিক।
ধ্রুব নয় পা ভেজানো সৈকতের জলে,
কিংবা যারা গা ভেজায় ডুবে যাওয়া -
স্বপ্নগুলো তুলে অানতে মরা হাওড়ে।
ধান নিয়ে রাজনীতি করবার কিছু নেই।
পালাশী থেকে ধানমন্ডি নয়,
চিৎকার উড়ে পালাশী থেকে নয়া পল্টন,
যার জন্ম হয়নি স্বাধীনতার পূর্বে,
অামি শুধু বি,এন,পি নয় জন্মের কথা বলছি,
হে প্রিয়! জীবনিক স্পন্দন অধিকারের কথা -
বেশি বলে অাজ তারাই হয়ে অতি সাধারণ।
হে সময়! তুমিও ধ্রুব নয় জানি জানি সবই,
কুয়াশায় মাঠ শীতের সকাল চাদরে মুড়ানো-
রাজনৈতিক প্রতিশ্রুতি কিছু অপেক্ষা চোখগুলো
স্কুলের পথ ঘরে ফেরার মোড় সোনালী হাত
একনাগারে বলে যাওয়া হাঁটা স্বপ্ন দেখা
ছবি অাঁকা স্বপ্নের ভেতর পালিয়ে বেড়ানো
ক্লান্ত-শ্রান্ত শরীর নিয়ে বিশ্রাম নেয়া
অালোর মিছিল ঝলমলে রোদ
শুভেচ্ছা
ধ্রুব নয় ধ্রুব নয়
ধ্রুব নয় কবিতা লিখা
ধ্রুব নয় অার্তচিৎকার শোষক অার শোষিত।
ধ্রুব নয় যা কিছু ধ্রুব নয়।
হে সময় অামিই শুধু খাদ্য নয় তোমার বুকে
তুমিও খাদ্য হবে ধ্রুব জেনো অামার বুকে,
জেগে থাকা চোখগুলো ধ্রুব নয়,
ধ্রুব শুধু সৃষ্ট অাত্মা অার ভালোবাসা,
সৃষ্টিতত্বের খেলা অার স্রষ্ট্রা
অপ্রেম ধ্রুব নয়।
ধ্রুব নয় বিনাশী শাষণ অার চাপিয়ে দেয়া তন্ত্র।
০৮ ই মে, ২০১৭ সকাল ১১:৩১
মহেড়া বলেছেন: ধন্যবাদ।
২| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:০৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++ বেশ ভালো লাগলো।
লেখাটি ঠিক করে নিন। একবার বেশি কপি হয়ে গেছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৭ ভোর ৪:৫০
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +