![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাচ্ছন্ন স্বপ্নের মতো একজন অপূর্ন মানবী আমি। বালুকা বেলায় মরিচীকার অন্তরালে হাতরাতে থাকা একজন আলেয়া আমি। আধাঁরের মাঝে হারিয়ে যাওয়া একজন ছায়াকন্যা আমি...
নিশিথের মিছিলে
মহিমা আজম হিমু
রাত্রির জোনাক জ্বলা তোমার-আমার আকাশে, চাঁদ ছোয়া মেঘগুলো উড়ে বেড়ায় এ নীল থেকে ও নীলে, দিগন্ত ছাড়িয়ে নিশিথের একলা কুঠিরে।
নিশিথের চাদরে সুঁচে গাঁথা তারাফুলে সাজানো ও হে মায়াবী রাত, একলা চাঁদ,
আশ্রয় দিও আমায় কোলাহল ছাড়িয়ে বদ্ধরজনীর আয়েশী মজলিসে,
ভেজা জ্যোৎস্নার বাহুডোরে ঠাঁয় দিও অতি গোপনে।
নূরীপাথরে গেঁথে নিব গলার মালা, তারাফুলে বাধব আমি এলোকেশী খোপা।
তখন আবছা আলোয় দীর্ঘকালীন শিমুল তুলো মেঘমালঞ্চে, অশরীরী তুমি আসবে সংগোপনে জ্যোস্নাভেজা নিশিথের মায়া জুড়ে।
নিশিথীনি অপ্সরী আমি'র রাতজাগা দহনগুলো হবে সুঁচে গাঁথা চাদরের জমকালো কারুকার্য,
ঠোঁটের কোনে পোষমানা মৃদু হাসি হবে নিশিথের বুকচেরা অর্ধচন্দ্রের মরা-চাঁদনী।
আধাঁরবন্দী অশ্রুগুলো জোনাক জ্বলা সাঝ হয়ে সাজাবে আমার বেনারসির আচঁল...
অতঃপর, কোন এক নিশিথের মিছিলে সমাধিত হবে আমার মৃত বাসর...
২| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪২
মহিমা আজম হিমু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। :-D আপনাকে মনে রাখব যে আপনিই প্রথম যে আমার ছোট্ট ব্লগটাতে কমেন্ট করেছেন। :-)
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা।ব্লগে স্বাগতম।
প্রথম প্লাস এবং মন্তব্য