নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারন একজন মানবী আমি। স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি ডায়েরীর পাতায় পাতায় ভাসমান শব্দের ছোটাছুটিকে টুকে রাখতে। আর... দিন শেষে পিছুটানের শহরে প্রতিনিয়ত হাতড়ে বেড়াই নিজের হারানো আমি\'টা কে...

মহিমা আজম হিমু

তন্দ্রাচ্ছন্ন স্বপ্নের মতো একজন অপূর্ন মানবী আমি। বালুকা বেলায় মরিচীকার অন্তরালে হাতরাতে থাকা একজন আলেয়া আমি। আধাঁরের মাঝে হারিয়ে যাওয়া একজন ছায়াকন্যা আমি...

মহিমা আজম হিমু › বিস্তারিত পোস্টঃ

Somewherein blog কে নিয়ে কিছু অব্যক্ত কথা।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪২

আমার লেখালেখি শুরু ক্লাস টু, স্কুল ম্যাগাজিন থেকে হয়েছে। কবিতা দিয়েই শুরু হয়েছে পথচলা। তারপর থেকে লিখে চলেছি। আম্মি এবং বুবুর সার্পোট পেয়েছিলাম তখন থেকেই। তেমন কোথাও লেখা দিতাম না। খুব জোর করা হলে দেয়াল পত্রিকা এবং স্কুল ম্যাগাজিনেই দিতাম। এভাবে চলতে থাকে দিন, এভাবে চুপিসারে কলমের উপর ভর দিয়ে লিপিবদ্ধ করতে থাকি শব্দের ঝুড়ি। ২০০৯ এ কলেজের নবীন বরন অনুষ্ঠানে স্কুল পর্যায়ে আমরা ৩ জন মেয়েকে অংশগ্রহনের সুযোগ দেওয়া হয়। সেখানে স্বরচিত কবিতা "হারানো আমি" (সংক্ষিপ্ত) আবৃতি করি। সৌভাগ্যবশত সবার মনে কবিতাটি ছুঁয়ে গেল। তারপরই যখনই কেউ আমাকে দেখত, বলত, 'ঐ যে হারানো আমি মেয়েটা যাচ্ছে'। "হারানো আমি"র পর থেকে মোটামুটি অনেকের উৎসাহ পেয়েছি। তারপর থেকে, মানে ২০০৯ থেকে ফেসবুকে 'হারানো আমি' ছদ্মনামে টুকটাক লেখা শুরু করি। তারপর আইডিটা বছর না গড়াতেই নষ্ট হয়ে গেল। তারপর আর অনলাইনে লেখা হয়নি। কাগজ-কলম পর্যন্তই সিমাবদ্ধতা টেনেছিলাম। তারপর থেকে অনলাইনের (আমার দেখা সর্বশ্রষ্ঠ ব্লগ) এই বিখ্যাত ব্লগ "Somewherein blog" টির বিভিন্ন ব্লগারদের লেখা পড়তাম। আর ভাবতাম, আমিও একদিন এখানে লিখব। কিন্তু শুধু একটাই কথা ভাবতাম যে, আরেক্টু বড় হয়ে নিই তারপর।

তারপর বেশিদিন দেরী না করে নিজের নামে আইডি খুলে ফেবুতেই লেখালিখি চালিয়ে যাই। সেখানে অনেক বড় ভাইয়া, আপু, বন্ধুদের পাই। যাদের লেখা পড়ে এ যাবত অনেক উৎসাহিত হয়েছি, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেছে/ করেছেন এবং এখনো করছে আরও ভালো কিছু লেখার জন্য। এখানে ওখানে লিখি. আর পাশাপাশি Somewhere in blog এ নিজের ব্লগ খোলার অপেক্ষা কষতে থাকি। একপর্যায়ে ভাবি, আর কতই বা বড় হবো! :-P এবং আর দেরী না করে খুলেই ফেলি কাঙ্ক্ষিত ব্লগটি।

জীবনে অনেক কিছু পেয়েছি। যতটা না চেয়েছি, তারচেয়ে বহুগুন বেশীই পেয়েছি।
না-পাওয়া, হারানো'র হিসেব না হয় নাইবা কষলাম। ভালো কিছু করে যেতে চাই পৃথিবী থেকে। আর ভালো ভালো মানুষের মাঝে থাকতে চাই। Somewherein blog পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪০

রুদ্র জাহেদ বলেছেন: নির্মল সুন্দর চিন্তা।চলতে থাকুক লেখালেখি...সৃজনশীলতা শেয়ারিং...
ধন্যবাদ আপুনি

২| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৫

মহিমা আজম হিমু বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া। :-)

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:০৩

রুদ্র জাহেদ বলেছেন: কমেন্টের প্রতিউত্তর দেওয়ার জন্য প্রদত্ত কমেন্টের পাশে যে সবুজ চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন,তারপর সে বক্সে আপনার কমেন্ট লিখবেন।এভাবে আপনি উত্তর দিলে কমেন্টদাতা নোটিফিকেশন পাবে আর আপনার উত্তর সরাসরি দেখতে পারবে ধন্যবাদ।

ব্লগের প্রাথমিক ধারনার জন্য গেম চেঞ্জার ভাইয়ের পোস্টটি দেখতে পারেন।লিন্ক দিব?না হয় সার্চ দিলে পাবেন

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১১

মহিমা আজম হিমু বলেছেন: অনেক গুলো ধন্যবাদ ভাইয়া হেল্প করার জন্য। কিন্তু সমস্যা হলো, এটি একটি জাভা ফোন। তাই বেশী অপশন নেই। তবুও হেল্প এবং সাপোর্ট এখন আমার জন্য খুব বেশী দরকার।

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৩

মহিমা আজম হিমু বলেছেন: লিংকটি দিলে সুবিধাই হতো।

৬| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

রুদ্র জাহেদ বলেছেন: সামু ব্লগের সহজ পাঠ

এইটা পড়ে দেখতে পারেন

৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৫

সুমন কর বলেছেন: তাহলে আর দেরী কেন, লিখে ফেলুন..................

শুভ ব্লগিং.......... !:#P

৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১১

মহিমা আজম হিমু বলেছেন: :-)

৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৬

কিরমানী লিটন বলেছেন: স্বাগতম,সতত শুভকামনা ...

১০| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৭

মহিমা আজম হিমু বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪১

মহিমা আজম হিমু বলেছেন: পড়লাম। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাইয়া।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪১

মহিমা আজম হিমু বলেছেন: পড়লাম। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.