![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাচ্ছন্ন স্বপ্নের মতো একজন অপূর্ন মানবী আমি। বালুকা বেলায় মরিচীকার অন্তরালে হাতরাতে থাকা একজন আলেয়া আমি। আধাঁরের মাঝে হারিয়ে যাওয়া একজন ছায়াকন্যা আমি...
ঘরে ফেরার ডাকে
হয়ত এখনো কিছু আশার ছিটেফোঁটা জীবিত আছে কোন অদূরে...
ঘরে ফেরার ডাকে ডাকব তোমায় মৃত্যুর সন্ধিক্ষনেও।
সময় হলে ফিরে এসো কোন এক শেষ বিকেলে ।
সায়াহ্নে আকাঁ, উঠোনের কোলে কান পেতে শোয়া মৃত জ্যোস্নায়,
নিথর কায়ায় বধু বেশে থাকব সেজে অন্তিম লগ্নে,
সময় হলে নিয়ে যেও তোমার ঘরে একটু আমায়।
তোমায়-আমায় মিলে সংসারটির স্বপ্নটা এখনো আমায় জিইয়ে রেখেছে জীবনের মত সবুজ রঙে।
চাতক মন মলম লাগায় শুধু অবুঝ দহনে।
ঘনিয়ে আসে অপেক্ষা, ঘনিয়ে আসে নিঃশ্বাস।
কেবল বেলা শেষে হেলায় পড়ে থাকে বোঝাপড়ার মাতম। মৃত্যুর মত গাড় অন্ধকারে নিঃশ্বাস গুলো মিলিয়ে যেতে থাকে একটু একটু করে।
তখনো আমি উঠোনের শেষে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকি তোমার ফেরার, বধু বেশে আমায় তোমার ঘরে নেবার...
>>>>>
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল , কথার মালাগুলো।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০
মহিমা আজম হিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য। :-)
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯
রুদ্র জাহেদ বলেছেন: কবিতার পঙক্তির মধ্য দিয়ে হৃদয়স্পর্শী কথাগুলো বলে দিলে আপু---
হয়ত এখনো কিছু আশার ছিটেফোঁটা জীবিত
আছে কোন অদূরে...
হ্যাঁ, কিছুে আশা এখনো বিকশিত হতে চাই...
শেষে এসে দীর্ঘশ্বাসের বাণীর মতো লাগল।কবিতা খুব ভালো লেগেছে।শুভকামনা জেনো