নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারন একজন মানবী আমি। স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি ডায়েরীর পাতায় পাতায় ভাসমান শব্দের ছোটাছুটিকে টুকে রাখতে। আর... দিন শেষে পিছুটানের শহরে প্রতিনিয়ত হাতড়ে বেড়াই নিজের হারানো আমি\'টা কে...

মহিমা আজম হিমু

তন্দ্রাচ্ছন্ন স্বপ্নের মতো একজন অপূর্ন মানবী আমি। বালুকা বেলায় মরিচীকার অন্তরালে হাতরাতে থাকা একজন আলেয়া আমি। আধাঁরের মাঝে হারিয়ে যাওয়া একজন ছায়াকন্যা আমি...

মহিমা আজম হিমু › বিস্তারিত পোস্টঃ

"মৃত্যুবাসর"

০৭ ই মে, ২০১৬ রাত ২:৫১


সুখেদের উপহাসে বাসর আমার সাজে কিছু অবহেলা, ভ্রুকুটি আর কিছু অশ্রুদের কারুকাজে,
মেহেদীরঙা হাতে জলসা আকেঁ কিছু ধোঁয়াসা আধাঁর।
বোঝাপোড়ার সমাধি তো হয়েছে সেই ফুলসজ্জাতেই।
ইচ্ছে এখন, কবে ফিরবে তুমি ভালবাসার সূচনালগ্নে ।
আর, নিঃশ্বাসটা সপে দিব তোমার বাহুডোরে।

তখনও মৃত্যুর বুকে মাথা রেখে কাদঁতে থাকি দহনের অনামিশায়।
আমার অলংকার, আমার অহংকার সঞ্চিত তোমার কাছে।
সময়ের অগোচরে
নীলাভ বিষাদের অন্তরায়,
সমাধি একেঁ দিও আমার মৃত ঠোঁটে...
আমি অপেক্ষাতে ঠাঁয় দাড়িয়ে মৃত্যুবাসরে তোমার ফেরার,
দুচোখে কিছু আবছা আলেয়া নিয়ে...

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ রাত ৩:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি কবি হে।

২| ০৭ ই মে, ২০১৬ সকাল ৭:০৩

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ।কিছু বানানে ভুল আছে

৩| ১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৬

মহিমা আজম হিমু বলেছেন: ধন্যবাদ জায়েদ ভাইয়া। ভূলগুলো ঠিক করে নিব।

৪| ১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৭

মহিমা আজম হিমু বলেছেন: হাফিজ ভাই ধন্যবাদ। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.