নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারন একজন মানবী আমি। স্বপ্ন দেখতে ভালোবাসি। ভালোবাসি ডায়েরীর পাতায় পাতায় ভাসমান শব্দের ছোটাছুটিকে টুকে রাখতে। আর... দিন শেষে পিছুটানের শহরে প্রতিনিয়ত হাতড়ে বেড়াই নিজের হারানো আমি\'টা কে...

মহিমা আজম হিমু

তন্দ্রাচ্ছন্ন স্বপ্নের মতো একজন অপূর্ন মানবী আমি। বালুকা বেলায় মরিচীকার অন্তরালে হাতরাতে থাকা একজন আলেয়া আমি। আধাঁরের মাঝে হারিয়ে যাওয়া একজন ছায়াকন্যা আমি...

মহিমা আজম হিমু › বিস্তারিত পোস্টঃ

"নির্বাক আলাপনে"

১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:২৮

পদতলিত আমার
হাজারও ক্রোষ প্রাণ্তর,
নিয়ে দুঃখ সুখের আল্পনাহীন
রংধনু একেঁ,
শূন্য চোখে অস্পষ্ট দৃষ্টিতে
এক যুগ পূর্তিতে,
দেখেছি তোমায় বৃদ্ধ মনে ভীতু দৃষ্টির বলে...

তোমার অপলক দৃষ্টি
আমার বেঁচে থাকার সর্বশেষ সাহস টুকু হনন করলো।
কম্পিত কন্ঠে তুমি জানতে চাইলে,
"এখনো কি আছো তুমি একা"?
ক্রমেই আমার দিশেহারা
অসাড় অনুভূতিরা ধোঁয়াসা হয়ে গেল।
এবার চোখের বৃষ্টিতে বাঁধ দিয়ে
মৃদু হেসে বললাম,
"ভয় পেয় না,
একা ছিলাম, একাই আছি।
তুমিহীন আমি আছি অনেক ভালো।"

সে সময়ের এড়িয়ে যাওয়া প্রশ্নেদের সাথে,
বোঝাপড়াটা আর করা হলো না।
আমি যে গণ্ত্যব্যহীন
আমি যে পরাধীন।

অশ্রুগুলোকে সঙ্গে নিয়ে,
পথ নিলাম তোমার দেয়া সেই
চিরচেনা শূন্যতার।
অপলক দৃষ্টি তোমার বলছে অনেক কথা।
তোমার ছন্দপতন চাহুনি আমার "আমি"কে হ্রাস করছে যেন সেই প্রথম থেকে।

জানো তো,
তোমার কোন প্রশ্নের উত্তরই
আজ আমি দিব না।
কেন জানি অকারণেই আমার মনটা আজ বাঁধা।
জানো তো,
আগের মত এখোনো চাইব,
সুখ হোক তোমার নিত্য সঙ্গী।
ভেবো না আমার কথা
আমি পড়ে আছি
সময়ে বাঁধা সেই নির্বাক আলাপনে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: অনেক সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.