নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন আর আমি

মোহনা জান্নাত রহমান

আমি মোহনা।

মোহনা জান্নাত রহমান › বিস্তারিত পোস্টঃ

আমি অার এক হরিণী

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

কখনও পরাস্ত, পরাজিত,আহত হরিণী দেখেছো?না দেখে থাকলে আমি তোমাকে দেখাচ্ছি।আমি নিজেই তো এক পরাজিতা হরিণীর মতো।না আজ আমি ব্যর্থ না আর সেই পরাজিতা হরিণীও।পরাজিতা হয়েছি স্বেচ্ছায়।কাউকে জিতিয়ে দিয়ে যদি তার জীবনে শান্তি আনা যায়,তাকে পরিতৃপ্ত করা করা যায় তাহলে প্রত্যেক মানুষকে এমনটাই করা উচিত।হ্যাঁ,আজ আমার মনে অনেক অশান্তি,কষ্ট বাসা বেধেঁছে।সব একদিন কমে যাবে।অামার মনও শান্ত হবে।আর ভীতু,আহত হরিণী তখন হয়তো তার শেষ নিঃশ্বাস নিতে থাকবে।চাইলেই পারতাম ক্ষণিকের সুখে নিজেকে ডুবাতে।না আমি তা করিনি।আর হরিণীও নিজেকে বাঁচানোর প্রয়াসে যেতে পারতো কোন এক লোকালয়ে।প্রিয় মানুষটাকে প্রাণপণে রক্ষা করতে যেয়ে আজ পরিণতি।না আজ আমরা ব্যর্থ না।আজ আমরা খুব নিস্তেজ,নির্বাক।জীবনের শেষ প্রহর গুলা খুব একাকীভাবে কাটানো উচিত।সাহায্যের হাতটা বাড়িয়ে নিজেকে আর রক্তাক্ত করবো না।এখন হয়তো সেই জঙ্গলের কোন এক পুকুর পাড়ে মাটিতে মিশে যাওয়া হাড়ের অংশ পাবে।আর আমার আত্মা তো অনেক অনেক আগেই ভষ্মিভূত হয়ে গেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২০

আহমেদ জী এস বলেছেন: মোহনা জান্নাত রহমান ,




একজন নবীন ব্লগারকে ব্লগে স্বাগতম ।

শুরুটাই করেছেন পরাস্ত, পরাজিত,আহত এক হরিণীর কথা দিয়ে । পরবর্তী লেখায় যেন সেই হরিণীর কস্তুরীনাভীর ঘ্রান থাকে ।
শুভেচ্ছান্তে ।

২| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৬

মোহনা জান্নাত রহমান বলেছেন: thanku :) keep me in your prayer

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.