নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন আর আমি

মোহনা জান্নাত রহমান

আমি মোহনা।

মোহনা জান্নাত রহমান › বিস্তারিত পোস্টঃ

এক মুঠো চাঁদের আলো

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৫



মধ্যরাতের মেঘাচ্ছন্ন আকাশে চাদঁটা যখন একটু উকি দিয়ে তারাদের সাথে লুকোচুরি খেলায় ব্যস্ত তখন আমার মন চায় চাঁদটাকে একটু ছুয়ে দিই।ভরা পূর্ণিমায় ঝলসানো একটুকরা রুটি। চাঁদ আর অনেক গুলা তারা।তোমার কি কখনো মন চেয়েছিলো চাঁদটাকে ছুয়ে তার আলোতে নিজেকে সিক্ত করতে।আশ্চর্য হলেও সত্যি আমার কখনও মন চায় নি।আমার নিজের কাছেই তো আছে চাঁদের আলো।কোন এক সন্ধারাতের দক্ষিণের বাতাস যখন আমাকে প্রলুব্ধ করছিলো হারিয়ে যেতে, তখন চাঁদটা তার আলোতে আমায় ভিজিয়েছিলো।তখন এক মুঠো আলো তোমার জন্য রেখে দিয়েছি।চাঁদেরও ভাগ্য।ত্রুটি, দাগ আছে জেনেও সূর্য পূর্ণ মিলন তিথিতে চণ্দ্রগ্রহণে সাড়া দেয়।আর আমি কলঙ্কময়ী এক নিম্ন শ্রেনীর প্রাণী যে কিনা চাঁদের আলোয় মিশে মিশে নীলে মিশে গিয়েছি

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ২:০১

শিখণ্ডী বলেছেন: ছবিটা অসাধারণ!

২| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০২

মোহনা জান্নাত রহমান বলেছেন: thank you

৩| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১২

সিনবাদ জাহাজি বলেছেন: আমি কলঙ্কময়ী এক নিম্ন শ্রেনীর প্রাণী
চাঁদ নিজেউ তাই

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:১১

মোহনা জান্নাত রহমান বলেছেন: :)

৪| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৬

আহমেদ জী এস বলেছেন: মোহনা জান্নাত রহমান ,




বক্তব্য সেই হাহাকার নিয়েই ।
বেশ কিছু বানানের দিকে খেয়াল রাখতে হবে , সু-লেখিকা হতে চাইলে ।
যেমন :
জলসানো < ঝলসানো
ছুয়ে < ছুঁয়ে
অনেক গুলা < অনেকগুলো
সন্ধারাতের < সন্ধ্যারাতের... ইত্যাদি ।

ভালো থাকুন । লিখুন , লিখতে থাকুন । একদিন হাত শক্তিশালী হবেই ।
শুভেচ্ছান্তে ।

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:১১

মোহনা জান্নাত রহমান বলেছেন: i am very weak in bangla type writings :( doa korben

৫| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৯

মিঃ আতিক বলেছেন: ভালো লাগলো।

৬| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৯

মিঃ আতিক বলেছেন: ভালো লাগলো।

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৭

মোহনা জান্নাত রহমান বলেছেন: :) :)

৭| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভব্লগিং

২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:২০

মোহনা জান্নাত রহমান বলেছেন: :) :)

৮| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১২:০১

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: আর আমি কলঙ্কময়ী এক নিম্ন শ্রেনীর প্রাণী যে কিনা চাঁদের আলোয় মিশে মিশে নীলে মিশে গিয়েছি
শেষ লাইনটুকু পড়ে খুব ভাল অনুভূতি হয়েছে।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৮

মোহনা জান্নাত রহমান বলেছেন: দোয়া করবেন :)

৯| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৪

ঋতো আহমেদ বলেছেন: শুভ ব্লগিং

০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৮

মোহনা জান্নাত রহমান বলেছেন: দোয়া করবেন

১০| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৭

এম জি তানভির আহমেদ বলেছেন: "হ্রদয় ছোয়া অনুভূতি"।

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫

মোহনা জান্নাত রহমান বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.