নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন আর আমি

মোহনা জান্নাত রহমান

আমি মোহনা।

মোহনা জান্নাত রহমান › বিস্তারিত পোস্টঃ

সমাজ আর কিছু নিম্ন শ্রেণীর বিশ্লেষক

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৮

কিভাবে নিজেকে উপস্থাপন করবো? জানি না।তবে ব্যপারটা এখন অন্য রূপ ধারণ করেছে।অন্য কারও না,আজ নিজেকেই তুলে ধরবো।কি ভূল, কি সঠিক আমি জানি না।না আমি কোন মানুষকে চিনি না।চিনতেও চাই না।না আমি জ্ঞানশুন্য হয়নি।বাস্তবতাকে চিনতে শিখেছি মাত্র।দেখো।ভোগ করো।এমনটাই চাও তোমরা।হয়তো ব্যাপার গুলো অন্য রকম হলেও পারতো।খোলা বক্ষ,উদম পিঠ কিংবা এক রাশ চুল।কেন এত কথা। আজ আমি যদি ছবির মতো নিজেকে তুলে ধরি তাহলে তোমরাই আমাকে নানা রকম নামে বিশ্লেষণ করবে। মাল, মাগি কিংবা বেশ্যা হবো।আর যদি নিখাদ আনন্দে হাস্যকর কিছু করি তাহলে আমি শ্রেণীহীন, বংশ পরিচয়হীন।আমি কি এতটাই পরাস্ত, ভীতু কিছু মানুষের কথায়? না
আমি আমার মতো থাকবো।ভালো ব্যপার ভালো লাগে না?... আমার কাছে যেটা ভালো সেইটাই করবো।আমি নিজেকে এভাবে মেলে ধরবো।সুতাহীন দেহ।তখন এভাবেই তোমাদের সাড়া যেন পাই।অসুন্দর,মাগি, কুৎসিত কিংবা মন গড়া আরও অনেক গল্প।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বুঝিনি

২৭ শে মার্চ, ২০১৭ রাত ৩:০৩

মোহনা জান্নাত রহমান বলেছেন: কি ভাবে আপনাকে এখন বুঝাই :(

২| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩

আনোয়ার হুসাইন খান বলেছেন: প্রতিটি মানুষেরই স্বাধীন বিবেক রয়েছে, যা খুশি সে করতে পারে, যৌবনের তাড়নায়, উন্মাদনায়।
ভালো কিনা মন্দ সে নিজেই বুঝে।

৩| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩

মোহনা জান্নাত রহমান বলেছেন: হুম :) সমাজ অনেক খারাপ :)

৪| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: মোহনা জান্নাত রহমান ,




বাস্তবতা আপনাকে খুব কঠিন কিছু শিখিয়েছে । এর বাইরেও অন্যরকম বাস্তবতা রয়েছে , যেখানে জীবনকে জীবন বলে মনে হয় । যেখানে পৃথিবীটাই অপরূপ হয়ে ওঠে। শুধু বাস্তবের নিঠুর দিকটাতেই চোখ ফেলবেন না , চোখ সেখানেও ফেলুন যেখানে দেখবেন আপনি জ্ঞানশুন্য হননি , নিজেকে মিলিয়ে দিতে পারবেন সেই সুন্দরের কাছে । চোখের দৃষ্টিতে মাখুন এই সুর----------
"এই লভিনু সঙ্গ তব
সুন্দর হে সুন্দর ......"

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩১

মোহনা জান্নাত রহমান বলেছেন: :( কখনো হবে কিনা জানি না

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

নীল আকাশ বলেছেন: আপনাকে আল্লাহ সৃস্টির সময় বিবেক কেনো দিয়েছে সেটা আগে উপলব্ধি করুন ? খারাপ হওয়া সহজ, যে কোনো সময় সেটা হওয়া যায়। ভালো হওয়া কঠিন। কেনো নিজেকে সহজলভ্য পন্যের মতো বিকিয়ে দিবেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.