| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহসিন ৩১
প্রত্যেক দিনই সকাল হয় তবু সব ভোরই অদেখা থাকে; সব মানুষই বসন্তবিলাসে ভোগে তবুও প্রত্যেক বসন্তই নূতন হয়।
'এই তুমি কে----' ,প্রশ্নটা অতি সরল;
কিন্তু কাজটা নিজের; তাই ছোট ভাবার ----
আর নাই দরকার।
অথচ জীবনে যা ঘটেছে সেটা;
ঘটতে থাকতে পারে---বহু অযাচিত!
কাভি যেন 'ডিটেরিওরেট' না করে ;বোকাটা
“----“ তো রাস্তা --- না হার! না জিত।
হয়ত আমার অর্জনই------ এখানেই;এবং
তাই আমার উন্নয়ন -------
তার বিপরীতে এবং, চিত্রে বিচিত্রে;যায় কতকিছুই তো ঘটে
বাঙময়! জানি-----, বটে মনে মনে
জানিতো মনের সেতুবন্ধন, জানিও ওই মেলবন্ধনে;
'সারভাইল' আচরণ, যত নয় অর্থনৈতিক ; বোঝা যায়
অনির্বচনীয়-তায়...... বেশি তার হয়ে শিক্ষার,
যে শিক্ষায়, যে পরিবেশে , যে টাকায় আসে বিষয়;
আসছে তারাই, তো সেখানের... হতেছে হৃষ্টপুষ্ট; ভাষায় !!
এ 'ভাসানটেক' সারভাইল সমগ্র! নকল
হ'ল একদম নূতন; শ্রীমান যুক্ত-------
আতেলেকচুয়াল।
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৭
মহসিন ৩১ বলেছেন: কবিতায় লিরিক আন্তে এমনটা হয়েছে , আসলে কবিতা তো অনুভূতিগুলো ধরতে ভাব সৃষ্টি করা । ভাব জগত তা যে অনেক বিশাল । কবির অভিজ্ঞতা কবির নিজস্ব ।
২|
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:২৫
রাকু হাসান বলেছেন: পড়লাম ,,,,,,,,,,শুভকামনা রইলো আপনার জন্য ।
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ২:৩৩
মহসিন ৩১ বলেছেন: ধন্যবাদ --কবিতা পড়েছেন জেনে খুশি হলাম।
৩|
১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৪
মহসিন ৩১ বলেছেন: ধন্যবাদ !! সুখে আর শান্তিতে থাকবেন। আর লিখে যাবেন। মনবাঞ্ছা একদিন না একদিন পুরা হবেই!
৪|
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩
উদাসী স্বপ্ন বলেছেন: ভালো লেখার হাত কিন্তু পোস্ট মাত্র তিনটে কেন?
১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৪
মহসিন ৩১ বলেছেন: আমি সত্যি বোকা মানুশ; তাই erogent হয়ে গেলে পর ভয় পেতে হয়; ভয় আরও বাড়াতে চাইছি না। আমি একটা পাঁড় পড়ুয়া। লিখতে গেলেই উল্টোপাল্টা। তবে হাঁ চেস্টা করব, আপনার কথা বুদ্ধি দিপ্ত। ধন্যবাদ।
৫|
২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭
উদাসী স্বপ্ন বলেছেন: আপনার কমেন্টেও দেখি ছন্দে ছন্দে লেখা। যত বেশী লেখবেন আপনার নিজের মধ্যথাকা এই কবিত্বরও বিবর্তন হবে, পরিপক্ক হবে। একসময় দেখবেন নিজের লেখারই প্রেমে পড়বেন। এটা এ্যারোগ্যান্সি না, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস থাকাটা দোষের নয়। আত্মবিশ্বাস আর এ্যারোগ্যান্সির পার্থক্য হলো একজন যখন নিজের চর্চা চালিয়ে তাতে উৎকর্ষতা আনেন এবং বাহবা কুড়ান। আর এ্যারোগ্যান্সিতে স্বীয় চর্চায় নিজেই বাহবা করছেন এবং অন্যকে হেয় করছেন- অনেকটা আত্মোম্ভরী গোয়ার্তুমি
৬|
২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪১
মহসিন ৩১ বলেছেন: আপনি কি জানেন হাত টান জাদের আছে তারাই বেশী ছন্দে মেতেছে অতীত কালে। এই টান কিসের সেটাই এবার আপনিয়ে বলেন না ---দেখি মিলে যায় কিনা।
৭|
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০০
খায়রুল আহসান বলেছেন: ভাব জগত তা যে অনেক বিশাল (প্রথম প্রতিমন্তব্য) - তাই তো!
কবিতায় অযথা যতিচিহ্নের ব্যবহার ভাল লাগেনি। কেউ কেউ মোটেই করেনা, আপনি করেছেন অত্যধিক!
শিরোনামটা ভাল লেগেছে।
৮|
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০০
খায়রুল আহসান বলেছেন: ভাব জগত তা যে অনেক বিশাল (প্রথম প্রতিমন্তব্য) - তাই তো!
কবিতায় অযথা যতিচিহ্নের ব্যবহার ভাল লাগেনি। কেউ কেউ মোটেই করেনা, আপনি করেছেন অত্যধিক!
শিরোনামটা ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৬ রাত ১০:০৭
উদাসী স্বপ্ন বলেছেন: বাংলা কবিতায় হিন্দি শব্দের ব্যাব হার?