![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষণস্থায়ী দুনিয়ায় বেশী দিন বেঁচে থাকার চিন্তা করা বোকামী। মৃত্যুর জন্য সবার প্রস্তত থাকা উচিত
প্রাইমখবর.কম (primekhobor.com) থেকে প্রাইমনিউজ.কম.বিডিতে (primenews.com.bd) পরিবর্তন হয়ে গেলাম আমরা। এক বছর আগে সবার আগে সব খবর অনলাইন পাঠকদের পৌছে দেয়ার প্রত্যয় নিয়ে আমরা একঝাক কর্মী কাজ শুরু করেছিলাম প্রাইমখবর.কম নামের একটি ওয়েব ঠিকানা নিয়ে।
আজ 30 আগস্ট-2013 আমরা আমাদের বাংলা ও ইংরেজি ওয়েব ঠিকানা পরিবর্তণ করে একই ঠিকানায় চলে এলাম। এখন থেকে একই ইউআরএলে প্রবেশ করে বাংলা ও ইংরেজি পেজ দেখা যাবে।
একই সঙ্গে আমার নিজেরও পদের পরিবর্তন হয়েছে।
আমি গত ১ আগস্ট-২০১২ প্রাইমখবর.কম এ সিনিয়র রিপোর্টার পদে জয়েন করেছিলাম। এক বছর পর এই আগস্ট মাসেই আবার চিফ রিপোর্টারের পদটি নিতে হলো কর্তৃপক্ষের নির্দেশে।
সামুতে আমি দীর্ঘ দিন আছি। তবে লেখার সংখ্যা খুবই কম। কারণ পেশাগত ব্যস্ততা। সামুর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৭
মহসিন৭১ বলেছেন: Click This Link