নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজী সাহেব

মহসিন৭১

ক্ষণস্থায়ী দুনিয়ায় বেশী দিন বেঁচে থাকার চিন্তা করা বোকামী। মৃত্যুর জন্য সবার প্রস্তত থাকা উচিত

মহসিন৭১ › বিস্তারিত পোস্টঃ

কি হচ্ছে ২৫ অক্টোবর?

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩

অফিসে কাজ করছিলাম। হঠাৎ মনে পড়ে গেল ২০০৬সালের ২৮ অক্টোবরের কথা। সেদিনও এদেশে সরকার ছিল, পুলিশ ছিল। কিন্তু সবাই ছিল নীরব দর্শক। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, বামদলগুলো সেদিন ইচ্ছে মতো মনের ঝাল মিটিয়ে মারামারি করেছে। মজার বিষয় ছিল লগি বৈঠা নিয়ে মারামারি। যদিও অত্যান্ত মর্মান্তিক ওই ঘটনায় বেশ কয়েকজন মারা যায়। তারপরও আমরা সেকথা ভুলে দেছি। সাত বছর আগের ঘটনা। ওই ঘটনার সুত্র ধরেই এসেছিল জরুরি অবস্থা। হয়রানি হয়েছিল সবদলের রাজনৈতিক নেতারা। এবার আবার সেই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে ২৫ অক্টোবর। মাস ঠিক আছে। তারিখ দুদিন আগে।

ইতোমধ্যেই বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ঘোষণা দিয়েছে ২৪ অক্টোবরের মধ্যে তত্ত্বাবধায়ক দাবি না মানলে ২৫ তারিখ থেকে সরকার পতনের আন্দোলনে যাবে। অন্য দিকে সরকার পক্ষ ২৫ তারিখে ঢাকায় সমাবেশ ডেকেছে। তারাও হুমকী দিয়েছে ২৫ তারিখের পর তারা মাঠে থাকবে। অর্থাৎ আমরা আশঙ্কা করতে পারি সংঘাত অনিবার্য। এ নিয়ে ব্লগার ভাইদের মতামত চাচ্ছি। আসলে কি হতে যাচ্ছে। এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর। এই সমস্যার সমাধানে কি হওয়া উচিত, কি করা উচিত?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬

ছাসা ডোনার বলেছেন: এই রাজনীতি দলগুলোকে নির্দিষ্ট একটা ময়দান ঠিক করে দিলে ভাল হতো, যেখানে তারা নিজেরা মারামারি করতো। সাধারন জনগন শান্তিপুর্ণ জীবন যাপন করতে পারতো। আসলে আওয়ামিলীগ, বিনপি এদেরকে আমি ঘৃনা করি। দুই বুড়ী আমাদেরকে নিজের কেনা গোলামের মত ব্যবহার করতেছে। ধ্বংস হোক দুই জনের বাকশক্তি এবং তারা নিজেরাও.....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.