নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজী সাহেব

মহসিন৭১

ক্ষণস্থায়ী দুনিয়ায় বেশী দিন বেঁচে থাকার চিন্তা করা বোকামী। মৃত্যুর জন্য সবার প্রস্তত থাকা উচিত

মহসিন৭১ › বিস্তারিত পোস্টঃ

দেশে কি হচ্ছে? এর পরিণতি কি?

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

কেউ কিছু বলতে পারছে না। সবারই প্রশ্ন। উত্তর নেই কারো কাছে। সবাই প্রশ্ন করছে। দেশে কি হচ্ছে। এর পরিণতি কি হবে। আসলে পরিণতির কথা কেউ বলতে পারছে না। আমাদের দেশের দুটি রাজনৈতিক জোটের নেতারা যা করছেন তাতে সামনের দিকে দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আমরা যারা চাকুরি করি। মাস গেলে বেতনের আসায় বসে থাকি। তাদের অবস্থা কি হবে? আমাদের যারা বেতন দেন তারাতো ব্যবসা করেন। ব্যবসার কামাই থেকে আমাদের মতো কামলাদের বেতন দেন। তাদের ব্যবসা যদি এভাবে দিনের পর দিন বন্ধ থাকে। তাহলে আমাদের বেতন কোথা দেবে?



সারা দেশের ১৬ কোটি মানুষই একে অপরের ওপর নির্ভরশীল। এভাবে হরতাল অবরোধ চলতে থাকলে এক সময় দেশ আর চলবে না। মানুষ না খেয়ে মারা যাবে।

নেতারা এসব কি বুঝেন না? দুই নেত্রী না হয় বেড়াজালের মধ্যে আটকে থাকেন। তারা এসব বুঝতে পারনে না। কিন্তু তাদের আশে পাশে যারা থাকেন তারাতো বুঝেন। কিন্তু তারা বুঝেও না বোঝার ভান ধরে বসে থাকেন কেন? আপনারা আপনাদের নেত্রীদের বুঝানোর চেষ্টা করেন।

এভাবে কোনো দেশ চলতে পারে না। মানুষ দিশেহারা হয়ে পড়েছে। জমানো টাকা খেতে খেতে এক সময় তাও শেষ হয়ে যাবে। তখন তারা কি করবে?



এখনো সময় আছে। একটা সমঝোতার মধ্যে আসেন। নাহলে এ জাতি আপনাদের ক্ষমা করবে না। দুই দলই কিছুটা ছাড় দিয়ে একটা সমঝোতার নির্বাচন করেন। এ ধরণের এক তরফা নির্বাচন করে সেই ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। তাতে দিন দিন সমস্যা বৃদ্ধি পাবে। দয়া করে এখনই পদক্ষেপ নিন। দেশে শান্তি ফিরিয়ে আনুন।



দেশের এই সমস্যার জন্য দুই নেত্রী একে অপরকে দায়ী করছেন। একজন বলছেন বিরোধীদল মানুষ হত্যা করছে। আন্দোলন করে দেশের ক্ষতি করছে। অন্য দিকে আর এক নেত্রী বলছেন, যিনি ক্ষমতায় আছেন তার অপকর্ম বন্ধ করতেই তারা আন্দোলন করছেন। এখন জনগণ কোন দিকে যাবে। জনগণের মাথায় লবন রেখে আপনারা বড়ই খাচ্ছেন। কিন্তু জনগণের সুবিধার দিকে মোটেই নজর দিচ্ছেন না। এভাবে চলবে না। সমঝোতায় আসুন। সমঝোতায় আসুন। সমঝোতায় আসুন। দেশে শান্তি ফিরিয়ে আনুন। দুজনই ৫০/৫০ দায়ী হবেন। ভেবে দেখুন কি করবেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

নানাভাই বলেছেন: নেত্রী আমার হাসতাছে নৌকায় চইড়া ভাসতাছেন।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

বিখ্যাত লোক বলেছেন: দু'দলই ৫০/৫০ দয়ী হবে কেন? লীগ সরকার একতরফা নির্বাচন করতে চাইছে, কেন আমাদের জনগনের ভোটের কি কোন মূল্য নেই? বিরোধীদল সেই মূল্য ফিরিয়ে দেয়ার জন্যইতো আন্দোলন করছে। বর্তমান অবস্থা সৃষ্টির জন্য আওয়ামীলীগ সরকার আর তথাকথিত দলকানা স্বার্থবাজ মিডিয়াই ৯৯% দায়ী, কারণ তারা নিরপেক্ষ নির্বাচন দিলেইতো কোন সমস্যা থাকে না।

বিশেষ দ্রষ্টব্য: আমি কোন দল করি না যাকে যোগ্য মনে হয় তাকেই সমর্থন দেই মাত্র।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

নীল জানালা বলেছেন: ইওরোপীয়ান ইউনিয়ন সকটপূর্ন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কথা সত্য। কিন্তু ভেংগে ফেলার মত বোকা এখনো ওরা হয়ে উঠেনি। আমেরিকা একভাষার দেশ বলতে কি বুঝাইলেন? ইংরেজি? ইংরাজি তো অস্ট্রেলিয়ানরাও বলে, ইন্ডিয়ানরাও বলে। ইংরাজি কিন্তু প্রয়োজনের খাতিরে এডাপ্ট করা ভাষা আমেরিকায়। গোড়াপত্তনকারীরা সবাই ইংরাজি ভাষাভাষী ছিলনা। ইংরেজ, ওলোন্দাজ, জার্মান ইতালিয়ান এরা সবাই ছিল। প্রয়োজনের তাগিদে ওরা ভাষা হিসাবে ইংরেজি বাইছা নিসে অনেক আগে। ইওরোপেও এইটা হৈতে পারে। এইটা হওয়াইতে বেশিদিন লাগেনা। টেকনোলজির এই যুগে ভাষাগত বেমিল কমুনিকেশনের জন্য কোন বাধা নয়। এইটা আমার চাইতে আপনে আরো ভলো জানেন। ভারতেও কিন্তু কয়েকশো ভাষা চালু থাকলেই হিন্দি মোটামুটি সবার ভাষা। পাকিস্তানের উর্দু কিন্তু হিন্দীভাষী শিশুও বুঝবো। উর্দূর লেখনিটা শুধু আরবী হরফে। মোদ্দা কথা হৈল। ভাষা, ধর্ম এইসব কোন ইস্যুনা আলাদা হওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.