নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি- আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–

বনমহুয়া

আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

বনমহুয়া › বিস্তারিত পোস্টঃ

তোমাকে

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২



তোমাকেই দিয়েছিলাম সব
কপালের লাল টিপ, লাজুক দৃষ্টির ভোর
বৃষ্টিভেজা সন্ধ্যায় হাতে হাত রাখা
হৃদস্পন্দন, ঘোরলাগা মায়াবী প্রহর!

কি এক আদিম সুখে তোমাকেই ছোঁব বলে
স্পর্শ করেছিলাম হৃদয় তোমার
চোখে চোখ রেখে বলেছিলে, বলবে না?
বলেছিলাম অব্যক্ত এক শব্দ আমার।

এই তোমাকে, তোমাকেই দিয়েছিলাম
হৃদয়ের সব উত্তাপ, বলেছিলাম ভালোবাসি।





মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩১

গেম চেঞ্জার বলেছেন: সামুতে স্বাগতম। ভাললাগা রেখে গেলাম। শুভেচ্ছা রইল।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ গেমভাই।

২| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২১

নেক্সাস বলেছেন: অনেক অনেক সুন্দর কবিতা। বেসিক্যালি কবিতা এমন রূপে দেখতে ভালবাসি। সাজানো সুস্পষ্ট ও আবেদন ময়।

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৭

বনমহুয়া বলেছেন: অশেষ ধন্যবাদ নেক্সাসভাই। নতুনকে এইভাবে বরণ করে নেবার জন্য।

৩| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৭

আহমেদ জী এস বলেছেন: বনমহুয়া ,



আমার ব্লগে ঘুরে যাওয়ার জন্যে ধন্যবাদ । এখানে এসে বুঝলুম আপনাকে স্বাগত জানাতেই হয় । স্বাগতম ।
প্রথম হিসেবে এই কবিতাখানি পাশ করে গেছে ।
এইখানটাতে ------- আদিম সুখে তোমাকেই ছুব..... না লিখে তোমাকেই ছোঁব / ছোঁবো এরকম শুধরে নিলে ভালো হয় ।
আর -------- চোখে চোখ রেখে বলেছিলে বলবে না? এখানে চোখে চোখ রেখে বলেছিলের পরে একটি কমা ( , )কি হবেনা ? এরকম ; চোখে চোখ রেখে বলেছিলে, বলবে না?

শুভেচ্ছান্তে । লিখতে থাকুন ।

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫০

বনমহুয়া বলেছেন: আহমেদ জী এস ভাই। আপনার এই সংশোধনী আমার জন্য দোয়া। আপনার প্রতি শ্রদ্ধা রইলো।

৪| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আহমেদ জিএস ভাই। আসলে আমরা সবাই কৌশলী হয়ে গেছি। সুন্দর হইছে, ভাল লাগছে এমন কমেন্ট করে যেন ভার মুক্ত হই। কিন্তু কবিতার কমেন্টে আরো বেশী কিছু দাবি করে। কবিতার বিষয়বস্থু দুঃখ না সুখ সে বিষয়ে কথা না বলে কবিতার গঠনশৈলি, শব্দ চয়ন, বাক্য বিন্যাস, উপমা, অন্তর্নিহিত ম্যাসেজ ও উপস্থাপনা নিয়ে আলাপ হওয়া উচিৎ। পজেটিভ সমালোচনা করা এবং সমালোচনা গ্রহন করার মানসীকতা থাকলে সামু থেকে অনেক ভাল কবি তৈরি হত।

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২১

বনমহুয়া বলেছেন: আবারও অশেষ ধন্যবাদ নেক্সাস ভাই।

৫| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৬

নেক্সাস বলেছেন: একজন নতুন ব্লগারের পোষ্টে আহমেদ ভাইয়ের দায়িত্বশীল মন্তব্য প্রশংসার যোগ্য

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই

৬| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩০

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

শুভ ব্লগিং............... !:#P

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪০

বনমহুয়া বলেছেন: মোটামুটি লিখতে লিখতে পাকা হয়ে যাবো সুমনভাই। দোয়া করবেন।

৭| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৯

আহমেদ জী এস বলেছেন:
@ নেক্সাস

কথাটি শুনতে খারাপ লাগলেও আসলেই আমরা সবাই কৌশলী হয়ে গেছি।
সুন্দর হইছে, ভাল লাগছে এমন কমেন্ট করে যেন ভার মুক্ত হই। এটাই মনে হয় ব্লগারদের মাঝে একমাত্র বন্ধন হয়ে দাঁড়িয়ে আছে।

কবিতার বিষয়বস্থু দুঃখ না সুখ সে বিষয়ে কথা না বলে কবিতার গঠনশৈলি, শব্দ চয়ন, বাক্য বিন্যাস, উপমা, অন্তর্নিহিত ম্যাসেজ ও উপস্থাপনা নিয়ে আলাপ হওয়া উচিৎ।
আপনার এমন উপলব্দিতে আশান্বিত । সবাই যদি আপনার মতো এমন করে ভাবতেন তবে ------
পজেটিভ সমালোচনা করা এবং সমালোচনা গ্রহন করার মানসীকতা থাকলে সামু থেকে অনেক ভাল কবি তৈরি হত।
আপনার এই কখার সোনালী ফসল আমরা দেখতে পেতুম । শুধু কবিই নয় , আমরা পেতে পারতুম অনেক শক্তিমান লেখক ও ।

আমি কায়মনো বাক্যে প্রার্থনা করি , সব ব্লগার ভাই-বোনেরা আপনার এই সত্যটুকু উপলব্দি করুক , অনুভব করুক , ধারন করুক । হয়ে উঠুক পরষ্পরের আত্মীয় ।
সারা দিনমানের অজস্র জটিলতার মাঝেও এখানে এসে যেন তারা একটুকরো ভালোলাগার উঠোনে হাত-পা মেলে বসতে পারেন ।
ধন্যবাদ আপনাকে, সাথে ধন্যবাদ বনমহুয়াকেও কারন তার নিমিত্তেই এই প্রসঙ্গটির অবতারনা হয়েছে ।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১

বনমহুয়া বলেছেন: আমি কায়মনো বাক্যে প্রার্থনা করি , সব ব্লগার ভাই-বোনেরা আপনার এই সত্যটুকু উপলব্দি করুক , অনুভব করুক , ধারন করুক । হয়ে উঠুক পরষ্পরের আত্মীয় ।
সারা দিনমানের অজস্র জটিলতার মাঝেও এখানে এসে যেন তারা একটুকরো ভালোলাগার উঠোনে হাত-পা মেলে বসতে পারেন ।
ধন্যবাদ আপনাকে, সাথে ধন্যবাদ বনমহুয়াকেও কারন তার নিমিত্তেই এই প্রসঙ্গটির অবতারনা হয়েছে ।



আহমেদ জী এস ভাই আপনাকে ধন্যবাদের ভাষা জানা নেই। কিছুক্ষন আগে আমার মন এবং মেজাজ দুটোই খারাপ হয়েছিলো । আপনার সুন্দর মন্তব্যে মন ভরে গেলো। শ্রদ্ধা আপনাকে।

৮| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৮

সুমন কর বলেছেন: আমার মন্তব্য পেয়ে কি আপনার মন খারাপ হয়েছিল ??

হয়তো সবার ভালো লাগাটা এক নয়!!

ভালো থাকুন।



২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২

বনমহুয়া বলেছেন: না আপনার মন্তব্যে না। আমি কেমন লিখি আমি জানি আর আমার স্কুলের টিচারেরা জানতো। তারা বলছিলো তাদেরকে গিয়ে পরীক্ষার খাতা পড়ে দিয়ে আসতে। সে জন্য না। আমার গল্প পোস্ট মানে পরবর্তী পোস্টে সাহসী সন্তান নামক একজন নারী পুরুষ নির্বিশেষে ঘুম ভাঙ্গাইলেই ........ উপর লাত্থি মারেন বলছিলো এই নিয়ে তর্ক বিতর্কে মন মেজাজ খারাপ হয়ে উঠছিলো।

৯| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৯

সুমন কর বলেছেন: উনি আসলে বেশী কথা বলেন...................... কিন্তু কাজ কম করে...........হাহাহাহা

বাকিটা পরে বলবো।

২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৮

বনমহুয়া বলেছেন: ঠিকই বলেছেন। এমনি ধারনা হয়েছে আমারও। তবে হতে পারে উনি বয়সে ও মননে অপরিপক্ক। বাকীটা কবে বলবেন?

১০| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩১

রুদ্র জাহেদ বলেছেন: আহমেদ জী এস বলেছেন:
@ নেক্সাস
কথাটি শুনতে খারাপ লাগলেও
আসলেই আমরা সবাই কৌশলী
হয়ে গেছি।
সুন্দর হইছে, ভাল লাগছে এমন কমেন্ট করে যেন
ভার মুক্ত হই। এটাই মনে হয় ব্লগারদের মাঝে
একমাত্র বন্ধন হয়ে দাঁড়িয়ে আছে।
কবিতার বিষয়বস্থু দুঃখ না সুখ সে বিষয়ে কথা
না বলে কবিতার গঠনশৈলি, শব্দ চয়ন, বাক্য
বিন্যাস, উপমা, অন্তর্নিহিত ম্যাসেজ ও
উপস্থাপনা নিয়ে আলাপ হওয়া উচিৎ।
আপনার এমন উপলব্দিতে আশান্বিত । সবাই
যদি আপনার মতো এমন করে ভাবতেন তবে ------
পজেটিভ সমালোচনা করা এবং সমালোচনা
গ্রহন করার মানসীকতা থাকলে সামু থেকে
অনেক ভাল কবি তৈরি হত।
আপনার এই কখার সোনালী ফসল আমরা
দেখতে পেতুম । শুধু কবিই নয় , আমরা পেতে
পারতুম অনেক শক্তিমান লেখক ও ।
আমি কায়মনো বাক্যে প্রার্থনা করি , সব
ব্লগার ভাই-বোনেরা আপনার এই সত্যটুকু
উপলব্দি করুক , অনুভব করুক , ধারন করুক । হয়ে
উঠুক পরষ্পরের আত্মীয় ।
সারা দিনমানের অজস্র জটিলতার মাঝেও
এখানে এসে যেন তারা একটুকরো
ভালোলাগার উঠোনে হাত-পা মেলে বসতে
পারেন ।
ধন্যবাদ আপনাকে, সাথে ধন্যবাদ বনমহুয়া কেও
কারন তার নিমিত্তেই এই প্রসঙ্গটির অবতারনা
হয়েছে ।

কবিতা এবং আলোচনা দুটোকেই দারুন লাগল।ধন্যবাদ আপুনি

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০১

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪

নিষ্‌কর্মা বলেছেন: এতো সুন্দর করে তুমি বলেছো! বাহ্‌।
অনেক ধন্যবাদ।

[ তুমি করে বলায় রাগ করো না যেন আবার ]

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৮

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর অনুকবিতা। শুভেচ্ছা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আপা।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! এখানে আপনার সবান্ধব পদচারণা আনন্দময় ও স্বাচ্ছন্দ্য হোক!
এবারে কবিতার কথায় আসি। শিরোনামসহ কবিতার পুরোটাই ভালো লেগেছে। কবিতার আবেগ হৃদয়স্পর্শী।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ খায়রুলভাই।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: তোমাকেই দিয়েছিলাম সব
কপালের লাল টিপ, লাজুক দৃষ্টির ভোর
বৃষ্টিভেজা সন্ধ্যায় হাতে হাত রাখা
হৃদস্পন্দন, ঘোরলাগা মায়াবী প্রহর!

শুভ ব্লগিং :) :) :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ নাজমুলভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.