![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।
পার্থ
তোমার কাছে আমার এই চিঠি,
লিখছি আমি উড়িয়ে দেবো বলে।
নৌকা গড়েও ভাসিয়ে দিতে পারি,
অতল গহীন ইচ্ছামতীর জলে.....
ভাসতে ভাসতে সেই নৌকো চিঠি,
পৌছে যাবে তোমার উপল কুলে।
নাও এর মাঝে ভালোবাসার গীতি,
খুব যতনে পড়বে তুমি খুলে।
তখন বুঝি সাঁঝ ছুঁই ছুঁই বেলা,
তখন বুঝি সুয্যি ডোবে পাটে,
তখন বুঝি ফিরছে পাখি নীড়ে,
বাঁজছে বাঁশী মন পবনের ঘাটে।
লিখবে তুমি ফিরতি জবাব চিঠি-
অনেক কথায়, অনেক রাত্রী জেগে,
নিশুতি রাত জানলা খোলা চাঁদে,
পড়বে তোমার পড়ার টেবিল ঢেকে।
রাত জাগা কোন পাখির করুন ডাকে-
জাগবে শঙ্কা, হঠাৎ কাঁপন বুকে-
অশুভ কোন সাংকেতিয়া সুরে-
অধির হবে মর্মরিয়া দুখে।
জানবে তুমি খুব তখনও ভোর,
গেছি আমি ইচ্ছা মরণ পুরে!
ইচ্ছামতীর অতল জলের টানে
নিরুদ্দেশে অচিনপথের দূরে!
তুমি তখন বেশ অবাকই হবে,
ভাববে বসে কি এমন কি হলো?
স্বপ্নেও যা জানবেনা তা তুমি,
তোমার কান্না দেখার ইচ্ছে ছিলো।
মহুয়া
(পার্থ কেনো এ লেখা লিখলাম বলোতো? )
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২২
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ এস কাজীভাই। আপনার প্রশংসার লজ্জা পেলাম।
২| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩
পার্থিব পার্থ বলেছেন: এ লেখা কেন লিখেছ বুঝলাম! তবে এমন কিছু হলে কিন্তু ফেয়ার হবে না!! একদম না!
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০
বনমহুয়া বলেছেন:
তোমার জন্য রঙ্গিন নৌকা।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২১
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা
সুন্দর। ভাল লাগলো।
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
বনমহুয়া বলেছেন: নীলসাধুভাই। অন্তর থেকে ধন্যবাদ।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১
NEWSUP 47x7 বলেছেন: সুন্দর ভালো লাগলো ।
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ NEWSUP 47x7 । আপনাকে কি নামে ডাকবো?
৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৬
রক্তিম দিগন্ত বলেছেন: কবতা বুঝি না। তাই মন্তব্য নাই।
[কবিতা/কবতা একই শব্দ আমার কাছে। অর্থ তো বুঝিনা একটারও]
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
বনমহুয়া বলেছেন: কবতা বুঝেন না?
মিথ্যা বলবেন না।
একদম কোনো মিথ্যা বলবেন না বললাম।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭
সুদিপ্ত বলেছেন: ভালো লেখা আপনার। ভবিষ্যতে আরো লেখা দেখার আশা রইল । ।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ভাই। তবে আমার লেখার কোনো ভুত ভবিষ্যৎ নাই।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
পার্থিব পার্থ বলেছেন: তোমার কাছে আমার এই চিঠি,
লিখছি আমি উড়িয়ে দেবো বলে।
নৌকা গড়েও ভাসিয়ে দিতে পারি,
অতল গহীন ইচ্ছামতীর জলে.....
শব্দ নিয়ে নৌকো যখন ভাসে
আমি তখন একলা থাকি তীরে।
খুব যতনে স্বপ্ন রাখি পাশে
নির্বাসনে একলা থাকার ভীড়ে।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
বনমহুয়া বলেছেন: নির্বাসনে যাবে কেনো তুমি?
আনিস হতে ইচ্ছা হলো বুঝি?
আবার এমন বলো কিছু যদি
জরীআপাকে ধরায় দেব খুঁজি।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
পার্থিব পার্থ বলেছেন: ভাসতে ভাসতে সেই নৌকো চিঠি,
পৌছে যাবে তোমার উপল কুলে।
নাও এর মাঝে ভালোবাসার গীতি,
খুব যতনে পড়বে তুমি খুলে।
আলতো করে তোমার চিঠি খুব যতনে খুলি
চিঠিজুড়ে তোমার মনের স্পর্শ লেগে আছে।
পড়তে গেলে নিজ মাঝে নিজেকেই ভুলি
মনে হয় তুমিই আছ আমার অনেক কাছে।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২১
বনমহুয়া বলেছেন: তোমার পাশে তোমার ছাঁয়া কাঁপে
সেথায় বসি সেই ছাঁয়াটার পাশে
তুমি আমার বনস্পতি ছায়া
যার মায়াতে বাঁধছি খেয়া ঘাটে।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
পার্থিব পার্থ বলেছেন: তখন বুঝি সাঁঝ ছুঁই ছুঁই বেলা,
তখন বুঝি সুয্যি ডোবে পাটে,
তখন বুঝি ফিরছে পাখি নীড়ে,
বাঁজছে বাঁশী মন পবনের ঘাটে।
সবাই যখন নীড়ে ফিরে সাঁঝে
সূর্য্য ডুবে নিমগ্ন প্রার্থনায়!
কি যেন এক ঝড় ওঠে হৃদ-মাঝে
তোমার চিঠির বিষণ্ণ মূর্ছনায়।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬
বনমহুয়া বলেছেন: বিষন্ন সূর ঐ বেহালার তারে
মূর্ছনাতে আছন্ন দিন গনি
হৃদ মাঝারে ভালোবাসার সুতোয়
নক্সী কাঁথার গল্প সেথা বুনি।
১০| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
পার্থিব পার্থ বলেছেন: লিখবে তুমি ফিরতি জবাব চিঠি-
অনেক কথায়, অনেক রাত্রী জেগে,
নিশুতি রাত জানলা খোলা চাঁদে,
পড়বে তোমার পড়ার টেবিল ঢেকে।
হৃদয় মাঝে অনেক কথাই বাজে
লিখতে গেলেই অস্থির খুব লাগে
মন বসেনা অন্য কোন কাজে
জবাব আমার দিতেই হবে আগে!
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০
বনমহুয়া বলেছেন: চিঠির জবাব গিরিবাজের পায়ে
রঙ্গিন সুতোয় যতন করে বেঁধে
উড়িয়ে দিও রঙধনু পথ ধরে
তোমার কথার মাল্যখানি গেঁথে।
১১| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
পার্থিব পার্থ বলেছেন: রাত জাগা কোন পাখির করুন ডাকে-
জাগবে শঙ্কা, হঠাৎ কাঁপন বুকে-
অশুভ কোন সাংকেতিয়া সুরে-
অধির হবে মর্মরিয়া দুখে।
হঠাৎ করে অশুভ এক ডাকে
শঙ্কা জাগে ভীষণ মাঝ রাতে!
মনে পড়ে ভালোবাসি যাকে
এই জনমে, দেখা হবে কি তার সাথে?
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
বনমহুয়া বলেছেন: দেখা হবেনা!
কি বলো?
রোজই তো দেখা হয়।
১২| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
পার্থিব পার্থ বলেছেন: জানবে তুমি খুব তখনও ভোর,
গেছি আমি ইচ্ছা মরণ পুরে!
ইচ্ছামতীর অতল জলের টানে
নিরুদ্দেশে অচিনপথের দূরে!
ইচ্ছামতির অতল জলের টান
অশ্রুজলে মাতম তোলা ঝড়ে!
সেকি শুধু অবহেলার গান!
আমার এই ক্ষুদ্র প্রানের তরে!
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
বনমহুয়া বলেছেন:
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১
পার্থিব পার্থ বলেছেন: তুমি তখন বেশ অবাকই হবে,
ভাববে বসে কি এমন কি হলো?
স্বপ্নেও যা জানবেনা তা তুমি,
তোমার কান্না দেখার ইচ্ছে ছিলো।
সকল খেলায় হারতে আছি রাজি
তবে যদি যাও ইচ্ছামতির অতল জলের টানে
মনে রেখ ধরব আমি সর্বস্ব বাজি
হাসি মুখেই ভেসে যাব, তোমার ভেসে যাওয়া বানে।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
বনমহুয়া বলেছেন: সন্তরণে ডুবন্ত খড়কুটো
ধরিয়ে দেবো ভরন্ত এক মুঠো।
ভেসে যাওয়া হবে না আর তোমার।
আঁটকে রবে ঘূর্নিপাকের মাঝে।
১৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
পার্থিব পার্থ বলেছেন: মহুয়া
শব্দ নিয়ে নৌকো যখন ভাসে
আমি তখন একলা থাকি তীরে
খুব যতনে স্বপ্ন রাখি পাশে
নির্বাসনে একলা থাকার ভীরে।
আলতো করে তোমার চিঠি খুব যতনে খুলি
চিঠিজুড়ে তোমার মনের স্পর্শ লেগে আছে।
পড়তে গেলে নিজ মাঝে নিজেকেই ভুলি
মনে হয় তুমিই আছ আমার অনেক কাছে।
সবাই যখন নীড়ে ফিরে সাঁঝে
সূর্য্য ডুবে নিমগ্ন প্রার্থনায়
কি যেন এক ঝড় ওঠে হৃদ-মাঝে
তোমার চিঠির বিষণ্ণ মূর্ছনায়।
হৃদয় মাঝে অনেক কথাই বাজে
লিখতে গেলেই অস্থির খুব লাগে
মন বসেনা অন্য কোন কাজে
জবাব আমার দিতেই হবে আগে!
হঠাৎ করে অশুভ এক ডাকে
শঙ্কা জাগে ভীষণ মাঝ রাতে
মনে পড়ে ভালোবাসি যাকে
এই জনমে, দেখা হবে কি তার সাথে?
ইচ্ছামতির অতল জলের টান
সেকি শুধু অবহেলার গান!
অশ্রুজলে মাতম তোলা ঝড়ে!
আমার এই ক্ষুদ্র প্রানের তরে!
সকল খেলায় হারতে আছি রাজি
তবে যদি যাও ইচ্ছামতির অতল জলের টানে
মনে রেখ ধরব আমি সর্বস্ব বাজি
হাসি মুখেই ভেসে যাব তোমার ভেসে যাওয়া বানে।
পার্থ
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১
বনমহুয়া বলেছেন: নাইস পার্থ। একশো লাইক
১৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতাটা ভালো। কিছু বানান ঠিক করে নিতে পারেন। যেমনঃ সূর্য্যি, রাত্রি, অধীর, করুণ এসব।
শুভকামনা রইলো।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
বনমহুয়া বলেছেন: নদীভাই কবিতা কাহারে বলে?
বানান কাহারে বলে
আপনারা যে বলেন সারাটাদিনমান
কবিতা বানান কবিতা বানান
কবিতা কাহারে কয়?
সে কি কেবলি বানানময়?
তাহলে কেবলি চোখের জল
গড়িবে আমার গন্ডদেশ
কবিতা লিখিবার বাসনা সকলি
হইবে আমার শেষ।
বানান ঠিক করতেন কইয়েন না ভাই। তাইলে আর কবিতাই লেখা হইবে না।
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
বনমহুয়া বলেছেন: খুশি হইলাম আরণ্যকভাই।
১৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০১
ফুলফোটে বলেছেন: তুমি তখন বেশ অবাকই হবে,
ভাববে বসে কি এমন কি হলো?
স্বপ্নেও যা জানবেনা তা তুমি,
তোমার কান্না দেখার ইচ্ছে ছিলো।
দারুন...।।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
বনমহুয়া বলেছেন: থেংকু।
১৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা দারুণ লেগেছে ।
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১২
বনমহুয়া বলেছেন: থেংকু কথাকথিকেথিকথনভাই।
১৯| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
রক্তিম দিগন্ত বলেছেন: কথা সত্য। মিছা কই নাই। আমি সত্যই কবিতা বুঝি না।
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২১
বনমহুয়া বলেছেন: আবার মিছা কথা বলছেন? আপনাকে জরিমানা করা হবে। বলেন কি জরিমানা দিতে চান।? আবার জরিমানার বদলে জরিআনিস দিয়েন না।
২০| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৮
উল্টা দূরবীন বলেছেন: গায়ের চামড়ায় হুল ফুটানোর মত কবিতা। পড়ছি আর হুল ফুটছে শরীরে।
অসম্ভব ভালো লেগেছে।
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
বনমহুয়া বলেছেন: হা হা আপনি তো আমাকে আপ্লুত করে দিলেন।
২১| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
ভ্রমরের ডানা বলেছেন: বেশ ছন্দময় কবিতা। মুখফুটে বেরিয়ে এল একটি শব্দ অজান্তে।
বাহ!
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯
বনমহুয়া বলেছেন: আরে বাহ! আমার মুখ ফুটেও এই শব্দ অজান্তেই বের হলো ডানাভাই। আমার কবিতাও মানুষ ভালো বলে ভেবে নিজেই আমি নিজেকে বাহবা দিলাম।
২২| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩
ভ্রমরের ডানা বলেছেন: কেন নয়। কবিতাই তার প্রমান। আপনি অবশ্যই অনেক সুন্দর কবিতা লেখেন। সহজ ভাষায় মনের ভাব প্রকাশের আলাদা এক মাধুর্য। সবাই পারে না। যেমন আমি।
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
বনমহুয়া বলেছেন: সত্যি বলছেন তো? অনেক খুশী হইলাম।
২৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
ভ্রমরের ডানা বলেছেন: জি আপনারা কি কবি কাপল নাকি। বাহ! দুজনেই সমান ধারে কবিতা লেখছেন। বাহ!
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১
বনমহুয়া বলেছেন: আমি কবি হবার ট্রাই করতেছি। এইখানে কবি হইতে তো আর পয়সা লাগেনা। অসুবিধা কি ট্রাই করতে কন? আর পার্থ আমাকে দেখে দেখে ট্রাই করতেছে। তবে তার মাথায় অন্য ভুত আছে কিনা? সেই ভুত নামানোর ট্রাই আমি করতেছি ডানাভাই।
২৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২
ভ্রমরের ডানা বলেছেন: কি ভুত। বোতল ভুত নাকি? ওয়াও।
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
বনমহুয়া বলেছেন: বলা যাবেনা। তাহলে পার্থ আমাকে মারবে। তবে বোতলভুত তো আগে থেকেই আছে ।
ভ্রান্তি-বিলাস (১)
এই পোস্টে গেলেই বুঝবেন।
২৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০৫
রুদ্র জাহেদ বলেছেন: পার্থর কাছে চিঠি? কবিতায় কবিতায়!!বেশ সুন্দর হয়েছে
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ অসংখ্য রুদ্রভাই।
আমার সব কবিতাই পার্থের জন্য।
২৬| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২০
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্!
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২১
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আপা।
২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১
দেবজ্যোতিকাজল বলেছেন:
:ভাল লিখেছো ৷৷৷৷৷৷ আরও ভাল চাই
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
বনমহুয়া বলেছেন: আর ভালো পারবোনা। এই অনেক বেশি আমার। তবুও পড়ার জন্য ধন্যবাদ।
পলাশের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯
এস কাজী বলেছেন: উফফ আপনার লেখা না??

সুন্দর হয়েছে
তখন বুঝি সাঁঝ ছুঁই ছুঁই বেলা,
তখন বুঝি সুয্যি ডোবে পাটে,
তখন বুঝি ফিরছে পাখি নীড়ে,
বাঁজছে বাঁশী মন পবনের ঘাটে।
সুন্দর সুন্দর