![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।
তোমায় দিলাম মহুল ফুলের কুঁড়ি
জ্যোস্নারাতের চন্দ্রতারা ফুল,
শাল পিয়ালের আকুল করা ঘ্রানে
হঠাৎ করা একটি মধুর ভুল।
টুই পাখিদের একটি শাবক ছানা
কোমল করে ডাকছিলো কোন খানে?
হঠাৎ সেথা চমকানো ক্ষন গাঢ়
খরোস্রোতা নুড়ি নদীর টানে।
ভাঙতেছিলাম আমরা পাশাপাশি
তুমি আমি যুগল মৌনব্রতী,
নিষিদ্ধ ক্ষন বিলুপ্তি পথ শেষে
ভাসতেছিলাম ডুবন্ত চাতকী।
আমরা ছিলাম নীরব নিরুচ্চারী
এই পৃথিবীর প্রথম নরনারী,
আসন্ন সেই মিলন বিহ্বলতা
কাঁপছিলো চাঁদ পূর্ণ কোজাগরী।
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ এস কাজীভাই, আমার কবিতা সর্বদা পড়ার জন্য ও উৎসাহদানের জন্য।
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৪
পার্থিব পার্থ বলেছেন: তোমার দেওয়া সুখের মত ব্যাথায়
হৃদয় পেতে নিয়ে নিলাম সব
তোমার আমার স্পর্শসুখের গাঁথায়
নরনারীর আদিম সে রব।
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
বনমহুয়া বলেছেন:
৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩২
পার্থিব পার্থ বলেছেন: সৃষ্টিসুখের মধুর সে ক্ষণে
টুইপাখিদের উৎসব হয় বনে
দুই হৃদয়ের আদিম সুরের গানে
ভেসেছিলাম নিষিদ্ধ এক
জোয়ার ভাঁটার টানে।
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭
বনমহুয়া বলেছেন:
তুমি নাই। কিছু নাই।
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
বনমহুয়া বলেছেন: পার্থ
তুমি যখন দূরে আমার থেকে
একটা ডাহুক যাচ্ছে কোথাও ডেকে
ঝুম দুপুরে একলা থাকার বেলা
একলা মনে নিজের সাথে খেলা।
১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
বনমহুয়া বলেছেন: তোমার উতল মাতাল করা চৌরাশিয়া বাঁশী
বাঁজলো যখন আমার উপকূলে-
আমি তখন সাঁঝের বেলা বাঁধতেছিলাম চুলে
একটা বেনী কাঁঠাল চাপা ফুলে।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৬
ফুলফোটে বলেছেন: অসাধারন...।
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ফুলফোটেভাই
৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: তোমায় দিলাম মহুল ফুলের কুঁড়ি
জ্যোস্নারাতের চন্দ্রতারা ফুল,
শাল পিয়ালের আকুল করা ঘ্রানে
হঠাৎ করা একটি মধুর ভুল।
++++++++++++ ভালো লাগা লেখক
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ নাজমুলভাই।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৬
রোলেন বলেছেন: বড়ই কঠিন কবিতা।
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
বনমহুয়া বলেছেন: কঠিন কই দেখলেন? এটা তো জলবৎ তরলং।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৮
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।পোস্টে+
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪১
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রুদ্রভাই।
৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৫
ফেরদৌসা রুহী বলেছেন: তোমায় দিলাম মহুল ফুলের কুঁড়ি
জ্যোস্নারাতের চন্দ্রতারা ফুল,
শাল পিয়ালের আকুল করা ঘ্রানে
হঠাৎ করা একটি মধুর ভুল।
এই কথাগুলি বেশি ভাল লেগেছে।
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রুহীআপা। ঐ কথাগুলি থেকেই এ লেখার সৃষ্টি । এক মিনিটে।
৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩০
নাবিক সিনবাদ বলেছেন: ফুলের কুঁড়িগুলো নিলাম, অনেক ধন্যবাদ...
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
বনমহুয়া বলেছেন: আপনার জন্যও দিলাম একটা। কবিতার গুলা পার্থকে দিয়েছিলাম।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
সুলতানা রহমান বলেছেন: ভালবাসার কবিতা। ভাল লাগলো
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সুলতানাআপা।
১১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১০
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর কবিতা| পড়লে নেশা হয়!
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরন্যক খারালভাই।
১২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১২
তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর ছন্দময় -- ভালো লাগলো
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ তাহসিনুল।
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: (ঘ্রাণ, খরস্রোতা, ক্ষণ, ভাসছিলাম) দারুণ একখানি রোমান্টিক প্রেমের পদ্য পাঠ করলাম । মুগ্ধতা রইলো ।
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
বনমহুয়া বলেছেন: রুপকভাই ধন্যবাদ। ভালো থাকবেন।
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
উল্টা দূরবীন বলেছেন: আমরা ছিলাম নীরব নিরুচ্চারী
এই পৃথিবীর প্রথম নরনারী,
আসন্ন সেই মিলন বিহ্বলতা
কাঁপছিলো চাঁদ পূর্ণ কোজাগরী
সুন্দর কবিতা। মুগ্ধকারী কবিতা। শান্তিময় কবিতা।
জগতের সকল প্রাণী সুখী হোক।
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
বনমহুয়া বলেছেন: হা হা ধন্যবাদ উল্টাভাই। ভালো থাকবেন।
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
মো: রফিকুল ইসলাম আসিফ বলেছেন: ভালো লাগলো
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ রফিকুলভাই।
১৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ হাসানভাই।
১৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
সুমন কর বলেছেন: ভালো।
১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ।
১৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন।
১৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
বিবর্ণ স্বপ্ন বলেছেন: "ওয়াও"
১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ স্বপ্নভাই আমার লেখা পড়ে ওয়াও বলার জন্য। আমি মনে হইতেছে কবি হয়ে যাবো। ইদানিং সবার প্রশংসা পেয়ে পেয়ে এমনই সন্দেহ হচ্ছে আমার।
২০| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
রক্তিম দিগন্ত বলেছেন: কয়েকটা শব্দের মানে বুঝি নাই।
টুই পাখি মানে কী? জানিই তো না।
ভাঙতেছিলাম আমরা পাশাপাশি
তুমি আমি যুগল মৌনব্রতী,
-- এইখানে ভাঙতেছিলাম শব্দের তাৎপর্য বুঝি নাই। তথাপি এই কলিটুকুই বুঝি নাই।
তবে রোমান্টিক ধাঁচের লাগলো।
বাকিগুলো বুঝায়া দেন।
[প্রমাণিত হইলো যে আমি কবতা বুগি না ]
১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
বনমহুয়া বলেছেন: আপনি কিছু বুঝেন না এটা হইতে পারেনা। আমি বিশ্বাস করিনা।
টুইপাখি একটা পাখি এতে না বুগার কি হইলো? টুইপাখি পাহাড়ি এলাকার এক ধরণের পাখি। ম্যুভিতে দেখছিলাম ওপার বাংলার।
ভাঙতেছিলাম আমরা পাশাপাশি
তুমি আমি যুগল মৌনব্রতী,
ভাঙতেছিলাম মানে দুজন দূর্বল হয়ে পড়া। আর পাশাপাশি মানে তো বুঝেনই মানে পাশাপাশি বসেবসে একটু দূর্বল হয়ে পড়া।
যুগল মানে কাপল। মৌনব্রতী মানে কথা বন্ধ সাধুবাবা। কেন পড়েন নাই মৌনব্রতী সাধু? মস্করা করেন না? শুধু শুধু জিগাসা করতেছেন । যান কমুনা।
২১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
রক্তিম দিগন্ত বলেছেন: না কইলে বুঝুম ক্যামনে?
আমি একটা কবিতারই খালি দুইটা লাইন বুঝি, সেইটা হইল -
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।
এছাড়া সব কবিতাই আমার কাছে প্রাচীন গ্রীক ভাষার মনে হয়।
এইডাতে আমার কী দুষ?
সব তো কবিদের দোষ। এত দুর্বোধ্য লেখলে মাথামোটা পাবলিকগুলো ক্যামনে বুঝবে?
১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
বনমহুয়া বলেছেন: তাই না?? কি ভালা ছেলে রে!
২২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
রক্তিম দিগন্ত বলেছেন: আপনিও এখন থেকে এইরকম ভাল ভাল কবিতা বেশি করে লেখুন। [যেগুলো আমি বুঝবো সেগুলোই ভাল]
তাহলে কবতাও বেশি বেশি পড়ব।
১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
বনমহুয়া বলেছেন: কি রকম লিখবো? আপনার জন্য সহজ হয় তেমন নাকি শব্দার্থ সহ কাঠিন্যময়? তবে কাঠিন্যে ঢাকা ভালোবাসার কবিতা সহজ করতে গেলে লজ্জায় পড়তে পারি। আপনেও পড়তে পারেন।
আমি কাল থেকে ঘোড়ার ডিম ভাজা শুরু করছি। তবে ___ তাতে বাঁধা দেওয়ায় মেজাজ বিগড়াইছিলো কাল রাতে। বাইচ্চা কাইচ্চা নিয়ে আর পারিনা। আমার ঘোড়ার ডিম ভাঁজায় বাঁধা দিলে চলবে? এত ইমম্যাচিউরড পোলাপাইন।
২৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
রক্তিম দিগন্ত বলেছেন: ঘোড়ার ডিম ভাজার গ্রীক ভাষার মানে বুঝি নাই।
আপনেরে মানুষের প্রেম নিয়ে কে লিখতে কইছে? আপনে মানুষ আর বিজ্ঞানের মধ্যে লেখেন। সাইফাই কবিতা লেখেন। তাইলে ঠিকই পড়ুম।
১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
বনমহুয়া বলেছেন: রোবটের সাথে প্রেম! আপনার দিল কি দিয়া তৈরী ভাই? একবার আদ্যিকালের বদ্দিবুড়া আরেকবার যান ব্যাক টু দ্যা ফিউচারে! ভালোই তো নাকানি চুবানি!
আপনি ভাই মানুষটা সুবিধার না দেখতেছি।
২৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১০
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগল। ধন্যবাদ
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১২
বনমহুয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিকভাই।
২৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সেলিমভাই।
২৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২০
গেম চেঞ্জার বলেছেন: মহুল ফুলের নাম প্রথম শুনলেম। বলবেন এটার কিছু কির্তিখানা?
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২২
বনমহুয়া বলেছেন: মহুল মানেই মহুয়া ফুল। মহুয়াফুলের গন্ধ গাঢ় এর নানা গুনাবলী আছে তবে পাহাড়ীয়া অঞ্চলে মহুয়ার মদ তৈরী হয়।
২৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪
গেম চেঞ্জার বলেছেন: হায়ঃ কি কইলেন? মহুয়ার মদ???
সমিস্যা। আমার মহুয়া খালার নামের ওপর একটা উৎকট গন্ধ লাগছে। উঁহুঁ।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮
বনমহুয়া বলেছেন: উৎকট গন্ধ হবে কেন? আপনি তো উহা সামনে আনলেই গন্ধেই মাতাল হয়ে যাবেন। মহুয়া ফুলের গন্ধই মাতাল করা। বিশ্বাস না হয় পাহাড়ী অঞ্চলে গিয়ে চেখে দেখতে পারেন।
অবশ্য মাতালরা মাতলামী করে আর জাঁতে মাতাল তালে ঠিক রা ঠিক ঠাক তাল দেয়। আপনি কোনটা?
২৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২
গেম চেঞ্জার বলেছেন: অবশ্য মাতালরা মাতলামী করে আর জাঁতে মাতাল তালে ঠিক রা ঠিক ঠাক তাল দেয়। আপনি কোনটা?
অপরিপক্ষ মাতালরা মাতলামি করে। কারণ এরা অভ্যস্ত না। তাই মাতলামো করে। এদের নিয়ে কিছু বলার নেই। আর জাঁতে মাতাল জিনিসটা ঠিক বুঝলাম না। বলতে পারি ইঁদুর জাতির না অন্তত আমি। ইঁদুর প্রজাতির বৈশিষ্ট্য জানেন? এরা উপরে উপরে তালে চলে আর ভেতরে ভেতরে সন্দেহ নিয়ে চলে। আমি এদের জাস্ট হেইট করি। আর বিপরীতে মাতালদের ভালবাসি। কারণ মাতালরা সবকিছু অকপটে বলে ফেলতে পারে। মাতলামী করে না।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
বনমহুয়া বলেছেন: তালগোল পাকলো। এত পেঁচানো কথাও জানেন আপনি? মনে তো হয় আপনার রাগ, দুঃখ, হেইট মেইট কিছুই নাই। আপনাকে রাগানো সহজ কর্ম নয়।
২৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
সোমহেপি বলেছেন: বুনো একটা গন্ধ আছে ।সুন্দর কবিতা ।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ হ্যাপীভাই।
৩০| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪
রক্তিম দিগন্ত বলেছেন: কে বললো রোবটের সাথে প্রেম করাইতে? আমি তো বিজ্ঞানের কথা কইলাম। বিজ্ঞানে কি খালি রোবটই আছে নাকি?
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০
বনমহুয়া বলেছেন: হা হা আপনার বিজয়বুক দেখে আসলাম। রঙ্গে রঙ্গিন ছবিখানাও।
৩১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
রক্তিম দিগন্ত বলেছেন: সত্যি নাকি?
ইনফরমেশন সত্য। কিন্তু এইটা এত তাড়াতাড়ি ফাঁস হইলো ক্যামনে?
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০২
বনমহুয়া বলেছেন: তাইলেই বুঝেন কি বানাইছেন বিজয়ভাই। তবে পৃথিবীটা গোল এবং ছোট।
ভাই একটু বেশি খাওয়া দাওয়া করেন। নইলে ঝড় আসলে উড়ে যাইবেন তো।
এই শরীরে এত লম্ফ ঝম্প? আরও বুঝা গেলো রাফা নাম আফা শুনে এত খেপসিলেন কেন?
৩২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫
রক্তিম দিগন্ত বলেছেন: ইহা কিন্তু ঠিক না। ইহা বড়ই অন্যায়।
আর বুঝলেনই বা কিভাবে ঐটা আমি?
এক সাইড থিকা পরিচয় হইতে নাই। এইডা অভদরতা
অনেক গোপন কিছু ফাঁস হইয়া গেল। ব্লগে আইডি ডি অ্যাক্টিভ মারার উপায় কী?
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০
বনমহুয়া বলেছেন: ভয় পাইয়েন না। আমি পাগলের ডাক্তার না? অনেক কিছু জানতে হয় । গোয়েন্দাগিরি করে রোগীর পেটের খবর বাইর করে করে একটু বদভ্যাস জন্মাইসে।
ব্লগে আইডি ডি এ্যাক্টিভেট কইরেন না ভাই, আমি সবচাইতে দুঃখ পাবো । আমার এইখানে কেউ পরিচিত নাই একমাত্র পার্থ ছাড়া। কাজেই পরিচয় কারে ফাস করবো কন?
৩৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পড়ে কবি নজরুলের কথা মনে পড়ে গেল।
বিশেষ করে দুটি লাইন---
"আজ সৃষ্টিসুখের উল্লাসে
মোর চোখ হাসে, মোর মুখ হাসে, টগবগিয়ে খুন হাসে,
আজ সৃষ্টি সুখের উল্লাসে"।
দুর্দান্ত কবিতা।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
বনমহুয়া বলেছেন: ডানাভাই। শেষ পর্যন্ত কবি নজরুল বানাইলেন? দারুন আপ্লুত হইলাম। কি দিয়া আপনারে পূজা দিবো বলেন?
৩৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১
ভ্রমরের ডানা বলেছেন: খানাপিনা দিলেই খুশি। আমি পেটের পুজারী। ভজনে ভুলি দুনিয়া। তাই ভজন দিলেই খুশি হই
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০০
বনমহুয়া বলেছেন: ভোজন দিবো? দেশে ফিরে তাহলে দাওয়াৎ দিবো। দাওয়াৎ পাওনা থাকলো আপনার।
৩৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০১
তামান্না তাবাসসুম বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আপা।
৩৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: হিংসা হয়
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
বনমহুয়া বলেছেন: ক্যান ভাই? কি করছি আমি যে হিংসা করেন?
৩৭| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১২
ক্লান্ত তীর্থ বলেছেন: মাত্রা নিয়ে খানিক সতর্ক হবেন আশা করি
পোস্টে+
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭
বনমহুয়া বলেছেন: আবার মাত্রা?
এত পারবো না ভাই।
এই লিখছি সেই কত!
৩৮| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১২
ক্লান্ত তীর্থ বলেছেন: মাত্রা নিয়ে খানিক সতর্ক হবেন আশা করি
পোস্টে+
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৭
বনমহুয়া বলেছেন: ভাবছি আর লিখবোই না। নোবডি লাইকস মি।
ভালো থাইকেন আপনারা।
৩৯| ২০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:০৮
আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: ভালো লিখেন যে তাই
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
বনমহুয়া বলেছেন: এইগুলা ভালো লেখা?
৪০| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩
মাধব বলেছেন: কবিতা পড়ে ভালো লেগেছে।
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ মাধবভাই।
৪১| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
নয়ন বিন বাহার বলেছেন: পড়ছিলাম কবিতা;
অনেক্ষন ধরে...
নেশা ধরে গেল.........
আমি নেশা করিনা।।
অনেক অনেক ভাল লাগা............
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ নয়নভাই।
৪২| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০
পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন:
তুমি নাই। কিছু নাই।
আমি আছি! সবসময়! কাছে থাকা মানেই কিন্তু কাছে থাকা নয়! দূরে থেকেও কাছে থাকা যায়। যেমন তুমি থাকো আমার কাছে!
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
বনমহুয়া বলেছেন: কখন ফিরেছো? আজকে নাকি কালকে?
৪৩| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: পার্থ
তুমি যখন দূরে আমার থেকে
একটা ডাহুক যাচ্ছে কোথাও ডেকে
ঝুম দুপুরে একলা থাকার বেলা
একলা মনে নিজের সাথে খেলা।
মহুয়া
তোমার থেকে যত দূরেই যাই
যখন দেখি তুমি কোথাও নাই!
হৃদমাঝারে হাত বাড়ালেই
খুব গোপনে তোমায় খুঁজে পাই।
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
বনমহুয়া বলেছেন: শতভাগ কবি
ইন্দ্রনাথ রবি।
আমার একটু মেজাজ খারাপ আছে আশেপাশে পাগলদের যন্ত্রনায়।
৪৪| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: তোমার উতল মাতাল করা চৌরাশিয়া বাঁশী
বাঁজলো যখন আমার উপকূলে-
আমি তখন সাঁঝের বেলা বাঁধতেছিলাম চুলে
একটা বেনী কাঁঠাল চাপা ফুলে।
তোমার চুলে কাঁঠাল চাপা ফুলে
দৃষ্টি আমার অন্ধ হবে
তোমার আমার প্রাচীর দেওয়া ভুলে
দেখব তখন হৃদয়ের চোখ খুলে!
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫
বনমহুয়া বলেছেন: হৃদয়ের চোখ রেখো খুলে
দৃষ্টি প্রদীপ জ্বেলে।
মনের দুয়ার রেখো খুলে
রাত্রী প্রদীপ জ্বেলে।
৪৫| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
পার্থিব পার্থ বলেছেন: মহুয়া!
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
বনমহুয়া বলেছেন: পার্থ....
এতক্ষন কি বোর্ড কাজ করছিলোনা।
৪৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮
পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: শতভাগ কবি
ইন্দ্রনাথ রবি।
আমার একটু মেজাজ খারাপ আছে আশেপাশে পাগলদের যন্ত্রনায়।
মেজাজ খারাপ না করে পাগল দেখে মজা নাও!!!
দরকার হলে মেজাজ ভালো রেখেই পাগলদের পাগলাগারদে পাঠিয়ে দাও!!!
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬
বনমহুয়া বলেছেন: পাগলদেরকে সুস্থ্য করতে হবেনা?
না সুস্থ্য করে হাল ছেড়ে দেবো?
৪৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: পাগলদেরকে সুস্থ্য করতে হবেনা?
না সুস্থ্য করে হাল ছেড়ে দেবো?
সেটা তুমি কি করতে চাও, তার উপর নির্ভর করছে!!! মানে তোমার উদ্দেশ্যের উপর নির্ভর করেই কর্ম ঠিক করতে হবে। যেমন যদি খুন করার উদ্দেশ্য থাকে তাহলে সেটার প্ল্যান করতে হবে!!! যেমন ধর তখন বন্দুক কিনে ফেলতে পার! আবার যদি ভালোবাসার ইচ্ছে হয় তখন ফুল!!!!
জাস্ট কিডিং..............
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
বনমহুয়া বলেছেন: আই লাইক শরবৎ। মানে ঘোলের শরবৎ।
৪৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৬
পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: আই লাইক শরবৎ। মানে ঘোলের শরবৎ।
মাঝেমাঝে আমি তা পান করতে পছন্দ করি!!! শুধু বোঝার জন্য যে, কিভাবে সেটা কাজ করে!!!
জানাটা কষ্টকর!! কিন্তু জানতে হলে একটু কষ্টকর এক্সপেরিমেন্ট করতেই হয়!!!
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৩
বনমহুয়া বলেছেন: ইউ আর জ্ঞান পিপাসু। জ্ঞানের জন্য পদব্রজে চীনেও যাওয়া যাইতে পারে।
৪৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৫
পার্থিব পার্থ বলেছেন: চীনের বদলে তোমার কাছেও যাওয়া যাইতে পারে!!
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
বনমহুয়া বলেছেন: আমি কি চীন? নাকি বিদ্যাসাগর?
৫০| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
সানজিদা হোসেন বলেছেন: কি সুন্দর লেখেন আপনি ! কবিতাতে অনেক অনেক ভাললাগা
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সানজিদা আপা।
৫১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: আমি কি চীন? নাকি বিদ্যাসাগর?
তুমি মহুয়া...........বনমহুয়া!
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
বনমহুয়া বলেছেন: পার্থ
শীতপ্রহরের একলা বিকেল
মন খারাপের বেলা
শীত পাখিদের কলস্বরে
কাঁটছে হেলা ফেলা।
কুয়াশ নামে সন্ধ্যা জুড়ে
হিমের তিথি আসে
দূরের পথে চেয়ে থাকি
তোমার ছবি ভাসে।
৫২| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৩
পার্থিব পার্থ বলেছেন:
মহুয়া
এক বিকেলের একলা বেলায়
তোমার চোখের উষ্ণ খেলায়
হৃদয় আমার নিশ্চুপ খুব
তোমার শীতল অবহেলায়!
যতই দূরে রাখ আমায়
যতই দূরে যাও
তোমায় নিয়েই ভাসাব আমি
স্বপ্ন দেখার নাও!
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩
বনমহুয়া বলেছেন: আমি তোমাকে অবহেলা করি?
আজকে তোমায় দিলাম আমার
বিকেল বেলার গান।
অনেক দূরের পথটি বেয়ে
পৌছুলো সে তান।
চমকে তুমি ভাবলে খানিক
দৃষ্টি উদাস হলো
মেঘের ভাঁজে রঙের খেলা
বৃষ্টি টলোটলো।
টুপ করে তা কান্না হয়ে
পড়লো তোমার গায়
তখন কি আর অভিমানে
দূরে থাকা যায়?
৫৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
পার্থিব পার্থ বলেছেন: ছায়ার খেলা
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪
বনমহুয়া বলেছেন: পার্থ কবিতা পড়ে আমি মুগ্ধ! এতক্ষন বসে বসে অনেক চেষ্টা করেও এর জবাব লিখতে পারিনি।
৫৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর লাগলো। আগামীতে আরো ভালো চাই। ধন্যবাদ।
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ।
৫৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল হয়েছে ।
আপনার মধ্যে চমৎকার একজন কবির সম্ভাব্যতা দেখে দুটো কথা বলছি ,( গোস্তাকি মাপ করবেন)
ভাঙতেছিলাম আমরা পাশাপাশি
তুমি আমি যুগল মৌনব্রতী,
নিষিদ্ধ ক্ষন বিলুপ্তি পথ শেষে
ভাসতেছিলাম ডুবন্ত চাতকী।
এ জাতীয় শব্দের(বোলট) উপস্থিতি ,প্রথম শ্রেণীর কাব্যের ওয়েট ক্ষুন্ন করে ।
আমরা ছিলাম নীরব নিরুচ্চারী
এই পৃথিবীর প্রথম নরনারী,
আসন্ন সেই মিলন বিহ্বলতা
কাঁপছিলো চাঁদ পূর্ণ কোজাগরী।
''ছিলাম মোরা নীরব নিরুচ্চারী'' হলে লাইন টা আরও কাব্যিক হতো ।
এটা একান্তই আমার ধারণা ।
সব শেষে কবির কথার উপর কোন কথা নাই ।
''ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে !''
রবি ঠাকুর তালাকে চাবি বলে উৎরে গেলেও , নতুনদের বেলায় পার পাওয়া একটু কঠিন বৈকি !
২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ গিয়াসভাই। এরপর থেকে এসব মনে রাখবো।
৫৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
আমি তুমি আমরা বলেছেন: ব্লগে কবিতা খুব কমই পড়া হয়।এটা বেশ ভাল লেগেছে। ওয়েলডান
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ।
৫৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
রমিত বলেছেন: বাহ! চমৎকার!
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রমিতভাই। আপনার কবিতার বিরহে মুগ্ধতা জাগায়।
৫৮| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু, সাধু......!
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১১
এস কাজী বলেছেন: হুম সুন্দর সুন্দর কবিতা !!!!!