নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি- আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–

বনমহুয়া

আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

বনমহুয়া › বিস্তারিত পোস্টঃ

তোমার উতল মাতাল করা চৌরাশিয়া বাঁশী

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০২


তোমার উতল মাতাল করা চৌরাশিয়া বাঁশী,
বাঁজলো যখন আমার উপকূলে-
আমি তখন সাঁঝের বেলা কৃষ্ণচূড়া ফুল,
বাঁধতেছিলাম আমার উতল চুলে।

সে সুর শুনে ঊর্মিমালা জাগলো নদীর জলে,
লাগলো দোলা মন পবনের নায়।
ফুটলো হাসি ভুবন জোড়া অস্তরাগের রঙে,
আমার সবুজ এই হৃদয়ের গায়।

ছড়িয়ে দিলাম আমার হাসি সন্ধ্যাতারার পথে,
উড়িয়ে দিলাম ভালোবাসার গান।
কুঁড়িয়ে নিলাম সাঁঝের মায়া নিল আকাশের রথে
ভাসিয়ে দিলাম আমার আকুল প্রাণ।

থমকালো সুর একটু তোমার, বুকে কাঁপন হলো শুরু,
মন উচাটন উথাল পাথাল ক্ষন।
বসন্ত রাগ উঠলো বেঁজে বুকের দুরুদুরু
বাঁশীর সুরে উথলি আনচান।

বইলো পবন ঝিরঝিরিয়ে তমাল শাখে শাখে,
দারুচিনি গন্ধে চারিপাশ।
উঠলো কাঁপন তিরতিরিয়ে পিয়াল সারির ফাঁকে,
গাইলো কোকিল তখন মধুমাস।

আকাশ তখন পড়ছে ঢুলে দিগন্তের ঐ বুকে,
মেঘের ভেলায় বসন্ত বাহার ।
তোমার আমার গল্প নিয়ে নতুন দিনের সুখে-
লিখছে কথা একটি কবিতার।

মন্তব্য ১৩৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১০

সুলতানা রহমান বলেছেন: সুন্দর প্রকাশ!

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সুলতানা আপা।

২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

বাংলার ফেসবুক বলেছেন: আকাশ তখন পড়ছে ঢুলে দিগন্তের ঐ বুকে,
মেঘের ভেলায় বসন্ত বাহার ।অনেক সুন্দর হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ বাংলা ফেসবুকভাই।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

দেবজ্যোতিকাজল বলেছেন: * কৃষ্ণ * বাংলা সাহিত্যের প্রথম নায়ক :):):):):):)<:)

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

বনমহুয়া বলেছেন: তাই নাকি?


আর নায়িকা কি রাধিকা?




এই নেন নায়ক নায়িকার ছবি একসাথে।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: চৌরাশিয়া বাঁশী, এই শব্দটি আগে কখনও শুনেছি বলে মনে পড়ে না, আর বাঁশী, মুখ বাঁশী, মোহন বাঁশীর নাম শুনেছি, এই নতুন চৌরাশিয়া বাঁশীর নাম শুনলাম। খুব ভাল লাগল। ধন্যবাদ

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

বনমহুয়া বলেছেন: চৌরাশিয়া বাঁশি নিয়ে বলতেছি।

আপাতত এটা শুনেন-

হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি

৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১

আহমেদ জী এস বলেছেন: বনমহুয়া ,



বেশ ছন্দোবদ্ধ
চৌরাশিয়া বাঁশীতে
মহুয়ার গন্ধ ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এসভাই

হরিপ্রসাদ চৌরাশিয়া - মনোমুগ্ধকর নদীর তান

৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

বনমহুয়া বলেছেন: Kiss the Rain


আপনি এটা শুনেন।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

দেবজ্যোতিকাজল বলেছেন: X(( hmmm :-&

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

বনমহুয়া বলেছেন: খেপেন কেন ভাই?

নেন একটা পিসফুল বানসি শুনেন
Last Rose of Summer

৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১১

কল্লোল পথিক বলেছেন: বাহ! বাহ! চমৎকার হয়েছে

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ভাই।

ocean peace

৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

অগ্নি সারথি বলেছেন: অসাধারন। পাগল করা বাঁশি। ধন্যবাদ বন মহুয়া।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭

বনমহুয়া বলেছেন: এইবার নেন

যে বাঁশিতে আগুন জ্বলে

১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: বনমহুয়া ,




হরিপ্রসাদ চৌরাশিয়া আমার অনেক প্রিয় । হরিপ্রসাদ চৌরাশিয়ার এই বাঁশীর সুরটি আগেই শুনেছি ।
তবু আপনাকে ধন্যবাদ ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯

বনমহুয়া বলেছেন: আহমেদ জী এস ভাই

তাহলে এবার
রাত গভীরে মন খারাপের সুর, তবু যেথায় ভালোবাসা ডাকছে অনেক দূর।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪

অগ্নি সারথি বলেছেন: শোণেন, আমি চাকুরী করা মানুষ। রাইত বারটায় ঘুমায়া সকাল সাতটায় ঘুম থিক্কা উঠন লাগে। এরপর অফিসের পথে ভো দৌর। এমুন বাঁশির লিংক দিয়া আমার রাইতের ঘুম হারাম করনের কোন অধিকার আপনের নাই। X((

অঃ টঃ আরো এমুন কয়েকটা বাঁশির লিংক পাওন যাইব নাকি? ;)

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

বনমহুয়া বলেছেন: kokopeli

এইবার কোকোপেলি শুনেন। এই সুর শুনে যদি এখন রাত দুপুরে নাচতে মন চায়। আমার দোষ নাই কইলাম।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪

দেবজ্যোতিকাজল বলেছেন: Click This Link

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

বনমহুয়া বলেছেন: খুব ভালো লেগেছে ভাই।

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭

মঞ্জু রানী সরকার বলেছেন: তোমার আমার গল্প নিয়ে নতুন দিনের সুখে-
লিখছে কথা একটি কবিতার।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০

বনমহুয়া বলেছেন: https://www.youtube.com/watch?v=eghJcO3ufcg

আপনি শুনেন আপা।

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০

পলাশ আবির বলেছেন: ভালোবাসার মাধ্যম

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

বনমহুয়া বলেছেন: কিতা?


কবিতা নাকি বানসি?

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ:):D

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

বনমহুয়া বলেছেন: স্বাগতম ।

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

অগ্নি সারথি বলেছেন: মাফ কইর‍্যা দেওন যায় না। রাইত দুপুরে আসলেই মাথাডা খারাপ করলেন। এখন খালি শুনতেই আছি।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

বনমহুয়া বলেছেন: যান মাফ কইরা দিলাম। ইটা শুনতে শুনতে ঘুম যান।
স্লিপিং বানসি

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: কবিতা পড়ে ইচ্ছে হচ্ছে এযুগের "শ্রীকৃষ্ণকীর্তন" লিখি!

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

বনমহুয়া বলেছেন: লিখেন লিখেন

এই নেন কৃষ্ণের বাঁশি।
Krishna flute

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: ছড়িয়ে দিলাম আমার হাসি সন্ধ্যাতারার পথে,
উড়িয়ে দিলাম ভালোবাসার গান।
কুঁড়িয়ে নিলাম সাঁঝের মায়া নিল আকাশের রথে
ভাসিয়ে দিলাম আমার আকুল প্রাণ।


বাহ অনেক সুন্দর তো কথাগুলো

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ফেরদৌসা আপা।

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০২

আরণ্যক রাখাল বলেছেন: star plus এ এলার্জি!

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

বনমহুয়া বলেছেন: তাহা হইলে এইটা

flute of night

২০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্!

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আপা।

২১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

রুদ্র জাহেদ বলেছেন: ছড়িয়ে দিলাম আমার হাসি সন্ধ্যাতারার
পথে,
উড়িয়ে দিলাম ভালোবাসার গান।
কুঁড়িয়ে নিলাম সাঁঝের মায়া নিল আকাশের
রথে
ভাসিয়ে দিলাম আমার আকুল প্রাণ।

ছন্দময় দারুণ শৈল্পিক কবিতা+

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০

বনমহুয়া বলেছেন: জাহেদভাই ধন্যবাদ। বাঁশি শুনবেন নাকি কবিতা?

২২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

বনমহুয়া বলেছেন: এই নেন আপনার জন্য

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

রুদ্র জাহেদ বলেছেন: বাঁশি এবং কবিতা দুটোই :) আপুনি

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

বনমহুয়া বলেছেন: Kobita - Bashi

২৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা। :)

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

বনমহুয়া বলেছেন: আপনার জন্য

zen bansi

২৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৬

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: আপনার জন্য

zen bansi


হুমমমমম!!!!

কজ অ্যান্ড ইফেক্ট!!!

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩

বনমহুয়া বলেছেন: CAUSE & EFFECT

২৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

জেন রসি বলেছেন: বুঝলাম!

কি বুঝলাম?

লেবু!!! ;)

হা হা হা হা

মজা করলাম। ঝগড়া লাগাইয়েন না!! :P

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৩

বনমহুয়া বলেছেন: আমি ঝগড়া লাগাই! X((

২৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৫

কিরমানী লিটন বলেছেন: বাঁশি শুনে আর কাজ নেই,সে যে ডাকাতিয়া বাঁশি ...
কবিতায় অনেক ভালোলাগা রইলো, শুভকামনা প্রিয় বনমহুয়া আপুর জন্য ...

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ লিটনভাই।

২৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: আমি ঝগড়া লাগাই! X(

মজা করলাম। আপনি অনেক ভালো লিখেন। :)

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

বনমহুয়া বলেছেন: জুতো মেরে গরু দান তাইনা?

২৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২

অতঃপর হৃদয় বলেছেন: ভাল লিখেছেন,

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ অতঃপর হৃদয়।

৩০| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৭

পার্থিব পার্থ বলেছেন: দিশেহারা সুর কিংবা তোমার আনন্দবিলাস

তোমার এই অসাধারন কবিতার সাথে আমার এই হাস্যকর অকবিতা অনেকটাই বেমানান। তবে তুমি যেন কবিতা পড়ে মনে মনে বিদ্রূপের হাসি হাস- সেইজন্যই দিলাম। :)

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

বনমহুয়া বলেছেন: আমি তোমাকে বিদ্রুপ করি?:(
আমি আর লিখবোই না।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

বনমহুয়া বলেছেন: for u lord of the rings bansia

৩১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৭

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর অনুভুতির কবিতা। ভালো লাগা রইলো

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ দূরবীনভাই।

৩২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭

আমি মিন্টু বলেছেন: ভালো লাগচে :)

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ মিন্টুভাই।

৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৬

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সুমনভাই।

৩৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভালো লাগা ।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

বনমহুয়া বলেছেন: raga Krishnadhwani Raga Kaunsi Kanhra
আপনার জন্য

৩৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

নেক্সাস বলেছেন: চরম সুন্দর হইছে

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ নেক্সাসভাই। অনেক খুশি হলাম।

৩৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

নীলসাধু বলেছেন: আমি আরো অনেকের মতন হরীপ্রসাদ চৌরাশিয়া বাঁশীর ভক্ত। ভালো লাগে।
আপনার কবিতা পড়েছি।
অন্তমিলের কবিতা আমাকে টানে না। কেমন জানি বেখাপ্পা লাগে।

ভালো থাকুন।
কিছু মন্তব্যে কয়েকটি লিংক দিয়েছেন। সে সব শুনলাম। বেশ ভাল লেগেছে। ধন্যবাদ।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সাধুভাই। আপনার লেখাগুলি অসাধরণ!

৩৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। ছন্দকবিতার প্রতি আমার বেশ দুর্বলতা আছে।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

বনমহুয়া বলেছেন: অনেক খুশি হলাম ।

৩৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: আমি তোমাকে বিদ্রুপ করি?:(
আমি আর লিখবোই না।

তুমি আমাকে প্রশ্রয় দাও। :)

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

বনমহুয়া বলেছেন: https://www.youtube.com/watch?v=Tjn0jw9aYPk

৩৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে কি অপরুপ মুগ্ধতা। আহা!

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

বনমহুয়া বলেছেন: ডানাভাই ধন্য হলাম।বাঁশি শুনবেন?

৪০| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

রক্তিম দিগন্ত বলেছেন: দুর্বোধ্য। :( বুঝি না।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

বনমহুয়া বলেছেন: এত সহজ আর বোধ্য কবিতা বুজলেন না!

নেন এইটা শুনেন

arabian sunset flute


৪১| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

রক্তিম দিগন্ত বলেছেন: দুঃখের সুর! কান ব্যথা শুরু করলো। এত নরম সুর কিভাবে মানুষ শুনতে পারে? :-<

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

বনমহুয়া বলেছেন: ওকে ওকে তাই না? দাঁড়ান আপনার জন্য যুদ্ধের দামামা আনতেসি। কিন্তু আপনি কই উধাও হই গেছিলেন ভাই?

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

বনমহুয়া বলেছেন: https://www.youtube.com/watch?v=JSxt6FUINZE

এটা কেমন?

৪২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

রক্তিম দিগন্ত বলেছেন: খুনের রহস্য মিলাইতে ব্যস্ত ছিলাম। এত এত খুন হইতেছে দেইখা বইসা থাকা গেল না আর।

ঐটা নিয়েই উধাও হয়ে আছিলাম।

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

বনমহুয়া বলেছেন: চারিদিকে কিন্তু আরও অনেক রহস্য ভাই।শুধু খুন নিয়া পড়ে থাকলে চলবে?

৪৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন: পরে যেইটা দিলেন - সেইটা চলে। কিন্তু মজা নাই। কি যে মিউজিক শুনেন আপনি!!!! /:)

খুনের সাথেই তো কত কত রহস্য!!!! এই জন্যই তো ঐটা নিয়েই পইড়া থাকি। আমার দেখার ইচ্ছা - আর কত খুন হইলে পৃথিবীর সাতশো কোটি মানুষের ধ্রুব সংখ্যাটা বদলাবে।

তয়, আফা - আপনে খালি কবতা লেখেন ক্যারে?
গফটফ লেখেন একটা দুইডা!!!

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

বনমহুয়া বলেছেন: গফ লিখতে টাইম লাগে । বড়সড় ব্যাপার, থিম টিমের ব্যাপার আছে না? কবিতায় এই সব ঝামেলা নাই। তবে এইবার গফই লেখা হবে।যদিও গফ দিয়াই তো শুরু করছিলাম। সাইকো গফ।

তারপর তো আপনার গল্পের কনটিনিউয়েশন। এইবার দেখি কি করা যায়। আপনার খুনি গল্প কি শেষ করছেন? নাকি বাকি আছে এখনও । দিনে কয়টা লেখা লিখেন? এত টাইমের রহস্যটা কি? আপনার কয়টা হাত, কয়টা হাত?

৪৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

রক্তিম দিগন্ত বলেছেন: গত তিনদিনে খাওয়া-দাওয়া-ঘুম সব ছাইড়া এইটা টাইনা গেছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে শেষ করছি। লাস্ট চেকিং চলতেছে।

টাইম নাই একদমই আফা। দিনটা যদি ৩০-৩২ ঘন্টার হইতো তাহলে আরো কত কত কিছু করতে পারতাম। ২৪ ঘন্টার দিনে লেখতে বসলে দুনিয়া ভুইলা যাইতে হয়। :(

আপনে লেইক্ষালাইন। কবে পাইতাছি আমরা?

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

বনমহুয়া বলেছেন: লেখালিখি আপনার এত পছন্দের কাজ! বাবাগো মাগো ভয় পাইলাম। কারণ কি কন তো? আপনি কি নেক্সট হুমায়ুন হবার পরিকল্পনা করছেন?

আমার লেখা কবে পাইবেন জানিনা।কোনো ঠিক নাই। আমার তো শুধু দুইটা হাত। ২৪ ঘন্টায় দিন তার মধ্যে ৮ ঘন্টা ডিউটি। ৭ ঘন্টা ঘুম। কখন লিখি কন দেখি। রাত দুফরে যখন লিখতে বসি তখন ঘুমে চোখ ভাইঙ্গা আসে।

৪৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

রক্তিম দিগন্ত বলেছেন: নেক্সট হুমায়ুন হইবার চামু ক্যান? আমি তো পয়লা আমি হওয়ার নিয়তে আছি। যদিও লেখালেখি আমার প্রিয় না এতটা - কিন্তু এইটা করার ফলে একজনের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখতে পারি।

উদ্দেশ্য তো ঐটাই। :-B :P


হেহেহে, এত অতিমানব কী আর আমি নাকি? :P

একদিন ঘুম-টুম বাদ দিয়া লেইক্ষা ফালান। চোক্ষেরে কাঠি লাগায়া খোলা রাখেন। :D

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

বনমহুয়া বলেছেন: লেখালিখি নিয়ে কোন লেখিকার সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখতে পারেন? আপনার দিলে আবার রোমান্সও আছে নাকি? নাকি তারে ভুলাইয়া ভালাইয়া খুনের পেলান করতেছেন। শুনেন এমন ইচ্ছা থাকলে আগেই কইতেছি, ভালা হইয়া যান। আফটার অল আমি আপনার শুভাকাংখী।

৪৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

গেম চেঞ্জার বলেছেন: চালিয়ে যান বোন। আপনার লেখা কবিতা পাক্কা!!

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

বনমহুয়া বলেছেন: হা হা গেমভাই। ধন্য করিলেন।

৪৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

জেন রসি বলেছেন: লেখক বলেছেন: জুতো মেরে গরু দান তাইনা?

আমার জুতোও নাই! গরুও নাই!

দেখালাম আপনি কিভাবে রিয়েক্ট করেন!! :P

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

বনমহুয়া বলেছেন: কইলেই মানলাম? জুতা ছাড়া কেউ আছে নাকি এই দুনিয়ায়? গরু না হয় না থাকতে পারে।

৪৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০০

দীপংকর চন্দ বলেছেন: বইলো পবন ঝিরঝিরিয়ে তমাল শাখে শাখে,
দারুচিনি গন্ধে চারিপাশ।
উঠলো কাঁপন তিরতিরিয়ে পিয়াল সারির ফাঁকে,
গাইলো কোকিল তখন মধুমাস।


অনেক ভালো লাগলো।

ভালো লাগলো সংযুক্ত ছবিও।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ দীপংকর চন্দ। আমার আসলে লেখাটার থেকে ছবিটাই বেশি ভালো লেগেছিলো।

৪৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

রাজিয়া সুলতানা বলেছেন: "তোমার উতল মাতাল করা চৌরাশিয়া বাঁশী,
বাঁজলো যখন আমার উপকূলে-
আমি তখন সাঁঝের বেলা কৃষ্ণচূড়া ফুল,
বাঁধতেছিলাম আমার উতল চুলে।"

অসাধারণ আপু! ভালো লাগা লাইন।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ প্রাণঢালা রাজিয়া সুলতানা।

৫০| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

আধারে আমি৪২০ বলেছেন: আপনি তো দেখি বাঁশির রানী..........

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬

বনমহুয়া বলেছেন: আমি একটু বাঁশি বাজানো শিখছিলাম।তাই বলে রাণী হতে পারিনি।

৫১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

কাজী মেহেদী হাসান। বলেছেন: তোমার আমার গল্প নিয়ে নতুন দিনের সুখে-
লিখছে কথা একটি কবিতার। -- শেষটুকু ভালো

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ কাজী মেহেদী।

৫২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছন্দময় কবিতায় মুগ্ধতা।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।

৫৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম সেই সঙ্গে আমার আইডিতে চায়ের নিমন্ত্রণ রইল।আপনার আসার অপেক্ষায় রইলাম কিন্ত। ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

বনমহুয়া বলেছেন: আইডিতে চায়ের নিমন্ত্রণ? মানে কি ? লেখা পড়বার আমন্ত্রন বা নিমন্ত্রন দিতে পারতেন। অন্তত চা রেসিপি দিলেও কথা ছিলো? তা না চা খেতে ডাকছেন? এটা কি রকম কথা? আপনার আইডিতে গেলে কি চা খাওয়া যায়? ব্লগ সম্পর্কে আপনার ব্যাপক জ্ঞানের অভাব দেখা যাচ্ছে। ব্যাপার না। কিছুদিন গেলে সব বুঝবেন।

৫৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২২

আহমেদ ইমন বলেছেন: আনেক সুন্দর ;) ;)

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ইমন।

৫৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:২০

রক্তিম দিগন্ত বলেছেন: খাইছেরে!!! বনের জন্তু জানোয়ারগুলান কি আপনারে খালি খুনের কথাই কইয়া দিছে নাকি? /:)

লেখিকা ক্যারে? ইন্দুর-বিলাইও তো হইতে পারে। ঐসবের প্রতি রোমান্স তো একটূ-আধটু আছেই। থাকবেই তো। কি যে কন না!!!

তব্দা লাইগা যাই খালি! B:-) :-&

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

বনমহুয়া বলেছেন: ইদানিং তো খুন ছাইড়া চৈনিক প্রেমের দিকে ঝুঁকছেন।

৫৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চৌরাশিয়ার বাঁশি ভালো লাগে।

আপনার কবিতাও ভালো লেগেছে।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ মাইনউদ্দিনভাই।

৫৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

রক্তিম দিগন্ত বলেছেন: এইটাতো বাইরের সাইনবোর্ড!

নেশাজাত দ্রব্য বিক্রি করারা কি আর সাইনবোর্ডে লিখে 'এখানে যাবতীয় সকল প্রকারের নেশাজাত দ্রব্য পাওয়া যায়'?
তাহারা তো লিখে 'এইখানে ওমুক মামার সুস্বাদু হালুয়া পাওয়া যায়'!

সেইরকমই, ভিতরে খুনাখুনি চালুই আছে, উপরে চৈনিক গাল-গপ্পের সাইনবোর্ড ঝুলাইছি।

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

বনমহুয়া বলেছেন: ও এই কথা তাইলে? তাই কন। :-<

৫৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার !!!!!!!!!!!!

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ তাহসিনুল ইসলাম।

৫৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

একুশে২১ বলেছেন: আমি খুবই কবিতা বিমুখ কিন্তু এই কবিতা টা না পড়ে পারলামনা। চমৎকার হয়েছে।

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

বনমহুয়া বলেছেন: অনেক বেশি আপ্লুত হলাম ভাই।

৬০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

পার্থিব পার্থ বলেছেন: মহুয়া...........................

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

বনমহুয়া বলেছেন: পার্থ..................................................

৬১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

পার্থিব পার্থ বলেছেন: In love, there is no difference between living and dying,
One lives by watching the beloved on whom life is lost

Mirza Ghalib

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

বনমহুয়া বলেছেন: পার্থ।

এই তত্বের মানে কি?
বুঝিনা।
:(

৬২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১০

কথাকথিকেথিকথন বলেছেন: উহ ! আপনার প্রতিউত্তর সঙ্গীত হার্টে চরমভাবে টাচ করলো !!! হাহা ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন।

৬৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: পার্থ।

এই তত্বের মানে কি?
বুঝিনা।
:(

এই তত্ত্বের মানে হচ্ছে ভালোবাসায় বেঁচে থাকা কিংবা মরে যাওয়া বলে কিছু নাই। ভালোবাসার মানুষকে দেখেই বেঁচে থাকা যায় যার কাছে সবকিছুই সমর্পিত!!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

বনমহুয়া বলেছেন: এই তত্ত্বের মানে হচ্ছে ভালোবাসায় বেঁচে থাকা কিংবা মরে যাওয়া বলে কিছু নাই। ভালোবাসার মানুষকে দেখেই বেঁচে থাকা যায় যার কাছে সবকিছুই সমর্পিত!!


খুব সুন্দর। :)

ভালোবাসার মানুষদের মৃত্যু নেই।

৬৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

পার্থিব পার্থ বলেছেন: শক্তির কোন বিনাশ নাই! তা শুধু রূপান্তরিত হয়! ;)

ভালোবাসাও সেই রকম কিছু! ;)

সেই অর্থে অবিনশ্বর! :)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

বনমহুয়া বলেছেন: "প্রেমের মরাল জলে ডোবেনা" তাই বুঝি লেখা হয়েছিলো। :P

৬৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

পার্থিব পার্থ বলেছেন: মরা মানুষ জলে ডোবে না!! :P

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

বনমহুয়া বলেছেন: তার মানে প্রেমে পড়া মানুষ মরলেও ডুববে না । আবার সারাজীবন প্রেমহীন মানুষও মরলে ডুববে না। তাইলে গান লিখলো কেন? X((

৬৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: তার মানে প্রেমে পড়া মানুষ মরলেও ডুববে না । আবার সারাজীবন প্রেমহীন মানুষও মরলে ডুববে না। তাইলে গান লিখলো কেন? X((

অতি আবেগে লিখে ফেলছে মনে হয়!! ;)

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭

বনমহুয়া বলেছেন: হুম অতি আবেগ ভালো না। বিপদে পড়তে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.