নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি- আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–

বনমহুয়া

আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

বনমহুয়া › বিস্তারিত পোস্টঃ

এই কবিতাটা তোকে নিয়ে লেখা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১


এই কবিতাটা তোকে নিয়ে লেখা তাই
আমার ছোঁয়া, থাকুক এই কবিতায়।
নিজ হাতে লেখা ছোট ছোট অক্ষরে
ভালোবাসাটুকু বুনে আমি দিয়ে যাই।

স্মৃতি হয়ে থাক এই অবেলার ক্ষন,
মিঠে কড়া রোদ অভিমান ভরা মন।
রাগে অনুরাগে অকারন হেলা ফেলা
তোর আর আমার রোজকার এই খেলা।

উদাসী দুপুর, নির্ঘুম তোর রাত
ফিসফিসে স্বর, জানানোর সুপ্রভাত।
ক্লান্ত কপাল পরশের শীতলতা
এই লেখাগুলো জানাবে সেই বারতা।

একদিন ঠিক পড়ে যাবে তোর মনে
একটি ডাহুকী একাকী সংগোপনে
ডাহুকের সাথে ছিলো তার চপলতা।
কারণ অকারনে অবিরল কথকতা।

সেইদিন তুই একা বসে নিরালাতে
তুলে নিস এই কবিতার পাতা হাতে।
আমি সেইক্ষনে কোথায় কেই বা জানে
জেনে যাবি তুই, এই কবিতার মানে।

মন্তব্য ১১৩ টি রেটিং +২০/-০

মন্তব্য (১১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

সুলতানা রহমান বলেছেন: বাহ! খুব ভাল!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সুলতানা আপা।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

গুলশান কিবরীয়া বলেছেন: কি অসাধারণ লেখেন আপনি !!! মন ভরে গেলো । আপনার হাতের লেখাও দারুণ । :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

বনমহুয়া বলেছেন: হাতের লেখার কথা বলে লজ্জা দিয়েন না আপা। পার্থর সাথে বাজী লেগে এই লেখা দিতে হলো। তবে আমি নিশ্চিত আপনার লেখা তুলনাহীন। এক লাইন লিখে ছবি তুলে দেন আপা। দেখতে ইচ্ছা করতেছে। আবদারটা মামাবাড়ি টাইপ হয়ে গেলো যদিও।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০

গুলশান কিবরীয়া বলেছেন: আমার বাংলা হাতের লেখা দেখলে আপনি দৌড়ে পালাবেন । ১২ কি ১৩ বছর বাংলা লেখিনা কাগজে । কাজেই ঐ লেখা না দেখানোই ভালো । :D

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪

বনমহুয়া বলেছেন: এইটা নিয়েই পার্থের সাথে বাজী লাগালাগি আমার কাল রাতে। সে বলছে আমি নাকি কি বোর্ড ছাড়া বাংলা লিখতেই পারবোনা। তাই প্রমান দিলাম। আর বাজী লাগতেই সে ভাগছে।:)

মানে সে আসলে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েছে।:(

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

গেম চেঞ্জার বলেছেন: উদাসী দুপুর, নির্ঘুম তোর রাত
ফিসফিসে স্বর, জানানোর সুপ্রভাত।
ক্লান্ত কপাল পরশের শীতলতা
এই লেখাগুলো জানাবে সেই বারতা।



+++++++++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

বনমহুয়া বলেছেন: আপনার জন্য লিখে আনলাম এই পার্ট।


৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

সুমন কর বলেছেন: আপনাদের মধ্যে প্রেম থাকায় কবিতা তাড়াতাড়ি আসছে....পাঠকের জন্য সুখবর !!

ভালো লাগল। +।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

বনমহুয়া বলেছেন: সুমনভাই
কাদের মধ্যে প্রেম ? !:#P

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১

মাকড়সাঁ বলেছেন: মিষ্টি কবিতার সাথে কত স্মৃতি....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

বনমহুয়া বলেছেন: মাকড়সাভাই ধন্যবাদ।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

গেম চেঞ্জার বলেছেন: বেশ বেশ বেশ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ;) ;) ;)

এত তাড়াতাড়ি????

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

বনমহুয়া বলেছেন: রাত ১১:৩২ এ কমেন্ট দিসেন। তারপর উত্তর না দিয়া লিখতে বসলাম। লিখতে গিয়ে তিনটা কলম ভাঙ্গলাম। চারটা পেনসিল। তারপর এই ১১:৫০ এর দিকে লেখা শেষ করে আনলাম।
এইটারে কন তাড়াতাড়ি!
ভাই আপনি কয়টা কলম কয় মিনিটে ভাঙ্গেন? জানতে মন চায়। হাতের লেখাও দেখতে মন চায়। আমরা ইদানীং কিছু মানুষের হাতের লেখার উপরে গবেষনা চালাইতেছি।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

গেম চেঞ্জার বলেছেন: ৫০-৩২ = ?
= ১৮ মিনিট। এটা কি খুব কম নয়??? হায়রে বোন! কি যে কয়!! :) :)

আরেকটি ব্যাপার হলো হাতের লেখা। আমার হাতের লেখা খুবই খুবই বাজে। গত ২০১০ এরপর কোনও বাংলা লেখা হয় না। বুঝেন ঠ্যালা। এই কারণে দেখানো সম্ভব নাহ। ......

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৩

বনমহুয়া বলেছেন: ১৮ মিনিটেও দেখে দেখে লিখতে পারবেন না! একটা প্রবাদ শুনেছিলাম ১৮ মাসে বছর! সেটাই মনে পড়ে গেলো। হাহা।

আর এই হাতের লেখা নিয়ে পার্থর সাথে আমার বাজী লাগলো বলেই লিখে প্রমান দিলাম। যদিও আমার লেখাও কাকের ঠ্যাং, বকের ঠ্যাং, সে যত বছর আগে আর পরে হোক লেখা। কোটি বছর প্রাকটিস করলেও আমার ধারনা এই অবস্থাতেই থাকবো।

আপনার মুক্তচিন্তা পোস্টের কি খবর? এটা দেখে ভালো লাগছে আপনি অনেক জ্ঞানপিপাসু আর জ্ঞানপিপাসু মানুষেরাই বেঁচে থাকার সবচাইতে বেশী আনন্দ উপভোগ করে। আপনার জন্য শুভসকাল। আজকের সকাল হতেই আপনার সকল লার্নিং আনন্দময় হয়ে উঠুক।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ!

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৪

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আপা।ভালো থাকবেন। শুভকামনা।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬

উল্টা দূরবীন বলেছেন: একদিন ঠিক পড়ে যাবে তোর মনে
একটি ডাহুকী একাকী সংগোপনে
ডাহুকের সাথে ছিলো তার চপলতা।
কারণ অকারনে অবিরল কথকতা

ভাল্লাগছে। আপনার কবিতা সবসময়ই ভালো লাগে।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৫

বনমহুয়া বলেছেন: উল্টা দূরবীন। মন ভালো করে দিলেন। এসব কবিতা নাকি কে জানে? যা মনে আসে তাই লিখে যাওয়া।ভালো থাকবেন।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৬

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর কবিতা

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৫

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরন্যক রাখাল। শুভকামনা আর শুভসকাল।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত মায়াময় ভাল লাগা কবিতায়, চমৎকার আপনার লেখা।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১০

বনমহুয়া বলেছেন: এই খেয়ালী কবিতাকে চমৎকার বলার জন্য অসংখ্য ধন্যবাদ মাহবুবভাই।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: যে খেয়ালী কবিতার সরলতা নির্মল ভাল লাগার মত, যার মুগ্ধতা আকাশ ছোঁয়ার মত, যে কবিতার ভাঁজে ভাঁজে উল্লাসি আবেশ ভাসে তাকে ত চমৎকার কম ই বলা হয়।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

বনমহুয়া বলেছেন: কৃতজ্ঞতার ভাষা জানা নেই। ভীষন খুশী হলাম। শুভসকাল এবং শুভকামনা।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সারথিভাই। বাঁশি কি এখনও শুনছেন?

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

অগ্নি সারথি বলেছেন: নাহ! শোনা হচ্ছে না কিছু দিন। তবে ফোনে নিয়েছি। সময় পেলেই কানের মধ্যে হেডফোন গুজে দিয়ে......

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

বনমহুয়া বলেছেন: হা হা । বুঝা যাচ্ছে আপনার মাঝে শ্রীকৃষ্ণের ভাবাবেগ রয়েছে।

Kabhi Kabhi

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

পার্থিব পার্থ বলেছেন: তোমার সবকিছুই সুন্দর। :) আমি একটু বেতাল অবস্থায় আছি! তবে আশা করি খুব দ্রতই তাল ফিরে পাব। :) জানো নিশ্চয়, যাযাবররা একবার সুস্থির হলে কি হয়!!! ;) উদাহরন ইসরায়েল! ;)

বাজি যেহেতু ধরেছি কবিতার মত হাতের লেখা যতই খারাপ হোক প্রুকাশ করিব! :P

০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

বনমহুয়া বলেছেন: পার্থ। এখন কেমন আছো?
তাড়াতাড়ি ভালো হয়ে যাও।:(

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা সুন্দর । ভাল লেগেছে হাতের লিখিত প্রকাশ ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ কথাকথিকথন।

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

রাতুল_শাহ বলেছেন: "তোকে নিয়ে লেখা" -- এই "তোকে" টা কে আপু?

কবিতা সুন্দর, ভাল লেগেছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

বনমহুয়া বলেছেন: এই তোকেটা তোকে। মানে তার নাম তোকে।

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

অগ্নি সারথি বলেছেন: নাহ! এমনে না। আমার কোন একটা পোস্টে গিয়ে এরকম অনেক গুলো সুন্দর বাঁশির লিংক কি দিতে পারবেন? দিলে কৃতজ্ঞ হব।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

বনমহুয়া বলেছেন: অবশ্যই পারবো। কি টাইপ চান কন?

২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

নীলসাধু বলেছেন: বেশ লিখেছেন। শুভেচ্ছা রইলো।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সাধুভাই। আপনার পদধুলিতে অনেক আনন্দিত হই।

২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০

অভ্রনীল হৃদয় বলেছেন: অসাধারণ। অব্যক্ত মুগ্ধতা রেখে গেলাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

বনমহুয়া বলেছেন: মন্তব্যে অনু্প্রেরিত হলাম অভ্রনীলভাই।

২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫

গেম চেঞ্জার বলেছেন: মুক্তচিন্তা পোস্টের ব্যাপারে বলবো ওটা ঠিকমতই চলছে। আপনি ওখানে গেলে একজনের মন্তব্যে হয়তো চমকে যেতে পারেন। আর আপনাকে উত্তরটা দিতে বেশ ভাবাচিন্তা করা লাগছে। :)

লেখক বলেছেন: ১৮ মিনিটেও দেখে দেখে লিখতে পারবেন না! একটা প্রবাদ শুনেছিলাম ১৮ মাসে বছর! সেটাই মনে পড়ে গেলো।

(১৮ মাসে বছর এর মানে = দীর্ঘসুত্রীতা করা। আজ কাল পরশু করা।)

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

বনমহুয়া বলেছেন: আপনার ঐ পোস্ট অসাধারণ হয়েছে। কার মন্তব্যে চমকে যাবো? ঠিক বুঝলাম না। ওখানের সব মন্তব্য পড়তে গেলে আমার ৩৬ মাসে বছর হয়। এত সময় কি আছে কন?

আর আমাকে উত্তর দিতে বেশ ভাবছেন এটা ভেরি গুড সাইন। আপনার আমার মতামত আদান প্রদান, বা মতান্তর, মতানৈক্যের মানে এই নয় যে আপনি আমার উপর খেপবেন , আমি আপনার উপর। বরং একে অন্যের মত বিনিময় হবে ও একের থেকে অপরে শিখবে এই হওয়া উচিৎ।
সোজা কথা আমাদের উদ্দেশ্য হবে কনফিউশন দূর করা। পার্থর থেকে পাওয়া বাণী ঝাড়লাম ভাই। কাল আপনার পোস্ট এবং আপনার মতামত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ভালো থাকেন আর আরও সব সুন্দর পোস্ট লিখেন । আপনার জন্য আমাদের শুভকামনা থাকলো সর্বদা।

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

লেখোয়াড়. বলেছেন:
হা হা হা ............. কবিতায় তো প্রেমের ঝংকার
আর আপনার পুরো ব্লগ বাড়িটাই একটি প্রেমের তালপুকুর!!

অবিরাম বয়ে চলুক এভাবে প্রেম-কবিতা-ব্লগিং।

ভাল থাকা হোক।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ লেখোয়াড়। শুভেচ্ছার জন্য মোর এ্যান্ড মোর ধন্যবাদ। ভালো থাকবেন।

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

Kajal Mia বলেছেন: ভালই লিখেছেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ কাজলভাই।

২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: বনমহুয়া ,



শিরোনাম থেকে শুরু করে শেষ অব্দি আবেগী । মহুয়ার মতোই এক ডাহুকীর ভালোবাসার গন্ধ লেগে আছে কবিতায় । আবার অভিমান ভরা একটি মনের দেখাও মেলে।
সুন্দর ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

বনমহুয়া বলেছেন: জী এসভাই। এমন মন্তব্য নিজেই একটি কবিতা হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ।

২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: লেখোয়াড়. বলেছেন:
হা হা হা ............. কবিতায় তো
প্রেমের ঝংকার
আর আপনার পুরো ব্লগ বাড়িটাই
একটি প্রেমের তালপুকুর!!
অবিরাম বয়ে চলুক এভাবে প্রেম-
কবিতা-ব্লগিং।

ভাল থাকা হোক।

তোমার বাজি নিয়ে লিখিত পদ্যটা ভালোই হইছে আপুনি+

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ রুদ্র জাহান ভাই।

২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

আবু শাকিল বলেছেন: আপনার হাতের লেখায় আমি মুগ্ধ ।
কবিতায় আরো =p~
আপনি দারুন লিখেন ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ শাকিলভাই। ডাবল মুগ্ধতার জন্য।

২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন: কোবতে ভালোইছে। +

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সুপান্থ সুরাহী।

২৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ সেলিমভাই।

৩০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ প্রামানিকভাই।

৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

রক্তিম দিগন্ত বলেছেন: সন্দর কবতে - প্লিয়াস!!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

বনমহুয়া বলেছেন: এত পরে আইলেন কেন? আপনার সাথে কথা নাই।

৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

অন্নপূর্ণা বলেছেন: বাহ !

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ অন্নপূর্ণাআপা।

৩৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: সবাই গেলেই তো আমি আসি!!! আগে আগে আসলে কি আর চলে?
অলওয়েজ লেট! B-)

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭

বনমহুয়া বলেছেন: রক্তিমভাই আসলে তখন একজনের কমেন্টের জবাব দিতে গিয়ে মেজাজটা একটু চটে গেছিলো। আপনি লেট করে আসেন আর আরও লেট করেন নো প্রবলেম । চোখ বুলাইছেন এই বেশি।

আপনি বলেন এইখানে কি আমি আমার কবিতায় কোনো অশ্লীল কিছু লিখছি? কবিতা না বুঝেন এইটুকু নিশ্চয় বুঝবেন তাইনা?

আপনি তো আবার সেফ সাইডার পালায় যাইয়েন না। ভয় পাইয়েন না। না বুঝলেও চলবে।:)

৩৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

রক্তিম দিগন্ত বলেছেন: আরে ধুরু! সেইফ সাইডার আবার কী জিনিস!!!!

অগ্লানরে মজা হিসেবে ধইরা লইয়া স্কিপ কইরা যান না। তাইলেই তো সমস্যা হয় না!
আপনেও ক্ষেপেন - ক্ষেপাইয়া বাকিরা মগাও লয়। ব্যাপার না - অনলাইনে এইসব হইয়াই থাকে!!! :D

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪০

বনমহুয়া বলেছেন: আপনার এই খুনাখুনি টাইপ লেখা দেখার পর আপনারে এমন শীতল রক্তের প্রাণী ভাবতে পারি নাই। স্যালুট। স্যালুট। এত ধৈর্য্য শিক্ষা পাইসেন কই ভাই?

৩৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

রক্তিম দিগন্ত বলেছেন: উপরে-নীচে-ডাইনে-বাইয়ে দিয়ে যদি কাউকে থেরাপি দেওয়া হয় - তাহলে কি আর তার পক্ষে মাথা গরম করা সম্ভব! :(

সবই থেরাপির ফলাফল আফা! :(

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

বনমহুয়া বলেছেন: কি থেরাপী দেন আমারেও কন । আমারও লাগবে।

আর থেরাপী দাত্রী কি আপনার আলাপ দেখতেছে? তাইলে বলার দরকার নাই।

৩৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

রক্তিম দিগন্ত বলেছেন: থেরাপিওয়ালা যে দাত্রীই - ঐটা কী কইরা কইতেছেন? B:-/

তবে ঐ দাতা/দাত্রী যে ই হউক - ব্লগে কোনদিনও ঢুকবো না শিওর থাকেন।

তবে উপায়ডা কওয়া যাইবো না - কারণ ঐডা মনে হইলেই শরীরে কাঁটা কাঁটা লাইগা যায়!!! ইইইইইইই!!!! :(

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

বনমহুয়া বলেছেন: কিয়া বদ নাসিব হ্যায়। আপনার থেরাপী সফল হোক। শুভরাত। মাথা ঠান্ডা মেডিসিন লাগবে।

৩৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

রক্তিম দিগন্ত বলেছেন: কী অবস্থা!!!
পূর্বের মন্তব্যে তো অনেক উইয়ার্ড কথা বলা আছে। মাথা ঘুরতেছে। এইসব কী দেখতেছি!!!!!!!!!!!!!!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

বনমহুয়া বলেছেন: কি আর দেখবেন? এই কারনেই বলছিলাম। ভাত সিদ্ধ হইসে কিনা বুঝতে পুরা হাড়ির ভাত চেক করা লাগেনা। একটা ভাত টিপ দিলে যেমন বুঝা যায়। তেমনি এই লোকের একই টাইপ মস্তিস্ক বিকৃত কথা বার্তা দেখলেও বুঝা যায়। খাইয়া কাম নাই তাই খানিক পর পর আসে উইয়ার্ড সব কথাবার্তা নিয়া।

৩৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর +++++

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানাভাই। ভালো থাকেন।

৩৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

রক্তিম দিগন্ত বলেছেন: আমি তো আপনার মন্তব্যে নিকের বিবর্তন দেখে আরো টাশকিত!!! :||

বাই দ্য ওয়ে, হুদাই এইসব নিয়া লাগেন ক্যারে? আপনে লাগলেই তো আরো বেশি কইরা ক্ষেপায় আপ্নেরে।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

বনমহুয়া বলেছেন: আপনি কি আমারে আপনার মত শীতল রক্তের প্রাণী হইতে বলেন? এইটা কি হুদাই লাগা? সেই প্রথম যেদিন লেখা শুরু করছি সেদিন থেকে অকারণে গায়ে পড়ে এসে লাগছে। তারপর একের পর এক মালটি নিয়ে অবান্তর সব কথাবার্তা। কই আর কারও তো মাথা ব্যাথা নাই তার মত। তার নিকগুলা দেখলেই বুঝা যায়- সাহসী সন্তান, চোখের কাঁটা, নিমগ্ন, Mir_Harun। আরেকজনও কিছুদিন আসছিলো চ্যাং। এই লোকের খাইয়া কাজ নাই। কেমনে কার পিছে লাগবে এই ভাবে সারাক্ষন।

৪০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

পার্থিব পার্থ বলেছেন: একটু বিজি আছি। নাহয় মজা করা যেত! ;)

কেমন আছো?

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

বনমহুয়া বলেছেন: ভালোই আছি তবে এক বেকুবের নানা নিকে বেকলামী দেখে ইচ্ছা হইতেছে কি বুঝতেই পারছো।

৪১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

রক্তিম দিগন্ত বলেছেন: বাদী-বিবাদী উভয় পক্ষেরই সকল কথা শুনলাম। রায় আসার আগে আরও কিছু ঘটনার সৃষ্টি হবে - সেগুলোর জন্যই অপেক্ষায় আছি!

অনেক কিছুই বলা যেত এখানে - কিন্তু মাশরাফির ছোট ভাই হওয়ার দরুন ইঞ্জুরিতে আছি। দেখি আর কী কী হয়!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

বনমহুয়া বলেছেন: আরও দেইখেন বসে বসে।

৪২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

ফুলফোটে বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতাখানা...শেষ লাইন টা দারুন।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ফুলফোটে।

৪৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


একদিন ঠিক পড়ে যাবে তোর মনে
একটি ডাহুকী একাকী সংগোপনে

বাহ ! চমৎকার +++

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ কান্ডারিভাই।

৪৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

রক্তিম দিগন্ত বলেছেন: বসে বসে দেখা ছাড়া আর উপায়ই বা কী বলেন।

তবে শায়মা আপু অনেকটাই বলে দিয়েছে। তাই আর বাড়াচ্ছি না কিছুই আমি। আপনার এই কবিতাটা বেশ সুন্দর ছিল। এখানে অপ্রাসঙ্গিক আলাপগুলো না থাকলেই ভাল দেখাবে।

নিকের যেই কথাটা বললেন, এইটার সাথে আমি পূর্বেও একমত ছিলাম না। নিমগ্ন ভাই আর সাস ভাই দুইজনকে আমার এক মনে হয়নি কখনোই। দুইজনের স্টাইলটাই আলাদা।

সাস ভাইয়ের যে লাথির মন্তব্যে আপনার সাথে ঝগড়া হলো - সেটা আসলে একটা কথার কথা। কথার কথা তো আমরা সবাই ই বলি। সেইটাকে আর কতটাই ভেবে বলা হয়! এইটা নিয়ে আসলে ঐভাবে রিয়েক্ট করাটা মনে হয় কিছুটা ওভার রিয়েক্ট ছিল।

আপনার ঐভাবে ক্ষেপে যাওয়াতেই নিমগ্ন ভাই আর চোঁখের কাঁটা ভাইও আপনাকে রাগাতে চেয়েছিল বলেই মনে হল প্রথমে। পরে কথার পৃষ্ঠে কথা বেড়ে তিক্ততায় চলে গেছে।

আমার কাছে প্রাথমিক দিকে খুব একটা সিরিয়াস বা মেজর কিছু মনে হয়নি। আপনি অতি সহজে রেগে যান - যার জন্য ক্ষেপাতে মজাও লাগে। ইভেন আমিও কাজটা করি - অবশ্য ধরতে পারেন না।

এইসব ব্যাপার না! একটু-আধটু কথা কাটাকাটি হবেই একসাথে চলতে গেলে। খারাপ লাগলে আপনি ইগনোর করে যেতে পারেন - অপশন তো আছেই এইটা। আর কথা বাড়ালে সেটা বাড়বেই।
বাজে মন্তব্যগুলো আইডিগুলোকে জাস্ট ব্লক দিয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়! :)

সিম্পল ঘটনা আপু - ক্যান যে এত ক্ষেপেন - আল্লাহ্‌ মালুম! :(

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

বনমহুয়া বলেছেন: অপ্রাসঙ্গিক আলাপ এবং নিকের মানুষগুলোকেও মুছে দিয়েছি। কাজেই ফালতুমী করার কোনোই চান্স নাই আর। শায়মাপুর কথা শুনলাম তবে শতভাগ সহমত হইলাম না। নিকগুলা আলাদা হতে পারে তবে তাদের মধ্যে যোগসাজস থাকাটাও সন্দেহের বাইরে না।


আপনি আমাকে রাগান? আমি ধরতে পারিনা কেনো? আর তাদেরটা ধরতে পারি কেনো?

কারণ রাগারাগি বা কথা কাটাকাটির ধরন আছে। আর এই ধরনটাই কারও কারও বেধরণ হয়।


আর কেন যে এত ক্ষেপি! অবশ্যই কারণ আছে। কারণ জানার দরকার নাই।

৪৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

নেক্সাস বলেছেন: আমি কি বলব?
এমন অন্তমিল ধরে রাখা কবিতা লিখতে গিয়ে অনেকে ছন্দ হারিয়ে ফেলে।

কিন্তু আপনি শুরু থেকে শেষ ছন্দের ঢেউ ধরে রেখেছেন। যেন জলতরংগে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলিতে যায়।
শব্দের ব্যাবহারও আমাকে মুগ্ধ করেছে।

অনেকগুলো প্লাস মন ভরে দিয়ে গেলাম।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ নেক্সাসভাই। এত শত ভেবে লেখা না এসব কবিতা। অনেকটা বাচ্চাদের মত শব্দের সাথে শব্দের মিল।

৪৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

গুলশান কিবরীয়া বলেছেন: এখানে তো হালকা পাতলা ঝড়ের আভাস পেলাম । ঝড় বৃষ্টি ভালো - মাঝে মাঝে না হলে প্রকৃতি তার ভারসম্য হারায় । ;)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

বনমহুয়া বলেছেন: ঝড় ঝঞ্ঝা থামার পর এখন লন্ডভন্ড পৃথিবী। ভারসাম্য কি? মেশিন গান, স্টেন গান নামাবো কিনা ভাবতেছি।

৪৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

গুলশান কিবরীয়া বলেছেন: না না , দরকার নাই । আবার তৃতীয় বিশ্ব যুদ্ধ লেগে যেতে পারে । ওসবের দরকার নেই । :P
তবে , লেখা দিয়ে তারা বাতি ছুঁড়তে পারেন । ;) B-))


[ disclaimer : কোন প্রকার যুদ্ধের জন্য আমি দায়ি নই :P ]

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

বনমহুয়া বলেছেন: লেখা দিয়ে বোমব্লাস্ট করলে কেমন হয়?

৪৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

পার্থিব পার্থ বলেছেন: রাতে কথা হবে! :)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

বনমহুয়া বলেছেন: আচ্ছা। কাজ শেষ করো আগে।

৪৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

পার্থিব পার্থ বলেছেন: সাহসী সন্তান, আমি প্রেসারে থাকলেই মহুয়ার সাথে কথা বলি। কারন কি জানেন? কারন আমি শান্তি পাই। আশা করি আপনার জবাব পেয়ে গেছেন। :)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২

বনমহুয়া বলেছেন: পার্থ। :`>

৫০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন: আপা! আপ্নার লগে আলোচনা করার আছিলো। বাংলা মুভি বানামু (বাংলাদেশে অবশ্য বাংলা মুভি বানানোই স্বাভাবিক)।

নায়িকা আপনারে বানামু ভাবতাছি। :D

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

বনমহুয়া বলেছেন: অভিনয় যদিও কোনোদিন করি নাই। বরং সেটা পারিনা বলেই ঝামেলাও কম হয়নি জীবনে। তবে আপনার ম্যুভিতে অভিনয় করার ইচ্ছা আছে। কাহিনী নিশ্চয় খুনাখুনি। আর এই সুযোগ ছাড়বার নয়। ম্যুভিতে নিশ্চয় ডজনখানেক খুন খারাবি থাকবে।আমার শুধু ৪টা খুন করতে দিলেই হইবো।আমি রাজী।

৫১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা রইলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আপা।

৫২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: নায়িকাই চারটা খুন করতে চায়?
খাইছে! আমি কোমলমতি মানুষ হয়া এত গুলা মানুষকে ক্যামনে খুন করাই?
ইহা বড়ই হৃদয়বিরাক। :(

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

বনমহুয়া বলেছেন: নয়তো কোন গুনাবলী দেখে আমারে নায়িকা বানাইতে চাইলেন?

৫৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন: এইটাও তো এক বিরাট প্রশ্ন!!

আসলে মুভিই বা কোন কারণে বানাইতে চাইতেছি - সেইটাও এক বিরাট প্রশ্ন!!!

আইচ্ছা বাদ দেন। মুভি বানাইলে আপ্নেরে ডাকুম নে।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

বনমহুয়া বলেছেন: ভাইবেন না আমি বুঝি নাই। না বুঝার অভিনয় করলাম আর কি।

৫৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৯

হাসান মাহবুব বলেছেন: চাকা এবং সোনার মেডেল। একটি প্রান্তিক মানুষদের পিষ্ট করে। আর এরকম নিযুত মানুষকে পিষে দিয়ে 'ভগবান'রা জুটিয়ে নেয় মহোত্তম পুরষ্কার, সোনার মেডেল। চমৎকার রূপক। ভালো লাগা রইলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

বনমহুয়া বলেছেন: কমেন্টটা মনে হয় অন্য কোনো পোস্টের হাসান ভাই। ভুল করে এইখানে এসে পড়ছে।

৫৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

তুষার কাব্য বলেছেন: ভালো লাগা একরাশ "তোকে " ময় কাব্য গাঁথা ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ।

৫৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

পার্থিব পার্থ বলেছেন: তোমার চোখে ঘুম নামলেই
হৃদয় আমার বিষণ্ণ এক ঘর
সেই ঘরেতে উঠল হঠাৎ
অবাক করা উথাল পাথাল ঝড়!


১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

বনমহুয়া বলেছেন: হৃদয় আমার
শূন্য বিরান ভূমি
ঘুম ভাঙ্গলেই যখন দেখি
পাশেতে নেই তুমি।

৫৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

রমিত বলেছেন: খুব সুন্দর কবিতা!

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রমিতভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.