![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।
ঘুমাও প্রিয়তম,
তুমি ঘুমাও আমার কোলে,
আদিগন্ত ছোঁয়া এই সবুজ প্রান্তরে,
ঝিরিঝিরি হাওয়া আর
এই হিজল তরুর মূলে।
চোখ মুদে শোও প্রিয়
সব দুঃখ যেও ভুলে
বুলিয়ে দেই আংগুল
তোমার ঘুমিয়ে পড়া চুলে।
ভোলো পৃথিবীর ক্রুঢ় হাসি
ভুলে যাও যত ব্যথা,
ভুলে যাও ঐ অন্ধ আতুড়
অব্যাক্ত যত কথা।
যদি রোদ্দুর পড়ে মুখে
দেবো আঁচল দিয়ে ঢেকে,
যদি অঝরে ঝরে শ্রাবন
বুকের পাঁজরে দেবো রেখে।
চুপ করে শোও প্রিয়,
শোনাই ঘুম পাড়ানিয়া গান,
ঘুমিয়ে পড়ো প্রিয়
ভোলো সকল অভিমান।
একে দেই ভালোবাসা
তোমার ঘুমের কপোল ছুঁয়ে
অনাবিল নিশ্চিতে
তুমি
ঘুমিয়ে পড়ো সুখে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ হানিফভাই।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
কল্লোল পথিক বলেছেন: ভোলো পৃথিবীর ক্রুঢ় হাসি
ভুলে যাও যত ব্যথা,
ভুলে যাও ঐ অন্ধ আতুড়
অব্যাক্ত যত কথা।
চমৎকার কবিতা।
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ কল্লোলভাই।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪
পার্থিব পার্থ বলেছেন: মহুয়া কোলে মাথা রাখলে ঘুম দৌড়ে পালাবে। তখন মনে হবে ভীষণ ভাবে বেঁচে থাকার কথা!
তুমি যতটা কাছে
ততটাই বেঁচে থাকার স্বাদ!
তুমি দূরে হারালেই
ঘুমের অবসাদ!
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
বনমহুয়া বলেছেন: ঘুমাও তুমি প্রিয়
ঐ জোনাক জ্বলা রাতে
নিস্তব্ধ ধরিত্রীতে
সুর বাঁজুক তাহার সাাথে।
তোমার তপ্ত ললাট জুড়ে
শীতল সকল বহ্নিশিখা
তোমার সুপ্ত অবয়বে
তার
পরশ থাকুক লেখা।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪
জনম দাসী বলেছেন: সামুতে ঢুকতেই চোখ আটকে গেল কবিতার মাঝে,
পুরো লেখাটাই ভাল লাগার...++++++++
ভাল থাকা হোক সব সময়, মহুয়া...
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪
বনমহুয়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ জনম দাসী আপা। ভালো থাকবেন অনেক।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২
চোখের কাঁটা বলেছেন: বনুপা, প্রেম করার আগে ভ্যানিটি ব্যাগটা আমার কাছে দিয়ে যাইয়েন? এইটা আপনাদের মধ্যে ডিস্টাপিং করবার পারে! সুতরাং আপনার ব্যাগ আমারে দিয়ে যান, আমি সেভে রাখবানে! আর ফুচকার অর্ডার কি দেবো?
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭
বনমহুয়া বলেছেন: সুসসসসস......
ডু নট ডিস্টার্ব কাঁটাভাই।
ঘুমিয়ে আছে প্রিয়
সে ঘুমায় আমার কোলে
নিশুথী রাতের বুকে
তাই
চন্দ্র-তারকা দোলে।
দিগন্তে মেরু জ্যোতি
ছড়ায়, অপূর্ব মাধুরীমা
এ মোহ মায়াবী রাতে
ভালোবাসারা অসীম সীমা।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
কি প্রেমময় কবিতা।
আহা!
অপূর্ব!!
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮
বনমহুয়া বলেছেন: ডানাভাই ধন্যবাদ অসংখ্য।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অপূর্ব কাব্য কথা । ভাল লাগল।
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুজনভাই।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪
হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ হাসানভাই।
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫
সুমন কর বলেছেন: ভালো লাগলো।
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮
বনমহুয়া বলেছেন: সুমনভাই ধন্যবাদ।
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫
পার্থিব পার্থ বলেছেন: যদি ঘুম ভেঙ্গে দেখি তুমি নাই
জেগে থেকে কি হবে আমার!
জানি একদিন ঘুম ভেঙ্গে খুব
তৃষ্ণায় তোমাকেই খুঁজব আমি।
তারপর তারপর মনে হবে
কেন ছিল এই ঘুমপাড়ানি গান!
ঘুমাতে ভয় লাগে মহুয়া। যদি চোখ মেলে দেখি তুমি নাই!
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
বনমহুয়া বলেছেন: ঘুম ও জাগরণে
পৃথিবীর আদি ও অন্তে
যেখানেই হাত বাড়াবে তুমি
পাবে আমাকেই।
পৃথিবী শেষের পরেও
অজানার দেশে
থাকবো তোমার পাশে।
১১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬
পার্থিব পার্থ বলেছেন: তোমাকে দেখলেই সব ভুলে যাই আমি!
তোমার চোখে আমি বিশ্ব দেখি!
তোমার ঠোঁটে শব্দের মূর্ছনা
আমায় ভুলিয়ে দেয় অসুন্দরের কারুকার্য।
তোমাকে দেখলেই মনে হয় বেঁচে থাকি!
খুব তীব্রতায়! খুব করে বেঁচে থাকায়!
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০
বনমহুয়া বলেছেন: তোমার চোখে আমি দেখেছি অসীম
আকাশ এবং সাগরের বিশালতা...
তোমার হাতের মুঠোয় বন্দী আকুলতা
শব্দের ঝংকার নীরব মূর্ছনায় গায় হৃদয় সঙ্গীত।
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: আহা ! এমন মধুর ঘুমপাড়ানি পেলে প্রিয় এর আর কিছু লাগে !!! বেশ মিষ্টি কবিতা । ভাল লেগেছে ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথন। তার ঘুম আসেনা রোগ আছে তাই এই কবিতাটা। এটা ঘুম পাড়ানি কবিতা।
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: প্রেমরোগ এমনি এক রোগ যা ঘুমাতেও দেয় না আবার নির্মল ঘুমও এনে দেয় ।
অবশ্য আমি এই রোগের দেখা পাইনি, যারা পেয়েছে তাদের অভিজ্ঞতা আরকি !!! হা হা
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
বনমহুয়া বলেছেন: এত কবিতা লিখেও প্রেম রোগের দেখা পাইলেন না? এটাই তো বড় রোগ মনে হচ্ছে।
১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: প্রশ্নটা বিতর্কিত ! তবে প্রেম রোগ হলেই যে শুধু কবিতা লিখতে তা কিন্তু নয় । আর এত কবিতা কই লিখলাম, মাত্র ৩৮টা !!
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬
বনমহুয়া বলেছেন: প্রেমক্রিপশন কে দিসে? কোন ডক্টর?
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: প্রশ্ন তো আনকমন পড়ে যাচ্ছে দেখি, টেনশনে ফেলে দিলেন !! এবার তো ঘেঁটে দেখতে হবে এই রোগ আছে কিনা, থাকলে অতি দ্রুত সম্ভব কিউর করে এনটিভাইরাস টিকা দিয়ে দিতে হবে , কোন সময় আবার হঠাত হার্ট বিকল হয়ে যায় তা তো বলা যায় না !!!!
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
বনমহুয়া বলেছেন: তাত্তাড়ি টিকা দেন। এই রোগ বড় সর্বনাশা।
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
চোখের কাঁটা বলেছেন: আহাহা প্রেমময় কাব্যে নিজেইতো প্রেমিক হয়া গেলামরে বনুপা! নিজের মধ্যে কেমন জানি একটা ফিলিংস জাগতাছে। বনুপা একখান গানা গাইবার মুঞ্চায়, "ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি আইসো........!"
কানে কানে কই, আপনি আবার হেতিরে ঘুমের ঔষধ খাওয়ান নাইতো? হুনলাম আপনি নাকি ডাক্তার? তয় ঘুম পড়াইয়া আপনি আমাগো বাড়ির দিকে চইলা আহেন! দুইজনে মিল্লা এট্টু সুখ দুঃখের কথা কই! টেনশন নিয়েন না, মুই নিপাট ভালা পুলা!
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
বনমহুয়া বলেছেন: না ঘুম ভাঙ্গলে পার্থকে নিয়ে আসবো।
আপনার বাড়ির ঠিকানা দেন।
১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রাখালভাই।
১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
রুদ্র জাহেদ বলেছেন:
একে দেই ভালোবাসা
তোমার ঘুমের কপোল ছুঁয়ে
অনাবিল নিশ্চিতে
তুমি
ঘুমিয়ে পড়ো সুখে।
আহা!ঘুমপাড়ানিয়া কবিতা কী দারুণ ঘুমপাড়ানিয়া কবিতা,ভালো লাগল খুব
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬
বনমহুয়া বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্রভাই।
১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
ফুলফোটে বলেছেন: ঘুম ছিল চোখ জুড়ে ক্লান্ত বলে
হয়েছে বিবর্ণ ঘুম কবিতার ছলে...
অনেক সুন্দর...।।
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
বনমহুয়া বলেছেন: অনেক ধন্যবাদ ফুল ফোটে।
ঘুম এসে যাক কবিতার পংক্তিতে
ঘুম এসে যাক গানে
ঘুম এসে যাক চোখের পাতায়
ঘুম এসে যাক প্রাণে।
২০| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
মাহবুবুল আজাদ বলেছেন: আহা ভালবাসার এক প্রশান্তি ছড়িয়ে গেল- চারপাশ আন্দোলিত করে। অনেক অনেক ভাল লাগা রইল।
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬
বনমহুয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাহবুবুলভাই। শুভাশীষ।
২১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
নুরএমডিচৌধূরী বলেছেন: ঘুমাও প্রিয়তম,
তুমি ঘুমাও আমার কোলে,
আদিগন্ত ছোঁয়া এই সবুজ প্রান্তরে,
ঝিরিঝিরি হাওয়া আর
এই হিজল তরুর মূলে
মুগ্ধ হলাম
প্রিয় কবি
দীর্ঘ জীবন কামনা করছি
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ নুরভাই। অনেক ভালো থাকবেন।
২২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো মিষ্টি কবিতা।
অব্যক্ত আর শ্রাবণ হবে।
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ অপর্ণা আপা। বানান এডিট করে দেবো।
২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
হৃদয় মালতী বলেছেন: ভালবাসা গুলো বুঝি এমনই হয়? আর এভাবেই বুঝি কাওকে ভাল বাসতে হয়?
অনেক ভাল লাগলো আপনার ঘুম পাড়ানি কবিতা!
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮
বনমহুয়া বলেছেন: অনেক ধন্যবাদ হৃদয় মালতী আপা।
২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১
আবু শাকিল বলেছেন: কত কাল অপেক্ষা করে রয়েছি-এভাবে কেউ ঘুম পাড়িয়ে দিবে-
"একে দেই ভালোবাসা
তোমার ঘুমের কপোল ছুঁয়ে
অনাবিল নিশ্চিতে
তুমি
ঘুমিয়ে পড়ো সুখে।"
আপচুচ-অবিমিশ্রিত সুখ।আমার ভাগ্যে সয় না
ধন্যবাদ কবি।
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯
বনমহুয়া বলেছেন: ভাগ্যকে দোষ দিয়ে কি হবে?
কবিতা লিখেন।
২৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪
টোকাই রাজা বলেছেন: একে দেই ভালোবাসা
তোমার ঘুমের কপোল ছুঁয়ে
অনাবিল নিশ্চিতে
তুমি
ঘুমিয়ে পড়ো সুখে।
চমৎকার
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ টোকাই রাজা।
২৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন লিখেছেন।
+++
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯
বনমহুয়া বলেছেন: অনেক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।
২৭| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২
নেক্সাস বলেছেন: ভাল লাগা জানবেন. অনেকদিন পর এসে আপনার কবিতা পড়লাম।
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
বনমহুয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে নেক্সাসভাই।
২৮| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩
ফেরদৌসা রুহী বলেছেন: আপনার প্রিয় দেখি খুবই ভাগ্যবান
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
বনমহুয়া বলেছেন: আমিও ভাগ্যবতী।
ধন্যবাদ রুহী আপা।
২৯| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
আহমেদ জী এস বলেছেন: বনমহুয়া ,
মহুয়ার গন্ধে মাতাল হয়নি এমনটা খুব কম । আর মাতাল হলে তো ঘুমঘুম ভাব চলে আসাটাই অতি স্বাভাবিক । তাই আদর ভেজা "লালেবাই " কবিতার কি খুব বেশী একটা প্রয়োজন ছিলো ?
সুন্দর সহজবোধ্য কবিতা । ভালো লাগলো ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০
বনমহুয়া বলেছেন: লালেবাই এর খুব বেশি প্রয়োজন না হলেও একটু প্রয়োজন মাঝে মাঝে তাই গাওয়া হলো।
অসংখ্য ধন্যবাদ আহমেদ ভাই।
৩০| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
জেন রসি বলেছেন: শুনেছিলাম কি যেন নরক থেকে এসে স্বর্গে চলে যায়!!!
যদিও শোনা কথায় কান দিতে নাই!!!
কবিতা ভালো হইছে!
যদিও কবিতা কম বুঝি!
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
বনমহুয়া বলেছেন: বুঝতেসি আপনি বাংলা সিনেমা আজকাল বেশি দেখতেসেন।
এইটা ঘুম পাড়ানি কবিতা।
আপনার জন্য না।
না বুঝলেও চলবে।
তারপরও কষ্ট করে পড়লেন তাই ধন্যবাদ দিলাম জেনভাই।
৩১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
তানজির খান বলেছেন: খুব ভাল লাগলো কবিতা। শুভ কামনা রইল
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ তানজিরভাই।
৩২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: একে দেই ভালোবাসা
তোমার ঘুমের কপোল ছুঁয়ে
অনাবিল নিশ্চিতে
তুমি
ঘুমিয়ে পড়ো সুখে।
অপূর্ব।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬
বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাপ্পুভাই।
৩৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০
গেম চেঞ্জার বলেছেন: এ হলো স্বর্গ থেকে আসা কোন এক বিভ্রম।
আপনাদের উভয়ের জন্য এক পূর্ণিমা রাতের চন্দ্রকীরণের শুভেচ্ছা। ১০ +
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
বনমহুয়া বলেছেন: তাই নাকি?
ধন্যবাদ
৩৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: (অাঁতুড়, এঁকে) ইদানীং মানুষ কেন যে মুক্তছন্দের দিকে ঝুঁকছে, বুঝিনা । ছন্দ জানা থাকলে ছন্দের মাধ্যমেও কিন্তু ভাবের সুন্দর প্রকাশ ঘটানো যায়, অাপনার লেখায় যেমন ঘটিয়েছেন । ভালো লেগেছে অামার । সুন্দর রোমান্টিক লেখা!
"একে দেই ভালোবাসা
তোমার ঘুমের কপোল ছুঁয়ে
অনাবিল নিশ্চিতে
তুমি
ঘুমিয়ে পড়ো সুখে।" এইখানে অন্তঃমিল হয়নি । এঁকে সুখে অন্তঃমিল রেখে কথাগুলো ঘুরিয়ে লিখতে পারেন ।
১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
বনমহুয়া বলেছেন: এঁকের সাথে সুখের অন্তমিল হয় নাকি?
বরং লিখি শেখে।
পড়ার জন্য ধন্যবাদ সাধুভাই।
৩৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২
গেম চেঞ্জার বলেছেন: হ্যাঁ তা-ই।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ।
৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
নিমগ্ন বলেছেন: বাহঃ রোমান্টিকতার কি অসাধারণ অসাধারণ অসাধারণ নজির। +++++++++++++
পিরিতির বালতি দেহি উপচাইয়া পড়ছে। মহুয়া, আপ্নারা অনেকেরই পথপ্রদর্শক, উজ্জল জ্বলজ্বল দৃষ্টান্ত। যেমন একটা আমার পিছে লাগছে। ফেবুতে টাইম না দিলেই ব্লগে আইসা শুরু করে। কিন্তু আমি তো এড়াইয়া যাই।
জানেন তো, কেউ কেউ যেমন আপু/ভাই'রা আপ্নাদের এই লুতুপুতু পিরিতি দেইখ্যা হিংসায় জ্বলে। খেয়াল করেছেন জানি যদিও। আমি কিন্তু মুন পুরাণ ভইরা এনজয় কুরি। হুমম।
ভালু থাইকবেন।
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫
বনমহুয়া বলেছেন: জানেন তো, কেউ কেউ যেমন আপু/ভাই'রা আপ্নাদের এই লুতুপুতু পিরিতি দেইখ্যা হিংসায় জ্বলে।
হ জানি , তার মধ্যে আপনি একজন। আপনার হিংসা বা জ্বলাজ্বলির রেশ বেশ বুঝা যায়। সাথে আছে আপনার দোস্ত। আগে বুঝি নাই আপনিই যে সেই মেইন কালপ্রিট।
কষ্ট কইরা পেলাস আর অসাধারণ রোমন্টিকতা বলার জন্য তারপরেও ধন্যবাদ জানাইলাম।
৩৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
উল্টা দূরবীন বলেছেন: একে দেই ভালোবাসা
তোমার ঘুমের কপোল ছুঁয়ে
অনাবিল নিশ্চিতে
তুমি
ঘুমিয়ে পড়ো সুখে
কেউ এভাবে বললে হয়তো কেটে যেতো ইনসোমনিয়ার ভয়ালযুদ্ধ। কবিতা ভাল্লাগছে।
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ উল্টা দূরবীন। এই মন ভরানো কমেন্টের জন্য মন থেকে ধন্যবাদ গ্রহন করবেন।
৩৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১
নিমগ্ন বলেছেন: প্রতিটি মানুষের নিজস্ব চিন্তা ও ভাবনা করার স্বাধীন সার্বভৌম জায়গা থাকে। সেখানে হাত দেয়ার ক্ষমতা আর কারোর থাকে না। আপনি নিজে যদি কোনভাবে আমার অন্যায় আচরণের শিকার হন তবে সেটা দেখিয়ে দিতে পারতেন। কিন্তু বিভ্রান্তিতে পড়ে অন্যকে নেগেটিভ ভাবে চিন্তা করলে নিজের অনুভূতিগুলোও একসময় নেগেটিভ হিসেবে ফেরত পাবেন। মনে রাখবেন।
ব্লগে সবাই উঠতি বয়সের রোমান্টিক মানুষ যে সেটা কিন্তু একদমই নয়। ব্লগে একেবারে ১২-৯২ বছরেরও মানুষ থাকাটা অস্বাভাবিক নয়। স্বীকার করছি আপনাদের লুতুপুতি প্রেম কাহিনী মন্তব্য/প্রতিমন্তব্য দেখে মাঝে মধ্যে বিরক্ত হই না তা নয়। তবে একটা গভীর শ্রদ্ধাবোধও যে জাগে না সেটাও নয় কিন্তু। আপনাদের দুজনেরই লেখাগুলো অনেক ভাল।
তাই, আপনাদের আমি রিকুয়েস্ট করবো, আপনারা এইসব ফেসবুকে পার্সোনাল চ্যাট/ওয়ালে করতে পারেন। তবে ভাল রোমান্টিক কবিতাগুলো সামুতে অবশ্যই আমরা চাই।
ভাল থাকবেন। (আর নিশ্চিত করছি, আমি আপনাদের নিয়ে কোথাও কোন কমেন্ট না করতে চেষ্টা করব। আর যেহেতু বিরক্তই হোন তা-ই আর কোন পোস্টেও আমি আসবো না। ধন্যবাদ।)
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫
বনমহুয়া বলেছেন: নিমগ্ন বলেছেন: প্রতিটি মানুষের নিজস্ব চিন্তা ও ভাবনা করার স্বাধীন সার্বভৌম জায়গা থাকে। সেখানে হাত দেয়ার ক্ষমতা আর কারোর থাকে না। আপনি নিজে যদি কোনভাবে আমার অন্যায় আচরণের শিকার হন তবে সেটা দেখিয়ে দিতে পারতেন। কিন্তু বিভ্রান্তিতে পড়ে অন্যকে নেগেটিভ ভাবে চিন্তা করলে নিজের অনুভূতিগুলোও একসময় নেগেটিভ হিসেবে ফেরত পাবেন। মনে রাখবেন।
আবার আসছেন এইখানে ঝামেলা করতে? আপনার অন্যায় আচরণের ধার আমি ধারি না কাজেই আপনি কি করেছেন না করেছেন নিজের মনের ডার্কসাইড নিয়ে নিজেই কনফেস করুন আমার এই সবে কান দেখার বা চোখ দেবার সময় নেই বরং কেউ যখন গায়ে পড়ে অন্যের পিছে কথা বলে তাকে নিয়ে এখানে সেখানে লিখে , চেষ্টা করে হাস্যকরভাবে সব সময় মনোযোগ আকর্ষন করতে তখন তার হাস্যকর আচরণে করুণা করা ছাড়া আর কিছুই করার থাকেনা। আপনাকেও তাই করুনাই করি।
ব্লগে সবাই উঠতি বয়সের রোমান্টিক মানুষ যে সেটা কিন্তু একদমই নয়। ব্লগে একেবারে ১২-৯২ বছরেরও মানুষ থাকাটা অস্বাভাবিক নয়। স্বীকার করছি আপনাদের লুতুপুতি প্রেম কাহিনী মন্তব্য/প্রতিমন্তব্য দেখে মাঝে মধ্যে বিরক্ত হই না তা নয়। তবে একটা গভীর শ্রদ্ধাবোধও যে জাগে না সেটাও নয় কিন্তু। আপনাদের দুজনেরই লেখাগুলো অনেক ভাল।
ব্লগে যে যেমন (১২ টু ৯২ )সে তাই পড়বে আপনার মত এত মহা পন্ডিৎ কেউ এখানে নেই যে অন্যের লেখা দেখে বা কমেন্ট রিপলাই দেখে হিংসায় জ্বলে পুড়ে মরবে । বিরক্তির মাঝে শ্রদ্ধা বোধ এই মহান বাণী আবিষ্কারের জন্য আপনাকে নোবেল দেওয়া হোক ( আবার লুতুপুতুও না বলে থাকতে পারেন না)। আমাদের লেখা ভালো না খারাপ সে নিয়ে আপনার মত আমাদের এত চিন্তা নেই। আপনার কর্ম কীর্তি দেখে মনে হয় আমাদের চাইতে আমাদের লেখা নিয়ে আপনার মাথাব্যাথাই বরং বেশি।
তাই, আপনাদের আমি রিকুয়েস্ট করবো, আপনারা এইসব ফেসবুকে পার্সোনাল চ্যাট/ওয়ালে করতে পারেন। তবে ভাল রোমান্টিক কবিতাগুলো সামুতে অবশ্যই আমরা চাই।
ভাল থাকবেন। (আর নিশ্চিত করছি, আমি আপনাদের নিয়ে কোথাও কোন কমেন্ট না করতে চেষ্টা করব। আর যেহেতু বিরক্তই হোন তা-ই আর কোন পোস্টেও আমি আসবো না। ধন্যবাদ।)
আবারও বলছি আপনার রিকুয়েস্টের ধার আমি ধারিনা। আমাদের চ্যাট এখানে আপনে কই দেখলেন? আমাদের এসব যদি চ্যাটই হয় আপনার চ্যাট নিয়ে কি বলবো? আমরা যে কবিতায় মন্তব্য প্রতিমন্তব্য করি তার যে ভ্যালু আছে তা এক বিন্দুও আপনার করা কোনো মন্তব্যে আজ পর্যন্ত দেখিনি। বরং ফাউল টক আপনে বেশি করেন নিজের ও অন্যের মন্তবে ও উত্তরে। আপনার ভাব দেখে মনে হয় এইখানে জোকারি করতে আসছেন। আমাদের লুতুপুতু প্রেম দেখে কোনো জোকারের তা সহ্য হবেনা সেটা জানা বা বোঝাও বেশি কঠিন না।
আর আপনাকে পোস্টে দাওয়াৎ দিয়ে আমি আনিনি। আপনার শুভবুদ্ধির উদীয়মান ভাব দেখে আমি মুগ্ধ। যদিও জানা আছে এই শুভবুদ্ধির মেকি রুপ।
৩৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
একটি বালুকণা বলেছেন: ::ভালো লাগল
২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ বালুকণাভাই।
৪০| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২
নিমগ্ন বলেছেন: দেখুন আমি আপনার সাথে মোটেও খারাপ ব্যবহার করছি না। আপনি অযথা নিজের মানসিক স্থিতিশীলতা নষ্ট করে নিজেকে সাইকো প্রমাণ করছেন।
আমি অনেক আগেই সাজেস্ট করেছিলাম, যাতে কোন ভাল সাইকিয়াট্রিস্টের কাছে যান। কিন্তু আমার কথা বিঃশ্বাস করছেন না, এইতো?
কিন্তু যখন আপনার রোগটি আরো বেশি পরিমাণে বেড়ে যাবে তখন কিন্তু আপনি আপনার পরিবার, ভালবাসার মানুষ পার্থ, সমাজ, ব্লগ সবই হারাবেন। হয়তোবা বেঁচে থাকবেন, কিন্তু তা হবে ভ্রমে নিমজ্জিত পাগলের বেঁচে থাকা।
জানেন তো, পাগল বেঁচে থাকুক মানুষের কাছে, বাস্তব জীবনে তার কোনই মুল্য নেই। সাইকোদের এইরকম ভুলভাবে বিশ্লেষণী ক্ষমতা অসাধারণ থাকে। আর এটাই আমি পেলাম আপনার কাছে।
ব্লগে কেউ কাউকে দাওয়াত দিয়ে আনে না। এটা ব্লগের স্বভাব বিরুদ্ধ কাজ। আপনি ব্লগিংয়ের জগতে বেশিদিন হয় নি সেকারণে অথবা আমার ওপর নেগেটিভ কনসেপশনের কারণে আপনি ভুল এ কথাটি লিখলেন।
আমি মোটেও আপনার অকল্যাণ কামনা করি না। যারা অহেতুক হিংসায় জ্বলে তাদের মানসিক দৈন্যতা আমার নিকট খুবই করুণ মনে হয়। বিরক্তিকে আপনি হিংসা বলে অভিহিত করছেন। কিন্তু আমি একা নই, আরো অনেক ব্লগারই আপনাদের এই লুতুপুতু আলাপনে বিরক্তিবোধ করেন। এটা যাচাই করার মতো খোলা মন ও মষ্তিষ্ক আপনার নেই তাই তা করতে বলছি না।
আপনাকে হিংসা কিভাবে করতে পারি আমি? আপনি কি রিয়েল লাইফে আমার পরিচিত কেউ? আপন কেউ?
উত্তর অবশ্যই না। আপনাকে হিংসা করার মতো সময়/মানসিকতা কোনটাই আমার নেই। আপনি বিরক্তিবোধকে হিংসা শব্দ দিয়ে তালগোল পাকাচ্ছেন।
সর্বোপরি বলবো অন্তঃচক্ষু প্রসারিত করুন। আর দয়া করে ক্ষেপবেন না। অযথা আমার ওপর ট্যাগিং লাগালে, অন্য কোথাও খোচাখুচি করলে খবর খারাপ হয়ে যাবে।
৪১| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
নিমগ্ন বলেছেন: আবারও বলছি আপনার রিকুয়েস্টের ধার আমি ধারিনা। আমাদের চ্যাট এখানে আপনে কই দেখলেন? আমাদের এসব যদি চ্যাটই হয় আপনার চ্যাট নিয়ে কি বলবো?
দেখুন, আপনি আমার রিকুয়েস্টের ধার ধারেন না, এর মানে এই নয় যে এটা আপনার মষ্তিষ্কে কোন প্রভাব ফেলে না। স্পষ্টতই দেখা যাচ্ছে আপনি তীব্র অসন্তুষ্ট ও অনিয়মিত তরংগ উৎপাদন করে চলেছেন। সে কারণে সমালোচনাটাও ঠিকমত করছেন না।
যেহেতু আমার রিকুয়েস্ট/কথাগুলো তীরের মতো আপনাকে বিদ্ধ করে তার মানে বড় রকমের একটা ভ্যালু আপনি নিজের অজান্তেই দিয়ে দিচ্ছেন।
এর আরেকটি প্রমাণ হতে পারে অপু ভাইয়ের পোস্ট। ঐখানে আপনি অযথাই ক্ষেপে গিয়েছিলেন যা হাস্যকর ও রসউদ্দীপক ছিল। ক্ষেপে যাওয়ার কারণ হলো আমার মন্তব্য আপনার নিকট নেগেটিভ ভ্যালু তৈরি করেছে এবং ঐটার মানও অনেক বেশি। আপনি নিজেকে স্থির রাখতে না পেরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে বাধ্য হয়েছেন।
এছাড়া আপনি আমার একটি কবিতায় "থুহ" বলেছিলেন এবং এটার মানে আমি ভালভাবেই জানি। নেগেটিভ ভ্যালু যে কত বেশি পরিমাণে আপনার নিউরন সেল দখল করে রেখেছে সেটা আপনি নিজেও জানেন না।
এছাড়া আমার মন্তব্যের পরে আপনি আমাকে ইন্ডিকেট করে নানান কথা বার্তা বলেছিলেন, যেমন কথাকথি'র একটি কবিতায়। এইভাবে আরো নজির আছে আপনি প্রতিক্রিয়া জানান দেন, আমার কথায়।
সো, প্রমানিত যে আপনার কিছু যায় আসে। আমার মন্তব্যে।
আপনার মনের চোখ অন্ধ হয়ে গেছে। তাই চ্যাট ও ব্লগীয় মিথস্ক্রিয়ার পার্থক্য করতে পারছেন না।
আমরা যে কবিতায় মন্তব্য প্রতিমন্তব্য করি তার যে ভ্যালু আছে তা এক বিন্দুও আপনার করা কোনো মন্তব্যে আজ পর্যন্ত দেখিনি। বরং ফাউল টক আপনে বেশি করেন নিজের ও অন্যের মন্তবে ও উত্তরে।
আপনাদের লুতুপুতু কমেন্টস গুলো'র ভ্যালু ব্লগের ক্ষেত্রে ঋণাত্বক মান বহন করে। এটা আপনারা অসীম সংখ্যক পজিটিভ ভ্যালু দিলেও কোন লাভ হবে না। ব্লগের আর দশটা কবিতার মন্তব্যের সাথে আপনাদের মন্তব্যের অনেক অনেক অমিল। ব্লগীয় আচরণে মোটেই এগুলো স্বাভাবিক আচরণ না।
ফাউল কি আলাপ হয় আমার ব্লগে দেখান। আমি তো এইরকম কিছু থাকলে অবশ্যই নিজেরটাই আগে দেখে আসতাম।
আপনার ভাব দেখে মনে হয় এইখানে জোকারি করতে আসছেন। আমাদের লুতুপুতু প্রেম দেখে কোনো জোকারের তা সহ্য হবেনা সেটা জানা বা বোঝাও বেশি কঠিন না।
পৃথিবীর কঠিনতম কাজের একটি হচ্ছে মানুষকে হাসানোর ক্ষমতা। আমি যে এই কাজটি পারি তার একটা সার্টিফিকেশন পেলাম।
এজন্য অনেক সুখানুভূতি হচ্ছে।
এখন, ব্লগে আমি জোকারি না জ্ঞান অর্জন করতে আসছি সেটা আপনি জানার সম্ভাবনা নাই। কারণ আপনি আমার সাথে সম্পর্কযুক্ত কেউ নন। আপনি দূরের মানুষ(এবং অবশ্যই অস্বাভাবিক মষ্তিষ্কের মানুষ)।
আপনি মহা লুতুপুতু প্রেম চালিয়ে যান, ফেসবুকে/অন্য কোনও ব্যক্তিগত যোগাযোগের জায়গায়। আমার টিকিটিও ঐখানে পাবেন না।
মনে রাখবেন, ব্লগ একটি সামাজিক জায়গা। এখানে শিষ্টতা মেনে চলা জরুরী।
২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪
বনমহুয়া বলেছেন: হায় ইশ্বর! মুর্খের সাথে যেমনি তর্ক চলে না তেমনি কালক্ষেপন চলে না বিকৃত মস্তিস্ক আর মানষিকতার মানুষের সাথে।
৪২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
পার্থিব পার্থ বলেছেন: নিমগ্ন,
তোমার কাজকারবার দেখে এটা খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে তোমার বয়স অনেক কম। প্রথমত তুমি অনেককিছু ভুল ভাবে ব্যাখ্যা করেছ। আমাদের ব্লগিং কোন ভাবেই সামুর নীতিমালা ভঙ্গ করেনা। তাছাড়া লেখা এমন একটা ব্যাপার সেটা সবার ভালো লাগবে এমন কোন ব্যাপার নাই। তাই যার ভালো লাগবে সে পড়বে যার লাগবেনা সে পড়বে না। তুমি আমাদের মন্তব্যগুলো বিরক্তিকর। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মন্তব্যগুলো তোমাকে কষ্ট করে কেন পড়তে হলো। আমারা কিন্তু কেউ তোমাকে বলিনি সেসব পড়ার জন্য। তুমি পড়েছ জেনে বোঝা যাচ্ছে এই ব্যাপারে তোমার একটা আগ্রহ আছে। তোমার চিন্তা ভাবনায় অনেকটা মৌলবাদী প্রভাবও আছে। মৌলবাদীরাও ঠিক এভাবেই নারীদের একটা গণ্ডীর মধ্যে আটকে ফেলত। এখন আমার সন্দেহ হচ্ছে তুমি ছাত্র শিবিরের সাথেও জড়িত থাকতে পার। কারন নারীদের সাহিত্য চর্চার ব্যাপার আসলেই তাদের মুখোশ উন্মোচিত হয়ে যায়।
যাইহোক, তোমার ভালো লাগলে আসবে, নাহয় আসবেনা। তবে যুক্তির নামে ধর্মান্ধতা কপচাইতে চাইলে অন্য কোথাও যাও! আর ভাবনার পরিসরটাকে আরো বাড়াও! তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। তবে আমি আশা করি তোমার যেন ব্লগের বাইরে আমায় না চিনতে হয়! যাইহোক মহুয়ার সাথে অভদ্র ব্যবহার করবে না। তর্ক করতে ইছা করলে আমাকে বল!
৪৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
নিমগ্ন বলেছেন: @পার্থ
আমার যা-ই বয়স হয়, তোর সাথে দেখা করার ইচ্ছে আছে। প্লিজ বল তোর এড্রেস। আমি আসতে চাই দেখা হবে।
৪৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
নিমগ্ন বলেছেন: আর রাজাকারদের সাথে ফাইট করায় ভার্সিটিতে আমার বুকে এখনো দায়ের কোপ আছে। ওদের কথা শুনে অতীত কয়েকটা রগকাটা শুয়োরদের কথা মনে হলো।
আমি ব্লগে কখনোই সাহিত্য চর্চার বিরোধীতা করি নাই। কথা ঘুরানোর জন্য অযৌক্তিকভাবে তুই এই কথা বলছিস।
২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
বনমহুয়া বলেছেন: আপনার মত মৌলবাদী মানষিকতার মানুষদের কাছে সাহিত্যের চাইতে নারী অগ্রগতীর প্রতিবন্ধকতা অধিক জরুরী বিষয়।
আপনার পোস্টে হিউমরের নামে ব্লগে বয়স্ক একজন নারীকে নিয়েও বাজে কথা বলতে দেখেছি। আপনার মত মৌলবাদী মানুষদের কাছে ব্লগে কোনো রকম বয়সী নারীরাই নিরাপদ নয়। আপনার বাড়ির নারীদের বাড়িতে আটকে রাখুন। হাড়ি পাতিল ঠেলা আর আপনার পদসেবা ছাড়া জনমনিষ্যির মুখ দেখা হতে তাদেরকে বিরত রাখুন। পড়ালেখা দূরের কথা। ব্লগ লেখা সেতো আরও বহুৎ দূর।
আমার পোস্টে আপনার মত হীনমানষিকতার ছোটমনের মানুষের কোনো রকম কমেন্ট দেখতে চাইনা।
৪৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
পার্থিব পার্থ বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
নিমগ্ন বলেছেন: আর রাজাকারদের সাথে ফাইট করায় ভার্সিটিতে আমার বুকে এখনো দায়ের কোপ আছে। ওদের কথা শুনে অতীত কয়েকটা রগকাটা শুয়োরদের কথা মনে হলো।
ইতা কিতা বা?
আনসারুল্লাহ পাঠাইসে নাকি নারীদের ব্লগিং বন্ধ করতে?
একজন তো কিশোর কন্ঠে লেখে তুমিও লেখো নাকি ?
৪৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১
নিমগ্ন বলেছেন: এড্রেস!!!!!
৪৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯
পার্থিব পার্থ বলেছেন: আনসারুল্লাহ কি এড্রেস জানার জন্য তোমারে পাঠাইসে?
এখনও সময় আছে ও পথ থেকে সরে আসো।
৪৮| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
নিমগ্ন বলেছেন: কথা না ঘুরিয়ে বল তোর সাথে কই দেখা করা যাবে। আমি তোর পদধুলি গ্রহণ করবো। আর আমার ফিলসোফি নিয়া জানতে হলে আমার প্রথম পোস্ট ঘুরে দেখ। বুঝছিস।
৪৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭
নিমগ্ন বলেছেন: নিশ্চিত হওয়া গেল, কিশোর কন্ঠ এটা শিবিরের পত্রিকা। বুঝা গেল। ওদের সাথে তোর আঁতাত আছে। তা নাহলে ওদের পত্রিকার সাথে তোর এত সুপরিচিতি আসলো কোত্থেকে? আবার লেখিসও? বাহঃ
আমি উত্তরের জন্য অপেক্ষা করছি।
৫০| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৮
নিমগ্ন বলেছেন: আচ্ছা ঠিক আছে, ছাগুর বাচ্চা আমার বাসার ঠিকানা দিচ্ছি বল কখন আসবি।
শহীদ সরণী থেকে ক্যান্টনমেন্ট বাজার রোডে একটা সিএনজি পাম্প আছে। ঐখানেই আমি থাকি। আসবি?
২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩
বনমহুয়া বলেছেন: আপনার চৌদ্দ গুষ্ঠির ইতিহাস আমাদের জানা আছে। আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার আশেপাশের দু একজন মানুষের নাম বললে আপনের আত্মা এখুনি ভবলীলা সাঙ্গ করে উর্ধমুখে উড়াল দেবারও সম্ভাবনা আছে। কাজেই দূরে থাকুন অকারণ নারীদের পিছে লাগতে আসবেন না ।
৫১| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮
নিমগ্ন বলেছেন: হুঃ হাঃ হাঃ হাঃ
পার্থিব পার্থ বলেছেন: মহুয়া কোলে মাথা রাখলে ঘুম দৌড়ে পালাবে। তখন মনে হবে ভীষণ ভাবে বেঁচে থাকার কথা!
তুমি যতটা কাছে
ততটাই বেঁচে থাকার স্বাদ!
তুমি দূরে হারালেই
ঘুমের অবসাদ!
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০ ০
লেখক বলেছেন: ঘুমাও তুমি প্রিয়
ঐ জোনাক জ্বলা রাতে
নিস্তব্ধ ধরিত্রীতে
সুর বাঁজুক তাহার সাাথে।
তোমার তপ্ত ললাট জুড়ে
শীতল সকল বহ্নিশিখা
তোমার সুপ্ত অবয়বে
তার
পরশ থাকুক লেখা।
পার্থিব পার্থ বলেছেন: যদি ঘুম ভেঙ্গে দেখি তুমি নাই
জেগে থেকে কি হবে আমার!
জানি একদিন ঘুম ভেঙ্গে খুব
তৃষ্ণায় তোমাকেই খুঁজব আমি।
তারপর তারপর মনে হবে
কেন ছিল এই ঘুমপাড়ানি গান!
ঘুমাতে ভয় লাগে মহুয়া। যদি চোখ মেলে দেখি তুমি নাই!
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২ ০
লেখক বলেছেন: ঘুম ও জাগরণে
পৃথিবীর আদি ও অন্তে
যেখানেই হাত বাড়াবে তুমি
পাবে আমাকেই।
পৃথিবী শেষের পরেও
অজানার দেশে
থাকবো তোমার পাশে।
পার্থিব পার্থ বলেছেন: তোমাকে দেখলেই সব ভুলে যাই আমি!
তোমার চোখে আমি বিশ্ব দেখি!
তোমার ঠোঁটে শব্দের মূর্ছনা
আমায় ভুলিয়ে দেয় অসুন্দরের কারুকার্য।
তোমাকে দেখলেই মনে হয় বেঁচে থাকি!
খুব তীব্রতায়! খুব করে বেঁচে থাকায়!
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০ ০
লেখক বলেছেন: তোমার চোখে আমি দেখেছি অসীম
আকাশ এবং সাগরের বিশালতা...
তোমার হাতের মুঠোয় বন্দী আকুলতা
শব্দের ঝংকার নীরব মূর্ছনায় গায় হৃদয় সঙ্গীত।
এইসব লুতুপুতু নিয়া কথা বললেই নারি!! মৌলবাদী। শিবির? (খিক খিক)
নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!! নারি!!
আর কোন স্কোপ পাওয়া যায়নি?
ওহহো পাওয়া গেছে অবশ্য, মৌলবাদীতা।
আপনাদের দুইজনকে নো-বেল দেওয়া দরকার দেখতেছি। অন্তত এই নয়া আবিস্কারের জন্য কৎবেল পুরুস্কার আপনাদের প্রাপ্যই। আবিস্কার হইলো গিয়া-
লুতুপুতু কাজকর্মের সাথে বিরোধিতাই মৌলবাদ!!!!!!!!!
আহাঃ মৌলবাদী/নারি বিরোধীতার নির্দিষ্ট ডেফিনেশন আমি জানিতাম। জানিতাম আমি। রিপ!! বিশ্বের বড় বড় গবেষকগণ মৌলবাদ, প্রগতি এইগুলার যে-ই যে-ই সংজ্ঞায়ন করেছেন তা সবই ভুল।
আপ্নাদের দেয়া ডেফিনেশনই সঠিক(আপ্নাদের নিকটে)। এক কাম করেন। এই ডিফিনিশিন নিয়া আপ্নাদের্পুন্দের ভির্ত্তে ঢুকান।
ব্লগে ইচ্ছেমত লুতুপুতু করাতে কেউ বাধা দিলে তারে মৌলবাদী, শিবির, নারি সাহিত্যের অন্তরায় বলিয়া ট্যাগবাজি করিতে হইপেক।
(এখনো সময় আছে। দুইটারেই কইতাছি। ভালা হইয়া যাও। ভালা হইতে পয়সা লাগে না। আর আমার সাথে দেখা করতে চাইলে বলো। আমি আসবো। অথবা আমার বাসায় আইডা পড়ো। বুঝছো খোকাসোনারা!!!
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮
বনমহুয়া বলেছেন: আপনাদের দুইজনকে নো-বেল দেওয়া দরকার দেখতেছি। অন্তত এই নয়া আবিস্কারের জন্য কৎবেল পুরুস্কার আপনাদের প্রাপ্যই। আবিস্কার হইলো গিয়া-
লুতুপুতু কাজকর্মের সাথে বিরোধিতাই মৌলবাদ!!!!!!!!!
নো বেল দেওয়া দরকার ভাবছেন অথচ কৎবেল নিয়ে পিছে পিছে দৌড়ানো রুখতে নিজেকে সামলাতেও পারছেন না। আর এটাই মৌলবাদী মানষিকতা। প্রগতীশীল উন্নয়নে নারী পুরুষের একই সাথে এগিয়ে যাওয়া বা নারীকে বাড়ির বাইরে বা কাব্য সাহিত্য চর্চা হতে শুরু করে যে কোনো রকম ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টিই আপনার মত মৌলবাদীদের প্রধান উদ্দেশ্য এবং একমাত্র কাজ।
বসে বসে আমাদের কবিতা এবং কমেন্টিয় কবিতাবলীও এত মনোযোগ দিয়ে পাঠ করা মনোযোগী পাঠক হয়তো আর আপনার মত আর কাউকে পাবোনা তবে দুঃখ একটাই থাকবে আপনি এসবের যোগ্য নন বরং হীন মানষিকতার একজন জঘন্য মৌলবাদী। হিংসা এবং ঘৃন্য মানষিকতায় বসে বসে খুঁটিয়ে কবিতাগুলি পড়েছেন যা আবার একে একে কষ্ট করেও কপি করে এনেছেন। মৌলবাদীদের সময় এত অফুরন্ত আগে জানা ছিলো না।
আহাঃ মৌলবাদী/নারি বিরোধীতার নির্দিষ্ট ডেফিনেশন আমি জানিতাম। জানিতাম আমি। রিপ!! বিশ্বের বড় বড় গবেষকগণ মৌলবাদ, প্রগতি এইগুলার যে-ই যে-ই সংজ্ঞায়ন করেছেন তা সবই ভুল।
আপ্নাদের দেয়া ডেফিনেশনই সঠিক(আপ্নাদের নিকটে)। এক কাম করেন। এই ডিফিনিশিন নিয়া আপ্নাদের্পুন্দের ভির্ত্তে ঢুকান।
আপনি কি জানেন কি জানেন না জানার আগ্রহ আমাদের নেই তবে এই প্যারার লাস্ট লাইনে আপনার বক্তব্য ও মনোভাব স্পষ্ট রূপে বুঝা যায় কোন কাজটা আসলেও আপনি ভালো জানেন এবং অনেক মাদ্রাসার হুজুরদের নামেও এই অপবাদ শোনা যায় তা আপনার কথাতেও প্রমান পাওয়া গেলো। সত্যি হাস্যকর।এই টাইপ মানুষের নাকি আজকাল ব্লগ এবং অনলাইন একটিভিটিগুলি ভরে গেছে।
ব্লগে ইচ্ছেমত লুতুপুতু করাতে কেউ বাধা দিলে তারে মৌলবাদী, শিবির, নারি সাহিত্যের অন্তরায় বলিয়া ট্যাগবাজি করিতে হইপেক।
আপনারে ট্যাগবাজী করা হয় নাই আপনি নিজেরেই নিজে ট্যাগাকৃত কইরা ফালাইছেন। কথিত আছে ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।
৫২| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
পার্থিব পার্থ বলেছেন: নিমগ্ন,
আমি জানতাম তুমি এভাবেই তোমার মধ্যে চাপা থাকা মৌলবাদী চেতনাকে প্রকাশ করবে। তোমাকে আমারা ইছা করলেই ব্লক করে রাখতে পারতাম। কিন্তু রাখিনি। কারন জানি তাতে তোমার আসল চেহারাটা প্রকাশিত হবেনা। আমাদের ধারনাই ঠিক হয়েছে। তুমি তোমার ভেতরের কুৎসিত রূপটি দেখিয়ে গেলে। তুমি নিজেই প্রমান করলে তুমি যেমন একজন ধর্মান্ধ মানুষের মত চিন্তা কর তেমনি সুযোগ পেলে নারীদের যৌন হয়রানী করতেও পিছপা হওনা। এভাবেই এ দেশের মৌলবাদীরা বারবার নারীদের কাব্যচর্চার উপর আঘাত হেনেছে। তুমিত আজ মন্তব্যে দেখিয়ে দিলে যে কিছু প্রেমের কবিতা তোমার গাত্রদাহের কারন। কারন তুমি নারী স্বাধীনতায় বিশ্বাস করনা। তবে তুমি নিশ্চয়ই এটাও জান এভাবে আক্রমন করে কখনো কাউকে দমিয়ে রাখা যায়না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি এখন যৌন হয়রানীও শুরু করেছ। একজন নারী ব্লগারকে অশালীন ভাষায় গালি দিয়েছ। তুমি কিন্তু জান না আমি কিংবা মহুয়া কে? মহুয়া তোমার এই মন্তব্যটি নিয়ে যদি ব্লগের বাইরে যেতে চায় তাহলেই কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। এ দেশের কিছু আইন অনেক শক্ত ভাবেই বহাল আছে। আর মহুয়া চাইলেত......যাইহোক আমরা ব্লগে একটা আনন্দময় সময় কাটাতে এসেছি। তোমার মত ধর্মান্ধ আবার নারী হয়রানীকারির কথায় আমাদের কিছু যায় আসবে না।
তোমাকে আনব্লক করেই রাখলাম আমরা। আমরা জানি তুমি আবার আসবে তোমার নোংরা মানসিকতা দেখাতে। এবং তুমি যতবার আসবে ততবার আমাদের কথার সত্যতাই প্রমান করবে। কারন এছাড়া তোমার অন্য কোন উপায় নেই। তুমি নিজেই তোমার নোংরা বিশ্বাস এবং মানসিকতার কাছে নতজানু। আমাদের কিছুই করতে হবেনা। তুমি নিজেই নিজের নোংরা রুপ উন্মোচন করতে থাকবে।
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৪
বনমহুয়া বলেছেন: পার্থ
তোমার কথার সত্যতা প্রমান করে ঘৃন্য মৌলবাদীটা আবার আসছে। তুমি ঠিকই বলেছিলে এরা সমাজের নোংরা কীট। তাদের ভেতরের লুক্কায়িত কিলবিলে শাখা লুকিয়ে রাখার কোনো উপায় জানা নেই তাদের আর তাই পঁচা নর্দমার ফাক ফোকর দিয়ে বের হয়ে আসে তাদের পুঁতি গন্ধময় নোংরা দন্ত নখর।
নাহ ব্লক করবোনা একে। দেখবো তার মনের আরও কত কুৎসিত রুপ প্রকাশিত হয়। আমাদের রিসার্চে কাজে আসবে কি বলো ?
৫৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩
নিমগ্ন বলেছেন: ০। আমি বিঃশ্বাস শব্দটির যথাযথ মিনিং জানি না।
১। আমি নারি কে নারী হিসেবে দেখি না। নারীকে মানুষ হিসেবেই দেখি।
২। কেবলমাত্র নারী বলেই প্রতিবাদ না করে পূজো করতে হবে এইরকম মানসিকতা আমার নাই।
৩। অযাচিতভাবে মৌলবাদ শব্দ, কুৎসিত রূপ, ধর্মান্ধ, যৌন হয়রানী, অশালীন ভাষা এই সব শব্দ ব্যবহার করে শেয়ালীপনাই কেবল দেখিয়েছেন আপনি। আপনার কথা ঘুরানী দেয়ার বুদ্ধিটা সত্যিই প্রসংশনীয়।
৪। মৌলবাদ শব্দটিকে যেভাবে অপপ্রয়োগ করেছেন সেজন্য আপনার চাতুর্যে ও ভাষা চয়নের বুদ্ধিমত্তা সত্যিই শঠতাপূর্ণ। সাধারণ ব্লগারদের সাথে এটা পুরাই প্রতারণা বৈ কিছু নয়।
৫। এতই সুশীল যদি হয়ে থাকেন তবে এইসব লুতুপুতু কমেন্ট করা বন্ধ করেন। আর যাই হোক পোস্ট লেখার সময় আপনাদের ভাব ভংগিমা আমারও বেশ ভাল লাগে। সেঁটে থাকতে ইচ্ছে করে লেখার সাথে। কিন্তু কমেন্টগুলো পড়তে গেলেই মেজাজ বিগড়ে যায়। আর সেটাই আমি প্রকাশ করলে সেটা হয়ে যায় মৌলবাদ, নারী সাহিত্য চর্চার বিরোধীতা, ধর্মান্ধতা, শিবির।
৬। আমার ট্রলিং ও জোকিং গুলো আপনার কাছে নোংড়া লাগে কারণ হলো আপনার মষ্তিষ্কে আমার ব্যাপারে সুক্ষভাবে নেগেটিভ ধারণা বাসা বেঁধে আছে। এই ব্লগে কত নোংড়া কথা আছে যেগুলো দেখলে আমি নিজেই বাকরুদ্ধ হয়ে যাই।
অথচ আমার ফানপুস্টে সব নিয়মিত ব্লগার মন্তব্য করেছে এবং কেউ-ই কিছু খারাপ বলে নাই।
৭। আমি আসব। আসব না কেন? ব্লগে মুক্তভাবে মত প্রকাশ না করলে অবশ্যই সেটা ব্লগিং না। সমালোচনা যে সহ্য করতে পারে না সে তো অসভ্য, বর্বর। আবার চ্যালেঞ্জ নিতে যে জানে না সে হলো কাপুরুষ, ভীতু।
৮। ব্লগে আমি আসি একটু সুস্থ বিনোদনের আশায়। কিন্তু তা আর পাচ্ছি কই। দেব জ্যৌতি(ছাগলা), আর আপনাদের লুতুপুতু তে আমি যথেষ্ট বিরক্ত হই।
আচ্ছা পার্থ সাহেপ!!
আপনে কি নারী?
তুমিত আজ মন্তব্যে দেখিয়ে দিলে যে কিছু প্রেমের কবিতা তোমার গাত্রদাহের কারন। কারন তুমি নারী স্বাধীনতায় বিশ্বাস করনা। তবে তুমি নিশ্চয়ই এটাও জান এভাবে আক্রমন করে কখনো কাউকে দমিয়ে রাখা যায়না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি এখন যৌন হয়রানীও শুরু করেছ। একজন নারী ব্লগারকে অশালীন ভাষায় গালি দিয়েছ।
এই কথাগুলো তো আমি সন্দিহান যে আপ্নারা আবা লেসবিয়ান কাপল কি-না। তাই বলে আবার বলে বসবেন না লেসবিয়ান হলে আমি ছোট মানসিকতায় দেখছি। মোটেই না। এটা হতেই পারেন আপ্নারা।
আর নারী পুরুষ উভয়কেই আমি মানুষ হিসেবে দেখি। পুরুষ মানুষদের সাথে যেরকম বিহেভ করা যায়, নারীদেরও সেইরকম বিহেভ করা যাবে। এটা একান্তই আমার মত।
আজ নারীরা কি করছে না? বিমানে পাইলট থেকে শুরু করে আর্মড ফোর্সে আমার চোখের সামনে তারা করছে এবং ভালভাবেই কাজগুলো করছে। অামি মনে করি, অতীতে নারিদের পিছিয়ে দেয়া হয়েছিল তাই নারী জাতির আউটপুট আমরা পাই নি।
আমি মনে করি, নারীদের ঘরের মধ্যে বন্দী রেখে, ডিমের কুসুমের মতো তাদেরকে সীমাবদ্ধ করে না রেখে সমান তালে পুরুষদের মতো চলতে দেয়া উচিত।
সেক্ষেত্রে অবশ্যই পুরুষদের মতো রুঢ় ও কোমল উভয় ব্যবহারে তাঁদের অভ্যস্ত থাকতে হবে। নারী বিষয়ক চিন্তা ধারণা পাল্টানোর সময় এসেছে। নারী কে নারী না ভেবে মানুষ হিসেবে ভাবুন। পুরুষকে পুরুষ না ভেবে মানুষ হিসেবেই ভাবুন।
শুভ রাত।
২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০২
বনমহুয়া বলেছেন: ৮। ব্লগে আমি আসি একটু সুস্থ বিনোদনের আশায়। কিন্তু তা আর পাচ্ছি কই। দেব জ্যৌতি(ছাগলা), আর আপনাদের লুতুপুতু তে আমি যথেষ্ট বিরক্ত হই।
আপনার মত এত অফুরন্ত সময় আমার নেই তাই উঠতে হচ্ছে তবে শেষে একটা কথাই বলে যাই, এই দেবজ্যোতির পিছে অকারণ বিদ্বেষের কারণও আপনার মৌলবাদী মানষিকতার সুস্পষ্ট সিম্পটম। কারণ দেবজ্যোতি নামটা ভিন্ন ধর্ম ইন্ডিকেট করে যারা আপনার চোখে আপনাদের শত্রু।
৫৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কুল মহুয়া কুল ! কিছু মন্তব্যের রিপ্লাইয়ে শুধু ধন্যবাদ বলাই এনাফ ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ বলবো?
কি বলেন গিয়াসভাই ?
মৌলবাদের গন্ধ পাই ধন্যবাদ বলি কেমনে?
৫৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললাগল
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
বনমহুয়া বলেছেন: ধন্যবাদ দেবজ্যোতি।
৫৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১
ইমরাজ কবির মুন বলেছেন:
baah! monomugdhokor.
besh vaLLagLo pore
২৭ শে জুলাই, ২০২০ রাত ৩:১১
বনমহুয়া বলেছেন: থ্যাংক ইউ...
৫৭| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৩:৪১
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগলো
০৯ ই আগস্ট, ২০২০ রাত ৩:০৭
বনমহুয়া বলেছেন: থ্যাংক ইউ.......
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।