নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি- আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–

বনমহুয়া

আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

বনমহুয়া › বিস্তারিত পোস্টঃ

তোমার আঁখির কৃষ্ণতারায়, মেঘ থম থম করে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩


তোমার আঁখির কৃষ্ণতারায়,
মেঘ থম থম করে,
আমার অতল হৃদ মাঝারে,
অঝর বাদল ঝরে।

ওষ্ঠে তোমার নিষ্ঠুর ঐ
থমকে থাকা হাসি,
মর্মতলে দংশে আমার,
বাঁজায় নিঠুর বাঁশি।


ক্রঢ় কঠিন দৃপ্ত চোয়াল
গর্জে আঘাত যত,
ভাঙ্গছে আমার হৃদয় পাড়ের,
বাঁধন শত শত।


দুঃখ ভোলো সোনার কুমার
ভোলাও বাঁশীর তানে,
আর থেকোনা নীরবতার
নীরব অভিমানে।

মন্তব্য ৬২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রামানিকভাই।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দ, আবেগ। অনুভূতির দারুণ সংমিশ্রণ । ভাল লেগেছে ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

বনমহুয়া বলেছেন: মনটা খারাপ আছে কথাকথিকেথিকথনভাই। শরীরটাও ভালো না। ছন্দ, আবেগ সবই জড়াজড়ি। ধন্যবাদ আপনাকে।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লেগেছে।।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ অগ্নিকল্লোল।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

জেন রসি বলেছেন: আপনার কবিতাগুলো চমৎকার হয়। এই কবিতাটাও অনেক ভালো লেগেছে। আমিও কয়েকদিন কবিতা লেখার চেষ্টা করেছি। কিন্তু এখন হাল ছেড়ে দিয়েছি।

শুভকামনা। :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

বনমহুয়া বলেছেন: এইগুলা কবিতা না, কথা। আমার আর পার্থর ছন্দ ছড়ায় আবেগ কথা। কেউ কবিতা ভাবলে আমার দোষ নাই। :`>

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

অখ্যাত মিঞা বলেছেন: অনুভূতির শীর্ষ পর্যায়ে ছন্দের ছোঁয়া লাগলো....

শুভ কামনা রইলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

বনমহুয়া বলেছেন: মিঞাভাই ধন্যবাদ নেন।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার ছন্দায়িত কবিতা। খুব ভালো লাগলো। ধন্যবাদ কবি ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

বনমহুয়া বলেছেন: ডাক্তারভাই ধন্যবাদ।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

কল্লোল পথিক বলেছেন: ওষ্ঠে তোমার নিষ্ঠুর ঐ
থমকে থাকা হাসি,
মর্মতলে দংশে আমার,
বাঁজায় নিঠুর বাঁশি।

বাহ!চমৎকার কবিতা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

শাহাদাত হোসেন বলেছেন: বরাবরের মতই চমৎকার কবিতা ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

বনমহুয়া বলেছেন:
ধন্যবাদ। B-)

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

পার্থিব পার্থ বলেছেন: যখন তোমার চোখের তারায়
মন মাতানো হাসি
হৃদমাঝারে গোপন সুখে
বাঁচতে ভালোবাসি!

যখন তোমার চোখের তারায়
কান্না খেলা করে
হৃদয় আমার হৃদয় মাঝে
গুমরে গুমরে মরে!

যখন তোমার চোখের তারায়
আবেশ খুঁজে পাই
ভাঙি আমি আমার কথা
যার কোন দাম নাই। :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

বনমহুয়া বলেছেন: :`>

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

চমৎকার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ দিশাহারা রাজপুত্র।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

সুমন কর বলেছেন: ছন্দময় সুন্দর কবিতা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সুমনভাই।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

তার আর পর নেই… বলেছেন: শেষটা চমৎকার লেগেছে ……

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সবাই প্রশংসা করছে,আমি না হয় একটু সমালোচনা করি।

ভাঙ্গছে আমার হৃদয় পাড়ের,
বাঁধন শত শত।

এই স্তবকে এসে উপমার ভুল প্রয়োগ ঘটেছে। বাঁধন ছেড়া যায়,ভাঙ্গা যায়না।এটি এভাবে হলে আরও সুন্দর হয়,

ছিঁড়ছে আমার হৃদয় পাড়ের,
বাঁধন শত শত।

তবে অভিমান মিশ্রিত কবিতাটি অসাধারণ ছিলো।
পড়ে ভালো লেগেছে।
সমালোচনা করেছি বলে রাগ করবেননা যেন।
নিরন্তর শুভকামনা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

বনমহুয়া বলেছেন: এই বাঁধন দড়ির বাঁধন মিন করিনি। তাই ছিড়ছে লিখিনি। হৃদয়পাড় মানে পুকুর বা নদীর যেমন পাড় থাকে তেমন কিছু। আর বাঁধন বলতে পাড় ভাঙ্গন ঠেকাতে যেই বাঁধ দেওয়া হয় সেটাই বুঝিয়েছি।
না রাগ করিনি।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

আরণ্যক রাখাল বলেছেন: আমি দেখছি, কিছু শব্দ আপনার কবিতায় বারবার আসছে, যেমন বাঁশ ইত্যাদি। আপনি নিয়মিত কবিতা লিখছেন। সুতরাং কিছু নতুন শব্দ আপনার কাছে প্রত্যাশা করাই যায়। আর কবিতাগুলো একটু আদিম ফ্লেভারের, এটা অবশ্য ভালো লাগে আমার কারণ উত্তরাধুনিক কবিতার নামে যা লেখা হচ্ছে হরহামেশাই সেগুলো অখাদ্য (পড়লে বধহজমের প্রচুর সম্ভাবনা আছে!)। একই শব্দ বারবার ব্যবহার ঠিক কেমন যেন যদিও কবিতাগুলো সুখপাঠ্য এবং গভীর মনে হয়।
কবিতাটা মোটামুটি ভালো লেগেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮

বনমহুয়া বলেছেন: বাঁশ না বাঁশী? ঠিক ধরেছেন, পার্থের বাঁশী বাজানো শুনেননি তো। শুনলে বুঝতেন কেনো বার বার বাঁশী ব্যাপারটা আসছে। সত্যি বলতে এই কারণেই ওর সাথে মজা করে শ্রীকৃষ্ণের ছবিগুলি আনি। আপনার উপদেশ মনে রাখবো। তবে বাঁশীকে বাদ দিতে পারবো কিনা কথা দিতে পারছি না।

মন খুলে মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

উল্টা দূরবীন বলেছেন: অনেক সুন্দর। আবেগ ভালোলাগা, ভালোবাসা আর ছন্দের সমসত্ব মিশ্রণ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

বনমহুয়া বলেছেন: অনেক ধন্যবাদ উল্টা দূরবীন।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

হাসান মাহবুব বলেছেন: ভালোই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ হাসানভাই।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

নেক্সাস বলেছেন: ভালো লাগলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ নেক্সাসভাই।

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

পার্থিব পার্থ বলেছেন: মহুয়া, এই দিনে তোমার সাথে আমার প্রথম কথা হয়েছিল! :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

বনমহুয়া বলেছেন: প্রথম দেখা, প্রথম কথার, প্রথম প্রহর ক্ষনে
ছুঁইয়ে গেলো ফাগুন বাতাস, তোমার আমার মনে। :`>


১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর ছন্দের মূর্ছনায় কবিতায় অনেক ভাল লাগা রইল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাহমুদুরভাই।

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

জ্যোস্নার ফুল বলেছেন: ওষ্ঠে তোমার নিষ্ঠুর ঐ
থমকে থাকা হাসি,
মর্মতলে দংশে আমার,
বাঁজায় নিঠুর বাঁশি।


চমৎকার শব্দ চয়ন, চমৎকার ছন্দ ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ নীলপরি

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বাঁশি চমৎকার একটা অনুষঙ্গ । যদিও বাজাতে পারি না; তবু বাঁশির প্রতি অামার দুর্বলতা অসীম । লেখাটা ভালো লেগেছে ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

বনমহুয়া বলেছেন: পার্থের কাছে শিখতে পারেন সাধুভাই। তার বাঁশি আমারও প্রিয়।

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: বনমহুয়া ,




ছবিটির সাথে মিলিয়ে বাঁশির সুরের মতো ছন্দে ছন্দে নেচে গেছে কবিতাটি ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ জি এসভাই।

২৪| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু, সাধু।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সাজ্জাদভাই।

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:২১

আরণ্যক রাখাল বলেছেন: বাঁশ না বাঁশি!!!!!!!!!!!!!!!!!!!!!!

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

বনমহুয়া বলেছেন: ওহ। বুঝতে পেরেছি।

২৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১৪

বিজন রয় বলেছেন: ১৮ শতকের কবিতার মতো লাগল।
++++

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২

বনমহুয়া বলেছেন: বাঁশি আর এখন কি কেউ শোনে?

২৭| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪

রুদ্র জাহেদ বলেছেন:
দুঃখ ভোলো সোনার কুমার
ভোলাও বাঁশীর তানে,
আর থেকোনা নীরবতার
নীরব অভিমানে।

সুন্দর,সাথে আপনার ছবিগুলোও বেশ ভালো লাগে।যেন পূর্বের কোন এক সৃষ্টি সুখের সময়ে ঘুরে আসলাম।অনেক ভালো থাকুন আপুনি

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

বনমহুয়া বলেছেন:



ধন্যবাদ রুদ্রভাই।

২৮| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০

বনমহুয়া বলেছেন: টাইম পাইলেই দেবো।

২৯| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন।
প্লাস।

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রাজশ্রী।

৩০| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৩:২৮

পার্থিব পার্থ বলেছেন: খুব মিস করছি তোমায়

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

বনমহুয়া বলেছেন: পার্থ। :(

৩১| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৩

পার্থিব পার্থ বলেছেন: ক্রঢ় কঠিন দৃপ্ত চোয়াল
গর্জে আঘাত যত,
ভাঙ্গছে আমার হৃদয় পাড়ের,
বাঁধন শত শত।

তোমার হৃদয় পাড়ের
ভেঙে যাওয়া বানে
ভাসি আমি ডুবি আমি
বিষাদ মাখা প্রানে!

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৮

বনমহুয়া বলেছেন: বাঁধ বেঁধে দেই হৃদয় পাড়ে
বদ্ধ করে রাখি
তোমার বিষাদ দুঃখ গুলো
আঁচল দিয়ে ঢাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.