নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি- আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–

বনমহুয়া

আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

বনমহুয়া › বিস্তারিত পোস্টঃ

দিনগুলো কাটে বিভোর ঘোরের মাঝে আর রাতগুলো কাটছে নির্ঘুম

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২


তুমি আমার এ কি সর্বনাশ করলে অনিন্দ্য!
দিনগুলো এখন আমার কাটে
বিভোর ঘোরের মাঝে...
রাতগুলো কাটছে নির্ঘুম...

বিহ্বল দৃষ্টিতে উদভ্রান্ত হরিণ শাবকী,
ছুটে চলে অবিরাম, হারায় পথ,
দিশাহীন, দিকভ্রান্ত, পথভ্রষ্ট
তীরবিদ্ধা নেশাগ্রস্থ একাকী।

আমার শরীর জুড়ে,
প্রতি রোমকুপে ফোটে শিহরিত কাঁটার ফুল,
আকন্ঠ ডুবে থাকি আমি বরফ গলা জলে....
তবু দংশিতা নাগিনীর দংশনে হই নীল, প্রতি পলে পলে।

আমার বক্ষ জুড়ে তৃষ্ণা, অক্ষিতে নাচে সহস্র ময়ুর ময়ুরী,
আমি প্রতীক্ষায় থাকি, থাকি পিপাসার্ত, উন্মুখ,
মরিচিকা সর্বনাশী নেশা আমায় হাত ছানিতে ডাকে,
আমি ঘোরগ্রস্থা সন্যাসীনির মত পা বাড়াই, অজানায়....

মন্তব্য ৮৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

পার্থিব পার্থ বলেছেন: আমিও লিখতে গিয়েছিলাম। কিন্তু ভাবলেই মনে হয় আবার ডুবে যাচ্ছি! :P

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০

বনমহুয়া বলেছেন: ডুবে যাও কিন্তু তলিয়ে যেও না পার্থ
চাঁদের আলোয় গলে যাক মোমের আলো।

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪

পার্থিব পার্থ বলেছেন: তুমি আমার এ কি সর্বনাশ করলে অনিন্দ্য!
দিনগুলো এখন আমার কাটে
বিভোর ঘোরের মাঝে...
রাতগুলো কাটছে নির্ঘুম...

নির্ঘুম রাত????

কেমনে???

কি আরাম করেইনা তুমি ঘুমাও! :P

দেখে আমারো আরাম লাগে। :)

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭

বনমহুয়া বলেছেন: এটা তো আমার ঘুমের কথা লিখিনি। তোমার গল্পের লাবন্যের কথা লিখছি। দেখো না অনিন্দ্যকে লেখা। আমার কথা হলে তো লিখতাম।

তুমি আমার এ কি শান্তি বর্ষন করলে পার্থ
দিনগুলো এখন আমার কাটে
তোমাকে ভালোবেসে আর
রাতগুলো কাটে বেঘোর ঘুমে, নিশ্চিন্তে।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪

ব্লগার সাদমান জে বলেছেন: অজনায় থাক!
জেনে বা কি লাভ হবে? অধরা এই পৃথীবিতে।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯

বনমহুয়া বলেছেন: অজানায় তো পা বাড়িয়েছি অলরেডি। আর উপায় নেই। লাভ লোকসানের কথা ভাবিনা। ধার ধারিনা ক্ষয় ক্ষতির।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯

পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: ডুবে যাও কিন্তু তলিয়ে যেও না পার্থ
চাঁদের আলোয় গলে যাক মোমের আলো।

প্রথমে ডুবি, তারপর উড়ি!
তারপর নির্বাক কিছুক্ষন
কিছু ফিসফাস, হাতের চুড়ি
তারপর নিমগ্ন দুটো মন।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

বনমহুয়া বলেছেন: উড়ুক্কু মনটারে আঁচলেতে বেঁধে নেই
ডুবন্ত হৃদয়েতে কিছু সুর সেধে নেই।
ফিসফাস কথকথা, টুংটাং রিনিঝিন
বাহুডোরে বাঁধি তোরে, ভালোবাসি রাতদিন।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০০

কল্লোল পথিক বলেছেন: সুন্দর লিখেছেন।
কবিতা+++

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ কল্লোলভাই।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: এটা তো আমার ঘুমের কথা লিখিনি। তোমার গল্পের লাবন্যের কথা লিখছি। দেখো না অনিন্দ্যকে লেখা। আমার কথা হলে তো লিখতাম।

তুমি আমার এ কি শান্তি বর্ষন করলে পার্থ
দিনগুলো এখন আমার কাটে
তোমাকে ভালোবেসে আর
রাতগুলো কাটে বেঘোর ঘুমে, নিশ্চিন্তে।


দিনগুলোয় ভালোবাসা সূর্য সম হয়ে যাক
পরশ দিয়ে যাক উষ্ণ উচ্ছ্বাসে!
রাতগুলো হোক মায়াবী আলোর উপলক্ষ
তোমার বেঁচে থাকায় আমার নিমগ্ন সুখ।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

বনমহুয়া বলেছেন: ঝলমলে আলোর নম্র সকাল
নাকি মিঠে শিশির ভেজা ভোর
কোনটা চাই তোমার বলো?

মায়াবী রাতে ক্যান্ডেল নাইট ডিনার আর
সাথে মৃদুমন্দ সুরের তালে নাচ

খুশি?

৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১০

প্রীতম বলেছেন: প্রতি রোমকুপে ফোটে শিহরিত কাঁটার ফুল...............

আপনার কবিতার ভেতরে কিছু ভাবনা রয়ে গেছে না বলা।
সেগুলো ভাবতে ভাবতেই কবিতাটা পড়ে শেষ করলাম।
ভাবতে ভালো লাগছে যে, আমি কবিতাটা বুঝতে পারছি। এর মর্মার্থ যদিও শেষ পর্যন্ত আপনি পা বাড়িয়েছেন "অজানায়"
নেশা কেটে গেলে ফিরে আশার কথা ভাবতে বসেছি আপনার যেখানে শেষ "অজানায়"।
সত্যি বলতে কি আপনার কবিতায় স্বীয় সত্বায় জীবন্ত মনে হলো। জীবনের গন্ধে গন্ধে উপভোগ করেছি পুরোটা পড়া শেষে পড়ে।
______ ধন্যবাদ। খুবই সুন্দর হয়েছে।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫

বনমহুয়া বলেছেন: ঠিকই ধরেছেন।
সব কিছু কি বলা যায়? এত মানুষেরে সন্মুখে তাই কিছু কথা রেখে দেই উহ্য।

কবিতাটা খুব সহজ। আমি কঠিন কবিতা লিখতে জানিনা। আর অজানায় মানে সুদূর অজানায়। সেটাও থাকুক উহ্য।

নেশা কেটে গেলে কি হবে জানিনা। এখনও ঘরগ্রস্থা সন্যাসিনী আছি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রীতম।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

বিডি আইডল বলেছেন: আহ্ ব্লগের সেই রাতের কবিরা....!

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭

বনমহুয়া বলেছেন: কারা সেই রাতের কবিরা আইডল ভাই?

৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

পুলহ বলেছেন: কবিতা ভালো লেগেছে, কবির জন্য শুভকামনা!
"বিহ্বল দৃষ্টিতে উদভ্রান্ত হরিণ শাবকী,
ছুটে চলে অবিরাম, হারায় পথ,
দিশাহীন, দিকভ্রান্ত, পথভ্রষ্ট
তীরবিদ্ধা নেশাগ্রস্থ একাকী। "-- পাঠক হিসেবে বেচারীর জন্য যখন মায়া লাগলো, তখনই মনে হচ্ছিলো- নিশ্চই কবি অনেকটাই সার্থক!

শুভকামনা।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

বনমহুয়া বলেছেন: কবি যতখানি সার্থক তার চাইতে ভালোবাসাটাই বেশি সার্থক পুলহভাই। এসব সেখান থেকেই এসেছে। ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: উড়ুক্কু মনটারে আঁচলেতে বেঁধে নেই
ডুবন্ত হৃদয়েতে কিছু সুর সেধে নেই।
ফিসফাস কথকথা, টুংটাং রিনিঝিন
বাহুডোরে বাঁধি তোরে, ভালোবাসি রাতদিন।

ভালোবাসা রাতদিন নেশাহীন ঘোর খুব
আমাদের আয়োজনে মাতোয়ারা হোক সব!
আমরাই সূর্য,! আগুনটা ঢালবো
দিনশেষে জ্যোৎস্নার প্লাবনটা আনবো।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫

বনমহুয়া বলেছেন: আগুনেতে পুড়ে হোক খাঁটি ভালোবাসা
বাদলের শীতলেতে জাগবে সে আশা।
জ্যোৎস্নার প্লাবনেতে ভাসবে যে চারধার।
আলোকের বন্যায় হবো খেয়া পারাপার।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬

পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: ঝলমলে আলোর নম্র সকাল
নাকি মিঠে শিশির ভেজা ভোর
কোনটা চাই তোমার বলো?

মায়াবী রাতে ক্যান্ডেল নাইট ডিনার আর
সাথে মৃদুমন্দ সুরের তালে নাচ

খুশি?


খুশি :)

তবে,

সবগুলোই চাই। :)


২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

বনমহুয়া বলেছেন: ওকে তাই হবে পার্থ।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮

প্রীতম বলেছেন: কিছু কথা উহ্য থেকে যাওয়াই ভালো। কিছু না বলা, কিছু না জানা, কিছু না পাওয়া আছে বলেই আমরা আগামীর পাওয়ার কথা ভেবে বেচে থাকার জোর পাই।
সত্যিই আপনি ঠিকই বলেছেন।
ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬

বনমহুয়া বলেছেন: কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই--
দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই॥


অজানার দিকে এগিয়ে যাওয়া আছে বলেই সামনে এগোনো হয়। অজানাকে আবিষ্কার, জানার ইচ্ছাই তো জীবনের আনন্দ।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯

রিপি বলেছেন:
চমৎকার হয়েছে আপু। কবিতা গল্পও দুটোই চমৎকার লিখেন আপনি।

আমি প্রতীক্ষায় থাকি, থাকি পিপাসার্ত, উন্মুখ,
মরিচিকা সর্বনাশী নেশা আমায় হাত ছানিতে ডাকে,
আমি ঘোরগ্রস্থা সন্যাসীনির মত পা বাড়াই, অজানায়....


লাইন গুলিতে এত্তগুলি ভালোলাগা।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রিপি। প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ।

অজানা সে চোরাবালীর ফাঁদে ডুবে যাবো নিশ্চিৎ
জেনে ও বুঝে এবং সজ্ঞানে
সে মরণনেশায় আকন্ঠ পান নীলকন্ঠ আমি
জেনে শুনে বিষ করেছি পান।

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
অনিন্দ্য কে মাইনাচ।
ছবিটা সুন্দর আঁকসে ||

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

বনমহুয়া বলেছেন: অনিন্দ্যকে মাইনাচ কেন? সে কি করছে? কোন অপরাধে তারে মাইনাচ দিলেন কন তো?

ছবিটা যে আঁকছে তার প্রতি কৃতজ্ঞতা। তারে পেলাচ দেন।

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৩

খায়রুল আহসান বলেছেন: আমি ঘোরগ্রস্থা সন্যাসীনির মত পা বাড়াই, অজানায়.... -- কবিতার একটা চমৎকার সমাপ্তি ঘটেছে এই চরণটিতে।
কবিতা খুব ভাল লেগেছে।
পুলহ এর মন্তব্যটাও (৯ নং) খুব ভালো লেগেছে।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ খায়রুলভাই। পুলহকে আবারও ধন্যবাদ।

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার বক্ষ জুড়ে তৃষ্ণা, অক্ষিতে নাচে সহস্র ময়ুর ময়ুরী,
আমি প্রতীক্ষায় থাকি, থাকি পিপাসার্ত, উন্মুখ,
মরিচিকা সর্বনাশী নেশা আমায় হাত ছানিতে ডাকে,
আমি ঘোরগ্রস্থা সন্যাসীনির মত পা বাড়াই, অজানায়.."ভাল্লাগলো কথাগুলো ।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সাধুভাই। কেমন আছেন?

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার।কবিতা ভালো লেগেছে

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৪

বনমহুয়া বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্রভাই।

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১২

কালনী নদী বলেছেন: মরিচিকা সর্বনাশী নেশা আমায় হাত ছানিতে ডাকে,
আমি ঘোরগ্রস্থা সন্যাসীনির মত পা বাড়াই, অজানায়....
আমিও পা বাড়ালাম বন্ধু অজানার পথে!

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৩

বনমহুয়া বলেছেন: আপনি আবার কই পা বাড়াইলেন নদীভাই? দেইখেন নদীতে পইড়েন না।

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৩

ডঃ এম এ আলী বলেছেন: ছোট ছোট কথায় খুবই সুন্দর কবিতা । বাংলা কাব্য সাহিত্যের এ কালক্রমিক উন্নয়নে আমি অাশাবাদী হয়ে উঠছি ক্রমেই । ইউটি্‌উব এর প্রভাব থকে অগনিত পাঠককে কবিতার জগতে টেনে আনা সে এক বিশাল প্রাপ্তি । আপনার শব্দ চয়ন ও তা কবিতার গাথুনীতে অতি মুনশিয়ানায় প্রয়োগ বিশেষ প্রসংসার দাবীদার । আপনার কবিতার শব্দবলি ছাড়া একে মুল্যায়ন করা বেশ কঠীন তাই আপনার কবিতা থেকে কটি লাইন চয়ন না করে পারলামনা :
"আমার শরীর জুড়ে,
প্রতি রোমকুপে ফোটে শিহরিত কাঁটার ফুল,
আকন্ঠ ডুবে থাকি আমি বরফ গলা জলে....
তবু দংশিতা নাগিনীর দংশনে হই নীল, প্রতি পলে পলে"।
এই লাইন কটা এখানে টেনে আনলাম এ কারণেই যে এ চরণ কটিতে যে শব্দমালা প্রয়োগ হয়েছে তা কবিতাটির প্রচ্ছদ ছবির সাথে সামজ্ঞস্য পুর্ণ । তাই শব্দ চয়ন সেই সাথে যথাযথ প্রচ্ছদ নির্বাচন কবিতাটিকে আরো অনেক উচ্চতায় নিয়ে গেছে । যাহোক, ভাল থাকুন নিরন্তন, এরকম সুন্দর কবিতা লিখে যান এ কামনাই করি ।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৫

বনমহুয়া বলেছেন: এই মন্তব্যের জবাব দেবার ভাষা জানা নেই ভাই। শুধু একটা কথা জানাই, অনেক আনন্দিত হলাম।ভালো থাকবেন।

২০| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মোটামুটি ভালো লেগেছে। অনেকদিন পর লিখলেন মনে হয়।

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৬

বনমহুয়া বলেছেন: এত সাধের লেখাটা আপনার কাছে মোটামুটি লাগলো? অনেকদিন পর লিখলাম মানে নাইট ডিউটি থাকলে লেখা হয় আসলে। এছাড়া বসার টাইম কম। ধন্যবাদ শামীমভাই।

২১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩০

জনৈক অচম ভুত বলেছেন: মরিচিকা সর্বনাশী নেশা আমায় হাত ছানিতে ডাকে,
আমি ঘোরগ্রস্থা সন্যাসীনির মত পা বাড়াই, অজানায়....

চমৎকার লাগল।

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ভুতভাই।

২২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৩

হাফিজ বিন শামসী বলেছেন:
আবেগময়।

ভাল লাগল।

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ হাফিজভাই।

২৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভালবাসার পরিমাপ নেই

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯

বনমহুয়া বলেছেন: তাই তো বিভোর ঘোরে আছন্ন আছি।

২৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

ছেড়া বস্তা বলেছেন: তুমি আমার এ কি সর্বনাশ করলে অনিন্দ্,
লেখাটা খুব ভালো লেগেছে।

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

বনমহুয়া বলেছেন: বস্তাভাই ধন্যবাদ।

২৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: অামি ভালো অাছি । অাপনি নিশ্চয়ই ভালো? ব্লগে এত কম কম কেন?

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬

বনমহুয়া বলেছেন: ভালো আছেন জেনে ভালো লাগলো। আমি ভালো। ব্লগে আসার সময় কম। পার্থকে সামলাতেই তো ২৪ ঘন্টার মাঝে ২০ ঘন্টা কেটে যায়।

২৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯

কুটনি বুড়ি বলেছেন: কবিতা ভাল পাইছি। খোশ আমদেদ

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৭

বনমহুয়া বলেছেন: কুটনি বুড়িরাও আজকাল কবিতা পড়ছে? ব্রাভো। প্রার্থনা রইলো আমার প্রেমের কবিতা পড়ে কুটনামী ছেড়ে আপনিও প্রেমে পড়ে যান।

২৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।কবিকে ধন্যবাদ

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৮

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ সোহেলভাই।

২৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৮

আমিই মিসির আলী বলেছেন:

তুমি আমার এ কি সর্বনাশ করলে অনিন্দ্য!
দিনগুলো এখন আমার কাটে
বিভোর ঘোরের মাঝে...
রাতগুলো কাটছে নির্ঘুম...


ভালো লাগিলো কবিতা।
+

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ মিসির আলীভাই।

২৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলাম।

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুজনভাই।

৩০| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪

বনমহুয়া বলেছেন: প্রামানিকভাই ধন্যবাদ।

৩১| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫

প্রীতম বলেছেন: কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই--
দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই
-----------------------------------------------------

ভাই করিয়া দিয়াছো জানাইয়া, সহসাই পড়িল মনে
হারাইয়া পথ পাবে দিশা সঠিক পথের সনে?

২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

বনমহুয়া বলেছেন: হা হা ভালোই রবীন্দ্র কাব্য লিখছেন প্রীতমভাই। শুকরিয়া।

৩২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

প্রীতম বলেছেন: রবীন্দ্র নজরুল বুঝিনা, যা মনে আসে লিখে ফেলি।
কি করবোরে ভাই, আপনাদের দেখে দেখেইতো শিখতে হবে।
---------------------------
মহাজ্ঞানী মহাজন
যে পথে করে গমন,
হয়েছেন প্রাতঃস্মরণীয়।
সেই পথ লক্ষ্য করে
স্বীয় কীর্তি ধ্বজা ধরে,
আমরাও হব বরণীয়..................

২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

বনমহুয়া বলেছেন: হা হা

আপনি তো ভালোই রম্য লিখবেন বুঝা যাচ্ছে।


আরেকখান নিউ কবিতা প্রডিউস করিতেছি আজিকের সন্ধ্যায়।

শুনবেন নাকি দু চার লাইন?

৩৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব সুন্দর কবিতা। দারুন কথামালা।
অসাধারণ।

২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ চন্দ্ররথা। আপনার নাম দেখেই তো কবিরা কাব্য লিখবেন।

৩৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

আহমেদ জী এস বলেছেন: বনমহুয়া ,




প্রথম লাইনটিই ধ্রুপদী ব্যথার ঘোরের বিভোরতা ছড়িয়ে গেছে।

তবে কিছু মনে না করলে বলি -
দিনগুলো এখন আমার কাটে
বিভোর ঘোরের মাঝে...
রাতগুলো কাটছে নির্ঘুম...
এখানে "কাটছে" শব্দটাকে বাদ দিলে মনে হয় আরো দ্যোতনা ছড়িয়ে বাঙময় হতে পারতো স্তবকটি । দাঁড়াতো এরকম -
দিনগুলো এখন আমার কাটে
বিভোর ঘোরের মাঝে...
রাতগুলো নির্ঘুম...

শুভেচ্ছান্তে ।

২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

বনমহুয়া বলেছেন: থ্যাংকস আ লট আহমেদ জি এস ভাই। আসলে প্রেজেন্ট অবস্থার বিভোরতা বুঝাতে ওমনটা লিখেছিলাম। ঘোরে আছি তো একটু আধটু উলটা পালটা হয়ে যায়। ধরিয়ে দেবার জন্য আর এডিট করে দেবার জন্য রইলো আন্তরিক ধন্যবাদ আর অন্তর থেকে শুভকামনা।

৩৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

জেন রসি বলেছেন: রোম্যান্টিক।

ভালো লেগেছে। :)

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬

বনমহুয়া বলেছেন: যেই গুরু গম্ভীর ভাবনা চিন্তা করে পোস্ট লিখছেন এখন রোমান্টিক কবিতা পড়ে মাথাটা হালকা করেন রসিভাই।

৩৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কিছু মনে করবেন না,আমি আসলে স্পষ্ট কথা বলি তাই অনেকেই আমাকে পছন্দ করেনা। আপনার কবিতা পড়ার পর একদম আমার মনে যেটা এসেছে সেটাই লিখেছি। অহেতুক প্রশংসা আমার আদতে নেই। মাঝে মাঝে না পড়েই কিছু লেখায় দারুণ সুন্দর কিংবা অসাধারণ এই জাতীয় কিছু লিখে দেই। কিন্তু আমার প্রিয় এবং অনুসারিত ব্লগারদের লেখায় নয়। আর আপনি আগে থেকেই আমার অনুসারিত তালিকায় আছেন। আর সেটা করেছি আপনার গল্প পড়েই। বিশেষ করে আপনার পার্থ নামের এক মানষিক রোগীকে নিয়ে লেখা গল্পটি। আমি আপনার গল্পের অনেক বড় ফ্যান। কবিতা নিজেই লিখি তাই কবিতার ভালোমন্দ খুব সহজেই বুঝতে পারি। অবশ্য আমিও এখনো শিখছি। শুভকামনা।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

বনমহুয়া বলেছেন: স্পস্ট কথার জন্য ধন্যবাদ শামীমভাই। আর কবিতার চাইতেও গল্পের ফ্যান জেনে খুশি হয়েছি অনেক। ভালো থাকবেন। শুভকামনা।

৩৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

মো: ইমরান আল হাদী বলেছেন: অনেক ভাললাগার মত একটি কবিতা।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ হাদীভাই।

৩৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

কি ভাবে রেজিষ্টেশন করবো বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

৩৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

শাহারিয়ার ইমন বলেছেন: অসাধারন হয়েছে ,সত্যিই অসাধারন কবি

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

বনমহুয়া বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ারভাই।

৪০| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১

শাহারিয়ার ইমন বলেছেন: শুভেচ্ছা

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আবারও

৪১| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৬

সিগনেচার নসিব বলেছেন: কবিতা ভাল লেগেছে
মন্তব্যগুলো অপূর্ব

অনিঃশ্বেস শুভেচ্ছা নিবেন

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে নসিব।

৪২| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০০

তাওহীদ পলাশ বলেছেন: অনিন্দ্য নাই-বা জানলো বুকেরর কথা, আপনি লেখে যান।
অনিন্দ্যরা সুখে থাক।
ভালো থাকুন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

বনমহুয়া বলেছেন: লিখতে ইচ্ছা করে না আর। অনিন্দ্য মানে পার্থ লগ ইন বিভ্রাটে আর লগ করতে পারেনা তাই আমারও ভালো লাগে না।

ধন্যবাদ পলাশভাই।

৪৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

ফরিদ আহমাদ বলেছেন: তুমি আমার এ কি সর্বনাশ করলে অনিন্দ্য!
দিনগুলো এখন আমার কাটে
বিভোর ঘোরের মাঝে...
রাতগুলো কাটছে নির্ঘুম...
আমার জীবনের প্রতিচ্ছবি

২৭ শে জুলাই, ২০২০ রাত ২:৩৬

বনমহুয়া বলেছেন: থ্যাংক ইউ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.