নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি- আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–

বনমহুয়া

আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

বনমহুয়া › বিস্তারিত পোস্টঃ

তোমার ঠোঁট যখন আমার চোখ ছুঁলো

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭



তোমার ঠোঁট যখন আমার চোখ ছুঁলো
বসন্তের চৈতালী বাগানে তখন
ফুটলো সহস্র রক্তগোলাপ,
উন্মাতাল দখিন হাওয়ায়
পাখা মেললো লক্ষ হলুদ প্রজাপতি,
কোকিলের কন্ঠে বেঁজে উঠলো,
রাগ বসন্ত বাহার।

তোমার ঠোঁট যখন আমার
ছুঁয়ে গেলো গ্রীবা,
একটা ক্ষীন জলপ্রপাতের
চিনচিনে শীতল ধারা
বয়ে গেলো আমার সারা শিরদাঁড়া জুড়ে,
বাইরে তখনই চমকালো,
এক তীব্র আলোর বিজলী ঝলক।

তোমার ঠোঁট যখন আমার ছুঁয়ে দিলো ঠোঁট
একটা লাজনম্র লজ্জাবতীর আস্ত গাছ নিমেষে
মুদে ফেল্লো তার সমস্ত ডালপালা পত্র-পল্লব
এক অদ্ভুৎ মায়াবী সবুজ সজীব কোমলতায়।

তোমার ঠোঁট ডুবে গেলো আমার ঠোঁটে
ভেসে গেলো চালচুলো, উড়ে গেলো ঘর,
আবিষ্ঠ আবেশে আবেশিত তনুমন,
বাঁধা পড়ে গেলো লাগামহীন সময়ের কাছে।

তোমার ঠোঁট নেমে গেলো,
থেমে গেলো আমার হৃদয়ের কাছাকাছি
হৃদস্পন্দন ছুঁয়ে পেলব কোমলতার
ফুটালো শতদল, লক্ষ, কোটি, অযুত নিযুত
অগুনিত অনিঃশেষ।
অবিরল অবিশ্রান্ত বর্ষন,
সারা শরীর জুড়ে ঝিম অবষাদ কাঁদে

অমোঘ আকুলতায়!

মন্তব্য ৮৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২২

পার্থিব পার্থ বলেছেন: অসাধারন মহুয়া। :)

কি জবাব দেব ভাবছি! :P

কারন আমার আবার! :P

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

বনমহুয়া বলেছেন: জবাব তোমার আছেই জানা
কিন্তু জবাব বলতে মানা। :P

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

পার্থিব পার্থ বলেছেন: সে আছে মোর জানা
করব কি সব ফানা? :P

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

বনমহুয়া বলেছেন: না না না না না না।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

ফরিদ আহমাদ বলেছেন: অনুভূতিটা আমাকেই যেনো ছোঁয়ে গেলো।
অসাধারণ ভালো লেগেছে।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০

বনমহুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ফরিদভাই।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
মার্কা যদি হয় তোর লাল টুকটুকে ঠোঁট
একা আমি দিতে রাজী ১৬ কোটি ভোট!

8-|

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮

বনমহুয়া বলেছেন: ভোট?

ভোটের সাথে ঠোঁট? কোনো কাব্য হইলো?
আপনারে দিয়া হবেনা।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১

প্রীতম বলেছেন: আমোঘ আকুলতা দিয়েই শেষ করতে হলো?
মধু খাইয়ে বিষ?
আনন্দ আবেগে পড়ে শেষে ঝিম অবষাদে সমাপ্ত?

ভাল্লাগছে খুব। সব সময়ের মতো।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

বনমহুয়া বলেছেন: হা হা আপনি তো ভালোই ফান জানেন। আরও কতকিছু লিখতে চাইছিলাম। মৌলবাদীদের ভয়ে লিখি নাই।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৩

আলভী রহমান শোভন বলেছেন: অনেক দিন পর অসম্ভব সুন্দর একটা ভালবাসার কবিতা পড়লাম। :)

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৭

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ শোভনভাই।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১১

প্রীতম বলেছেন: আমাদের লেখা যদি সামান্য মৌলবাদীদের জন্য থেমে যায় তবেতো দু:খ জনক।
আপনার লেখায় আমি সব সময়ই উদারতা দেখতে পাই। এখানেতো সংকির্ণ হলে চলবেনা।
আমরা সবাই মিলে এগুচ্ছি। আর এগুতে গেলে কিছুটা বাধা থাকবেই।
সে বাধাটাকে হিসাবে আনেন ঠিক আছে কিন্তু তাতে পাত্তা দেয়াতো যাবেনা।
তাইনা?

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯

বনমহুয়া বলেছেন: না না পুরাপুরি থামাইনাই। উদারতায় লাগাম টেনেছি মাত্র।

৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

প্রীতম বলেছেন: অবশ্য এটা ঠিক, আমাদের মাঝে মাঝে লাগাম টানতেই হয়, ইচ্ছে হোক আর না হোক।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৬

বনমহুয়া বলেছেন: বাট লাগাম টানা আর মনের ভাবকে গলা টিপে হত্যায় কোনো প্রভেদ নেই।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭

পার্থিব পার্থ বলেছেন: মহুয়া তুমি যেভাবে লিখতে চাও সেভাবেই লেখ। মৌলবাদীদের ভয় পেলে চলবে? তুমিনা আমার :P

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮

বনমহুয়া বলেছেন: ভয় পাই নাকি আসলে। একটু শুধু ভয়ের ভান করি।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

বনমহুয়া বলেছেন: পার্থ তুমি একটা লাগামহীন দেখাও তো প্রীতমভাইকে।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

রিপি বলেছেন:
আরেহ বাহ। ভালোবাসার কড়চা। ভালো লেগেছে। :P

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

বনমহুয়া বলেছেন: রিপি ধন্যবাদ। ভালো আছেন তো?

১১| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

রিপি বলেছেন:
এত সুন্দর একটা কবিতা পড়ে ভালো থাকা একটু মুসকিল আপু। :P B-))
আপনার কবিতাগুলো বেশ ভালোই লাগছে আমার পড়তে। লিখতে ঠাকুন প্রাণ খুলে। :)

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

বনমহুয়া বলেছেন: প্রাণ খুলে লিখতে ভয় আছে। আছে মানে ছিলো। এখন অবশ্য উপদ্রব কমেছে। ধন্যবাদ রিপি।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৬

প্রীতম বলেছেন: পার্থ ভাইয়া, আমি কিন্তু অপেক্ষায় আছি লাগামহীন পার্থকে দেখার জন্য। দেখাননা প্লিজ।
মর্শার কামড় খেয়ে অপেক্ষায় বসে আছি।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

বনমহুয়া বলেছেন: হা হা পার্থ এখন বিজি আছে।
আমি একখানা নমুনা দেখাই।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৬

বনমহুয়া বলেছেন: Click This Link

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৭

প্রীতম বলেছেন: বনমহুয়া, আপনিকি জানে লাবন্যটাকে?
আমিকি জানি আপনার উত্তর?

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩০

বনমহুয়া বলেছেন: জানি।

জানেন।

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩২

কালনী নদী বলেছেন: বৃষ্টির রাতে আপনার কবিতা পড়ে ভালবাসাকে গভীরভাবে অনুভব করছি, তবে নিকোটিনের অভাব বোধ হচ্ছে!
একটা সিগারেট টানত টানতে আবার পড়া হয়ে যাক!
অনেক অনেক শুভ কামনা রইল।

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

বনমহুয়া বলেছেন: নিকোটিন এর সাথে ভালোবাসাবাসির গভীর শত্রুতা আছে। কাজেই নিকোটিন বাদ। উইদাউট নিকোটিন ভালোবাসার কবিতা পড়ুন কালনীভাই।

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৪

ফরিদ আহমাদ বলেছেন: প্রিতমরা এখন ভোট আর ঠোঁটে নায়লা নাঈমকে নিয়ে গান করে।
সেই হিট গান। :P

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪

বনমহুয়া বলেছেন: গান করুক। ভোট আর ঠোঁটের গান আমি শুনবো না।

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ সুন্দর কবিতা,অসাধারন অনুভব।চিরকাল জাগরিত থাকুক

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ রুদ্রভাই। শুভকামনা জানবেন।

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

মোস্তফা সোহেল বলেছেন: ভালই তো মিষ্টি মিষ্টি কবিতা লেখেন মিষ্টি কবি

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬

বনমহুয়া বলেছেন: হা হা মিষ্টি পাইলেন কই? এটা তো প্রেমের কবিতা।

১৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬

বিজন রয় বলেছেন: এক কথায় সামগ্রিক হৃদয়বৃতির কলা ও আবেগ অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।
+++

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৭

বনমহুয়া বলেছেন: এটা ঠোঁটবৃতিয় ভালোবাসা কলাকাব্য বিজনভাই।

১৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুন্দর কবিতা।

শত ভয়ের মাঝে সুন্দরের জয় হোক, কবিতার জয় হোক।
ভাল থাকবেন সবসময়।

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪১

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ চন্দ্ররথা রাজশ্রী।


ভয়ের মাঝে জয়

হা হা ভালো বলেছেন। আমার কবিতা মনে হচ্ছে মডুরাও ভয় পাচ্ছে। নাউজুবিল্লাহ ভয়। দেখলাম আলোচিত স্থান থেকে সরিয়ে দেওয়া হলো আজ দুপুরে। অথচ আপনাদেরটা ঠিকই আছে। হা হা হা

২০| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭

সমাধান গুরু বলেছেন: অসাধারন

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ গুরু।

২১| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯

কল্লোল পথিক বলেছেন:

চমৎকার কবিতা।

কবিতায়++++++++++++

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ কল্লোলভাই।

২২| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: তোমার ঠোঁট যখন আমার ছুঁয়ে দিলো ঠোঁট
একটা লাজনম্র লজ্জাবতীর আস্ত গাছ নিমেষে
মুদে ফেল্লো তার সমস্ত ডালপালা পত্র-পল্লব
এক অদ্ভুৎ মায়াবী সবুজ সজীব কোমলতায়।

খুব সুন্দর লিখেছেন, খুব ভাল লাগল কবি।

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আরেফিনভাই।

২৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: তাই তো!
আলোচিত ব্লগে আপনার কবিতাটা দেখতে পাচ্ছি না।

কমপ্লেইন করেছেন?

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

বনমহুয়া বলেছেন: কমপ্লেইন করবো কেনো?
আলোচিত ব্লগে দেখেছিলাম আপনারটার পরেই এখন আপনারটা আছে পরেরটা আছে মাঝে দিয়ে আমারটা নাই। হা হা মজাই পাইসি। মজা পাবারও কারণ নিজে নিজেই জেনে পাইসি। অবশ্য পার্থও জানে।

আর লেখা আলোচিত পাতায় না থাকলে কি মহাভারত অশুদ্ধ হবে?

২৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অবশ্যই মহাভারত অশুদ্ধ হবে না।
কোন টেকনিক্যাল সমস্যা হতে পারে ভেবে বলেছিলাম।
ব্লগের অনেক ব্যাপারই এখনও জানি না।


যাই হোক, ভাল থাকুন।

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

বনমহুয়া বলেছেন: কোনো টেকনিক্যাল সমস্যা এটা না বলেই আমার ধারণা।


তবে মজার ব্যাপার আপনার সাথে এ ব্যাপারে আলোচনার সাথে সাথেই দেওয়ালেরও যে কান আছে তা আবারও প্রমান পেলাম। হা হা ভালো থাকবেন চন্দ্ররথা।

আপনার পদধুলি যেন সর্বদা পাই। ধন্য হবো।

২৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

মুসাফির নামা বলেছেন: আপনার লেখার হাত ভালো ,বলতেই হয়। কিছু মনে করবেন না,এসব কবিতার ক্ষেত্রে আমি লাজুক।

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

বনমহুয়া বলেছেন: শুধু আপনি না অনেকেই মনে হয় লাজুক তবে কবিতায় যদি মনের অর্গলই না খোলা যায় তো দমবন্ধ কবিতা হয় সেটা। যদিও আমিও মনের অর্গল যে পুরোটাই খুলতে পারি তাও নয়। হাজার হোক কিছু সীমাবদ্ধতা তো জন্মগত, পারিবারিক ও সামাজিন শিক্ষাগত ভাবেই ভেতরে প্রোথিত হয়ে যায়। তবুও লিখে ফেলতে চাই অনেকটাই।

ধন্যবাদ মুসাফিরভাই।

২৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

মুসাফির নামা বলেছেন: আমার কাছে কিন্তু তা মনে হয় না। আমি একই ধরণের লেখা রবীন্দ্রনাথ এবং হুমায়ূন আজাদের লেখায় দেখেছি।কিন্তু আমার মনে হয়েছে রবীন্দ্রনাথ যেটা বলতে চেয়েছেন পাঠক খুব সহজে সেদিকে গিয়েছে এবং সাহিত্যিক রস পেয়েছে,কিন্তু হুমাযূন আজাদ যেটা বুঝাতে চেয়েছেন তার চাইতে পাঠকের মনোযোগ অন্য দিকে বেশী গিয়েছে।

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

বনমহুয়া বলেছেন: আমার কাছে মনে হয় জেনারেশন গ্যাপ। বেশ অনেকটা সময় আমরা একটা জেনারেশনের ধ্যান ধারনা মূল্যবোধ দিয়ে খুব ধীরে সময় পার করেছি। আমাদের চিন্তা চেতনা, ভালো মন্দ, ন্যায় অন্যায় খুব সুক্ষভাবে নিয়ন্ত্রিত হয়েছে সেই জেনারেশনের ধ্যান ধারণা নিয়ম অনিয়ম বা মূল্যবোধের মাপকাঁঠি দ্বারা।

হুমায়ুন আজাদ সেই প্রথাটাকেই, সেই নিয়ন্ত্রিত নিয়মের পরাকাষ্ঠার চাবিটাকে একটু ঘুরিয়ে দিয়েছেন। তাই আপাত দৃষ্টিতে আপনার সকলের মনোযোগ অন্য দিকে গেছে মনে হলেও আমার ধারণা হুমায়ুন আজাদ একজন আপডেট টাইপ কবি। এবং এইভাবেই একটু একটু করে আপডেটিং এর ব্যাপারটাই একদিন অনেকটাই বদলে যায়, বদলে দেয়।

ঠিক ক্লিয়ার করতে পারলাম না হয়তো ব্যাপারটা যা বলতে চাই। পরে মাথার জট খুললে এ ব্যাপারে আবার জানিয়ে যাবো।

২৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ আরন্যক।

২৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ ভাই।

২৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১

পার্থিব পার্থ বলেছেন: আমার দেওয়া স্পর্শটুকো হৃদমাঝারে খুব গোপনে রেখো

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১

বনমহুয়া বলেছেন: পার্থ
তুমি আমার ষষ্ঠন্দ্রীয়ে
জড়িয়ে থাকা
অষ্টপ্রহর সুখ....
একটু অভিমানে ভাঙ্গা
আদর মাখা মুখ

৩০| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

অতঃপর হৃদয় বলেছেন: খুব ভাল :) :)

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ হৃদয় ভাই।

৩১| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগল ,শুভেচ্ছা

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ অসংখ্য।

৩২| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

মিজানুর রহমান মিরান বলেছেন: কবিতা পড়ে শান্তি পাইলাম।
আর একটা ইচ্ছেও জাগছে মনে! ইচ্ছে পূরন করতে বের হলুম!

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

বনমহুয়া বলেছেন: কই যান? গার্লফ্রেন্ডের বাড়ি নাকি?

৩৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০

নিয়াজ সুমন বলেছেন: মনের একান্ত ভাব ফুটে উঠুক কবিতার শাখায় শাখায়...ধন্যবাদ কবি

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ নিয়াজভাই।

৩৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৮

তানজির খান বলেছেন:
তোমার ঠোঁট ডুবে গেলো আমার ঠোঁটে
ভেসে গেলো চালচুলো, উড়ে গেলো ঘর,
আবিষ্ঠ আবেশে আবেশিত তনুমন,
বাঁধা পড়ে গেলো লাগামহীন সময়ের কাছে। [/sb

কোন কথা হবেনা। শুধুই মুগ্ধতা

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ তানজিরভাই।

৩৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১

মিজানুর রহমান মিরান বলেছেন: লেখক বলেছেন: কই যান?
গার্লফ্রেন্ডের বাড়ি নাকি?


যামু আর কই!!!

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৮

বনমহুয়া বলেছেন: গেছিলেন তারপর?

৩৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬

স্বপ্নবান বলেছেন: ছুঁয়ে গেলো কিন্ত কি সেটা অজানা রইল।

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

বনমহুয়া বলেছেন: এখনও অজানা? এত কিছু কি জানান যায় বলেন?

৩৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩

স্বপ্নবান বলেছেন: না কিছু জিনিস তো আমাদেরও জানতে হবে তাই না? :P

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

বনমহুয়া বলেছেন: না না জানানো যাবেনা। ইটস সেকরেট। :P

৩৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১

স্বপ্নবান বলেছেন: ঠিক আছে জেনে নিবো :)

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

বনমহুয়া বলেছেন: সেই ভালো। নিজে নিজে জেনে নিন।

৩৯| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:



মন হয়, কিছু কথা না বললে ভালো

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

বনমহুয়া বলেছেন: বলছি নাকি? আর বুড়া মানুষদের আরও কিছু না বলা ভালো। :D

৪০| ০২ রা মে, ২০১৬ রাত ১০:১৭

হুকুম আলী বলেছেন: খুব সুন্দর কবিতার কথাগুলো

০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৩৪

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ হুকুম আলীভাই।

৪১| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:৪৯

আমি তুমি আমরা বলেছেন:


ইমরাজ কবির মুন বলেছেন:
মার্কা যদি হয় তোর লাল টুকটুকে ঠোঁট
একা আমি দিতে রাজী ১৬ কোটি ভোট!


লেখক বলেছেন: ভোট?

ভোটের সাথে ঠোঁট? কোনো কাব্য হইলো?
আপনারে দিয়া হবেনা।

এটা মুন ভাইয়ের কোবতে নয়, এ যুগের ইয়ো পোলাপানের মাঝে হিট হওয়া নায়লা আপার গান। দেখে নিন।



১২ ই জুন, ২০১৬ ভোর ৪:৩১

বনমহুয়া বলেছেন: গান দেইখা ধন্য হইলাম। আরেকখান গীত লিখি

৪২| ২১ শে জুন, ২০১৬ রাত ১২:০৪

বনলতা-সেন বলেছেন: অনুভূতিগুলো অনুভব করা গেলো গো অনেক সুন্দর

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

বনমহুয়া বলেছেন: ধন্যবাদ বনলতা দিদি। আবার আসবেন যদি লিখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.