নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন নিশাচর ছেলের ব্লগে

I love not men the less, but nature more....

নিশাচর ছেলে

[email protected] Two roads diverged in a wood, and I--I took the one less traveled by,And that has made all the difference.

নিশাচর ছেলে › বিস্তারিত পোস্টঃ

রম্য কবিতা : স্বামী স্ত্রীর ঝগড়া ।

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৫৭





আরে আরে , একি !!

অফিস থেকে ফিরেই আমি এইগুলা কি দেখি ,

হাত-পা তুলে মুখ ফিরিয়ে একা বসে আছো,

খেতে কিছু দেবে , নাকি রান্না হয়নি আজো ?? :-*:-*



কি বললে মিথ্যুক আমি !! :-*:-*রাখিনা কোন কথা

কোন কথাটা মিস হয়েছে দেখাও দেখি যথা ।

তোমায় নিয়ে যাইনা কোথাও এইকি অভিযোগ,X(X(

আরে ; বেশী ঘুরলে হয়ে যাবে ঘুরাঘুরির রোগ ।



আর তাছাড়া, এইতো সেদিন , গত রবিবারে ,

শশুর বাড়ি ঘুরে এলাম তোমায় নিয়ে ঘাড়ে ।

তুমি বল রমনা যেতে তোমায় নিয়ে সাথে ,

সেইখানেতে ঝোপ জঙ্গল ,কেঊ কি যায় সাধে ।



কি বললে কিপটা আমি , দেইনা কিছু কিনে,

কেন কেন ! গত বছর ,দিলাম তোমায় দুটো শাড়ি এনে ,

দুই শাড়িতে দুইটি বছর এমনি চলে যাবে ,

সামনের বছর আসুক তখন আরো দুটো পাবে ।



আবার কি চাও ? :-*গয়না গাটি ! সেটা আবার কেন ?

এমিটেশন কতগুলো কিনে দিলাম যেন ?

সোনার গয়না ??:-/:-/ এত বোকা নই , তা জেন রেখে ,

দামি জিনিস কিনে দিয়ে ডাকাত আনবো ডেকে !!



আরে আরে ! চললে কোথায় ব্যাগ গুছিয়ে সাথে ,

বাপের বাড়ি ! তা ঠিক আছে , ভাড়া আছে হাতে ??

আমি দেব ?X((X(( মোটেও না , এখন মাসের শেষ ,

বাপের বাড়ি ঘুরতে যাবে ঘুরে এসো বেশ ।



লক্ষী সোনা , B-) যাওয়ার আগে একটু যাও তো শুনে ,

ওখান থেকে হাজার পাঁচেক টাকা এনো গুনে । 8-|

তোমার বাবা বাড়িওয়ালা , পারবে ঠিকই দিতে , B:-/ :-0 :-0 :-0

মনে করে এনো কিন্তু খেয়াল রেখো পথে ।









( চলবে )







আমার কবি প্রতিভার বিকাশ ঘটাইতে অন্যান্য পোস্ট :D:P





সামহোয়ার ইন ............... লকড ( আটকা ) ।







আমি অজানার পথে চলেছি !

মন্তব্য ৫৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৫

শূণ্য উপত্যকা বলেছেন: বড়লোকের মেয়ে বিয়ে করতে হবে। =p~

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৭

নিশাচর ছেলে বলেছেন: হুম , দোয়া কইরেন , তাই যেন পারি :P :P

২| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৫

রাজসোহান বলেছেন: =p~ =p~ =p~

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৯

নিশাচর ছেলে বলেছেন: B-) B-) :-B :-B

৩| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২১

রাইসুল সাগর বলেছেন: বাহ বাহ =p~ =p~ =p~

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৩

নিশাচর ছেলে বলেছেন: ;) ;) ;) ;)

৪| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৬

হানী বলেছেন: হেহেহেহেহেহে......দারুণ.....:)

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৮

নিশাচর ছেলে বলেছেন: ঠেঙ্কু

৫| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩২

বাবুনি সুপ্তি বলেছেন: B:-)

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৪

নিশাচর ছেলে বলেছেন: /:) /:) :-B :-B

৬| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৪

িট.িমম বলেছেন: ### গত মাসে বাবাকে বলে আনলাম পঞ্চাঁশ হাজার,

কোন মুখেতে বাবার কাছে চাইব টাকা আবার।

বাবা যদি ভেবে বসে বারে বারে নিচ্ছ তুমি যৌতুক,

চিন্তা কর, বাবার সামনে কেমতে দেখাব এই মুখ।

যৌতুক দেওয়া যৌতুক নেওয়া সমান অপরাধ

ধরবে পুলিশ নিশ্চিত, খারাপ হলে বরাত।



@ লেখক, মাইন্ড খায়েন না, আমি আপনার স্ত্রীর পক্ষনিয়ে নিচে দু'লাইন লিখলাম। কপিরাইট আইন ভঙ্গহলে নিজগুনে ক্ষমা করবেন।

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৭

নিশাচর ছেলে বলেছেন: কিসের পুলিশ কিসের কি ,
বৌয়ের বাপের টাকা খাইছি ,
যৌতুক ত নয় উপহার ,
তাইতো চাইলাম বার বার

৭| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৪

মাথা পাগলা ⎝⏠⏝⏠⎠ বলেছেন: আহা বেশ বেশ !!! +++

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৮

নিশাচর ছেলে বলেছেন: থেঙ্কু থেঙ্কু মাথা পাগলা ভাই :D :D

৮| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৫

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: চমটকার হয়েসে.........................

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৮

নিশাচর ছেলে বলেছেন: ধন্য হইলাম B-) B-)

৯| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪০

পাহাড়ের কান্না বলেছেন: বাহ! বাহ!

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪২

নিশাচর ছেলে বলেছেন: থেঙ্কু থেঙ্কু

১০| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪৮

িট.িমম বলেছেন:
### অতি লোভে তাঁতি নষ্ট লোভ করাটা ছাড়,
বাবার কাছে আছে টাকা দিবে লাগলে আরো।

তাই বলে কি বারে বারে চাইতে হবে টাকা?

শেষে আম ছালা দু'টই যাবে, বাবা হলে বাঁকা।

শোন, শোন: রাগ করনা আচ্ছা হবে তাই,

বাড়া বাবদ শতেক দেড়েক টাকা আমার চাই।

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫৩

নিশাচর ছেলে বলেছেন: বললামই তো মাসের শেষ , টাকা নেই তো কোন ,
আর তাছাড়া এটুকু পথ হেটেই যাওনা কেন ,
না পারলে ভাল কথা , যাওয়ার দরকার নাই ,
রান্না বান্না শুরু কর , খিদায় মইরা যাই :P :P

১১| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫৩

সায়েম মুন বলেছেন: B-)

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫৩

নিশাচর ছেলে বলেছেন: 8-| 8-| :-B

১২| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:০০

কাঠের খাঁচা বলেছেন: ভালৈ

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:০২

নিশাচর ছেলে বলেছেন: ঠেঙ্কু ভাইজান ।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:০৩

িট.িমম বলেছেন:
লক্ষী সোনা রাগ করনা, শোন আমার কথা,

রান্না আমার শেষ হয়েছে সময় যথা তথা।

পুঁটি মাছের ঝোল রেধেছি, সাথে পুঁইশাখ

মটর শুটি আলুর সাথে খেয়ে করনাক রাগ।

সাথে আছে তোমার প্রিয় চেপাঁ শুঁটকি বর্তা

ঝাল একটু বেশিই হইছে, যেন খেয়ে পরে পর্তা

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১৫

নিশাচর ছেলে বলেছেন: আহা ! খেয়ে মজা পেলাম পেটটা গেল ভরে ,
কেমনে তুমি রানতে পার এমন মজা করে ।
দেখি এখন রিমোটটা দেও খবর দেখি ভাল ,
কি বললে !! দেখবে তুমি হিন্দি সিরিয়াল ।

আমার শার্টের ডান পকেটে ২০ টা টাকা আছে ,
তাই নিয়ে রওনা দেও বাপের বাড়ির কাছে ।
টাকা নিয়ে ফিরে এসো কালকে ভোরে ভোরে,
ভুল না করে খেয়াল রেখ লক্ষী সোনা ওরে ।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩০

িট.িমম বলেছেন:
### আজ অনেক রাত হয়েছে, আজ না গেলে হয়না?

এই দেখনা, আমার সাথে আছে কত গয়না।

না হয় হল ইমিটেশন, চোরের তা নেই জানা,

দেখাযাবে রিক্সাথেকে নামলে পড়ে শুরু করছে টানা।

খরব দেখে কি লাভ বল, সব রাজনিতীর মাইরপ্যাচ

পাটা-পুঁতায় ঘষাঘসি মাঝখানে আমরা আম জনতা শেষ।

তারচেয়ে ভালো দু'জন মিলে চল; ছাদে গিয়ে বসি,

দু'জনে কিছু গল্প করি অল্প সল্প,গায়ে মাখি পূর্ন শশী।





২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪১

নিশাচর ছেলে বলেছেন: হইছে হইছে , প্যাচাল কমাও এবার খবর দেখি ,
পাটা- পুঁতার ঘষাঘসি তোমরা বুঝবা নাকি ,
রাজনীতি তো রাজার খেলা , মাইয়ারা কি বুঝে ,
হিন্দী ফাউল নাটক দেইখা , হুদাই চোখটা মুছে ।

এই ঠান্ডায় ছাদে গেলে সর্দি লাগব পরে ,
টাকা হুদাই খরচ হইব , যদি পড় জ্বরে ।
তার চেয়ে ঘুমাও গিয়া আমি এখন বিজি ,
রিমোট লইয়া দেখি একখান খবর চ্যানেল খুঁজি ।

১৫| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩২

মাথা পাগলা ⎝⏠⏝⏠⎠ বলেছেন: বাহ বাহ বেশ জমেছে কর্তা গিন্নি খেলা,
এবার থাম অনেক হলো, রাত ও হলো মেলা,

চোরের বরাত খারাপ ভারী সেই কথা-ত জানো,
রাত দুপুরে রান্না বাড়া ভাবিনি ক-খনো,

গহীন রাতে খাটের তলে ঘাপটি মেরে বসে,
বেকুব হ্য়ে ভাবছি আমি কখন না যাই ফেঁসে,

স্বামি স্ত্রী'র মান অভিমান শেষ ত হয় না ভাই,
এমন ভাবে বেকুব হবো গেস-ত করি নাই,

:( :( :(


২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪৬

নিশাচর ছেলে বলেছেন: খাটের তলায় ওকে ওকে একটু খাড়াও বাপ ,
লাঠি লইয়া আইতাছি , পাইবা নাতো মাপ
গিন্নি তুমি কস্ট কইরা পুলিশরে ফোন দেওঁ
চিক্কুর পাইড়া আশে পাশের মানুষরে জাগাও

১৬| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪১

িট.িমম বলেছেন: মাথা পাগলা ভাই চমৎকার লাগল। আপনার কমেন্ট টা পড়ে।

সত্যিভাই আমার এখন যাবার সময় হয়েছে তা না হলে আজ জমতো ভাল

ভাল থাকবেন ।

@ লেখক। আপনার জবাবটা আমি আগামিকাল দেখব। ভাল থাকবেন অনেক বেশি এই কামনা রইল। খোদা হাফেজ।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪৭

নিশাচর ছেলে বলেছেন: ভাল লাগল কবতের ঝগড়া কইরা ।

জবাবের আশায় আছি

১৭| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১:০১

মাথা পাগলা ⎝⏠⏝⏠⎠ বলেছেন: একজন কই আইজকা ঘুমাও জবাব দিমু কাল,
আরেক জনে চিককুর দেয় সাথে বিরাট ফাল(লাফ),
গিন্নি কয় চোর, কর্তায় করে শোর....
এই সুযোগে আমি চম্পট, খোলা পেয়ে দোর....
আহা কি সুন্দর ! আহা কি সুন্দর !

হোলো না ছাই বউনি বাট্টা,
বেজায় খুশি, পার পেয়েছি,
খায় নি ঘুষি গাঁট্টা।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১:১২

নিশাচর ছেলে বলেছেন: হায় হায় হায় , চোট্টা বেটা পালাইয়া তো গেল,
কি বললা মাথায় টাক , গায়ের রঙ কালো ,
এই না হইলে বৌ আমার আমার মতন কবি ,
কি !! তুমি তুইলা রাখছ মোবাইলেতে ছবি ।



বাহ বাহ বাহ করছ ভাল ছবি তুইলা রেখে,
কালকে বেটারে ধরা হবে পুলিশ বাসায় ডেকে,
আমার বাসায় চুরি করার সাহস করে হালায় ,
পেপারেতে ছাইপ্পা দিমু দেখি কোথায় পালায় ।

১৮| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ২:০৮

মতিউর রহমান মিঠু বলেছেন: আসো তুমি ধইরা দ্যাখাও
তুমি,কেমন বাপের ব্যাডা
ধরতে যদি না পারিস তুই
খাবি বউয়ের পিডা!!

তুমি মোরে ভাবতাছো চোর
এবার সত্য শোন
সোনা-গয়না পাইনি কিন্তু
পাইছি ভাবি'র মন।

রাইতের বেলা হুদা কামে
খাটের তলায় যাই?
তুই ঘুমাইলে
ভাবি-আমি অহ! কি মজা পাই ।

তুই তো গাঁধা ফঁজা মিয়া
আমরা মজা মারি
খবরদার তুই ভাবি'র সাথে
মারিস না আর ঝাড়ী।


টাইন্না তোরে চাই নিতে
পাশেই পুলিশ ফাঁড়ী
মেনে নে সব সুবোধ বালক
থাকতে চাইলে নিজ বাড়ী। ।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ২:৩২

নিশাচর ছেলে বলেছেন: মাথা পাগলা ভাইকে তার মতন থাকতে দিন , আপনি নিজের মতন করুন ।
ধন্যবাদ

১৯| ২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:২২

আকাশের তারাগুলি বলেছেন: ধারুন হয়েছে বস =p~

২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:২৯

নিশাচর ছেলে বলেছেন: B-) B-) B-) B-)

২০| ২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩০

লালসালু বলেছেন: বাড়ীওয়ালার মেয়ে বিয়ে করার ইচ্ছা ছিল কিন্তু বাঁধ সাধল একটি বিড়াল

২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩১

নিশাচর ছেলে বলেছেন: খাড়ান দেখতাছি

২১| ২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:২৯

হুপফূলফরইভার বলেছেন: কবিতা হইছে জিন্দাবাদ~
তয় যুতুক প্রচেস্টায় তেব্র নিন্দাবাদ~

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪১

নিশাচর ছেলে বলেছেন: ছি ছি ছি ! যৌতুক কেডায় চাইল , আমি তো খালি উপহার চাইলাম :D :D B-) B-)

২২| ২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৪১

রনি রাজশাহী বলেছেন: দারুন ।

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪১

নিশাচর ছেলে বলেছেন: ধন্যবাদ

২৩| ২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫১

িট.িমম বলেছেন: ১৪ নং কমেন্টের পরের কমেন্ট


### কি বল্লে, বুঝিনা আমরা রাজনিতী?!!!

বুঝি সবি, আউল বাউল পল্লী লালন গিতী।

যে রাজার খেলায় নিতি হাড়ায়,থাকে ভয় ওভিতি,--

চারিদিকে আজ চাদাঁবাজ,সন্ত্রাস,ইচ্ছেমত হচ্ছে র্দুনীতি।

এই যদি হয় রাজার খেলা চাইনা এমন খেলা!

বন্ধকর টিভি এখন,শুতে যাবে রাত হয়েছে মেলা।

এত করে বলি শুনেও শোননা কানে--

রাত জেগে তারঁ খবর দেখার পাইনা কোন মানে!

...................................................................

শোন, আমি এখন শুতে যাচ্ছি তুমি থাক বসে!

এ্যঁ! এই দেখনা খাটের তলায় শব্দ হল কিশে?

চোর! চোর!! চোর!!!

ওগো! বসে না থেকে তারাতারি বন্ধকর দোর।

চোর! চোর!! চোর !!!

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৮

নিশাচর ছেলে বলেছেন: এই কমেন্টের জবাব , ১৭ নং এ , এরপর থেকে ,

যাই হোক এবার সাম ,
করছো কামের কাম ,
চোট্টা বেটার ছবি তুইলা রাখছো আমার দাম ।

সকালে গেছি থানায় ,
পুলিশ মোরে জানায়,
দুইদিনেরই মইধ্যে চোরের খোঁজটা দিব আমায় ।

কিন্তু একটা ব্যাপার,
খুঁইজা দেখা আবার ,
চোট্টা বেটা যাওনের সময় কি কি করছে সাবাড় ।

কি কইলা এটা !!!
করছে কি শালার বেটা,
আবার আইবো কইয়া , সে জোরে দিছে হাটা ।

কিন্তু,
আমারে তুমি করতে পারলা এমন অভিযোগ !!
চোরের ভয়ে লুকাইয়া ছিলাম নিয়া লেপ তোশক ??

২৪| ২৪ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:০৪

লেডি বার্ড বলেছেন: B-) :-B

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৪

নিশাচর ছেলে বলেছেন: /:) /:) :-B :-B

২৫| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৩৬

িট.িমম বলেছেন: ### কেন্ এইটা কি আমার মিথ্যা অভিযোগ?

আমি চোরের ছবি তুল্লাম, কিন্তু ভাবটা তোমার খুব!!!

পারলা না কেন্ চোর বেটাকে চেঁপে ধরে রাখতে?

যদি না লুকাতে লেপের তলে, পারত কি বেটা ভাগতে?



এখন থানায় যাব ধরে আনবো আর কত কি?

তোমার মুরুদ জানাআছে, যেমন পান্তা ভাতে ঘি!!!

এখন যদি পুলিশ এসে শুরু করে তদন্ত্?

ফাঁস হয়ে আজ যাবে যেগো, তোমার সকল মন্ত্র।

চোর বেটা যে শুনছে সবি খাটের তলে বসে,

রিমাইন্ডেতে গেলে সে চোর, সব বলবে রসে-রসে!।

তারচেয়ে থাক,বাদদাও সব। যায়নাই কিছু চুরি-

এমন ছিচকে চুরি বাংলাদেশে হচ্ছে ভুরি-ভুরি।

আমি এখন শুতে গেলাম, যদি মনে লয়-

মশুরিটা খাটিয়ে দিও যদি, তোমার সময় হয়।



২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৭

নিশাচর ছেলে বলেছেন: ওকে ওকে তুমিও ঘুমাও আমিও যাই অফ,
এতক্ষনে মিটে গেছে কাইজ্জা করার শখ,
তুমিও খুশি আমিও খুশি চিন্তা নাইতো আর,
মাঝখান দিয়া চোর বেটায় হইল পগাড় পার

২৬| ২৬ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:০৯

আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: মজার!!

২৬ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০১

নিশাচর ছেলে বলেছেন: ধন্যবাদ

২৭| ২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৫

েমাজািহদুল ইসলাম িটটু বলেছেন: চুটিয়ে ঝগড়া করলেও সমস্যা নেই, কারণ ঝগড়া করলে নাকি ভালবাসা আরো গাড় হয়........!

২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৪

নিশাচর ছেলে বলেছেন: তা ত বুঝলাম , কিন্তু ২২ টা বসন্ত পার হইয়া যাইতাছে , ঝগড়া করার মানুষ এখোন পাইলাম না :(( :(( :((

২৮| ২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৬

িট.িমম বলেছেন: @ লেখক, আরেকবার ঝগড়া করবার মনচায়। কোন অপশন থাকলে আওয়াজ দিয়েন।

২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৫

নিশাচর ছেলে বলেছেন: শিঊর আওয়াজ দিমু নে ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.