![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে ইচ্ছে হয়,
তোমায় নিয়ে রিকশায় ঘুরতে বেরোই।
মৃদু বাতাসে উড়বে তোমার চুল,
ঠোটের কোণে থাকবে মিষ্টি হাসি।
তুমি দুহাত নেড়ে কথা বলবে,
আর আনমনে ওড়না দিয়ে মুখের উপর
জমে থাকা ঘামের ফোটা মুছবে।
আমি বলবো, থাকনা ভালোইতো লাগছে।
রিকশা থামিয়ে বসবো কোনো এক
চটপটি-ফুচ্কার দোকানে।
প্রচন্ড ঝাল ফুচ্কা খেয়ে তোমার মুখখানা
হয়ে উঠবে রক্তবর্ণ,
আর আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকবো অপলক।
তারপর হাঁটতে থাকবো ছায়াঢাকা
এক নির্জন পথে, আর গুনগুনিয়ে গেয়ে উঠবো
“এই পথ যদি না শেষ হয়”।
ভাবতে ভাবতে হঠাতই ছন্দপতন হয়,
ফিরে আসি নির্মম বাস্তবতায়।
উপলব্ধি করি, এতো কল্পনার রাজ্য নয়,
চাইলেই এখানে সব পাওয়া যায়না।
তুমিতো আমায় চেনোই না,
ভালোবাসা অনেক দূর।
তবে কি আমার ইচ্ছেগুলো অপুর্ণই রয়ে যাবে,
হাটা হবেনা তোমার হাত ধরে,
বলা হবেনা কতোটা ভালোবাসি তোমায়।
হয়তোবা অন্য কোনো এক জগতে সুযোগ পাব,
হয়তোবা পাবনা। তাতে কি!
কল্পনার জগতে তোমায় নিয়ে
ঘুরে বেড়াবো অহর্নিশ,
কখনো রিকশায়, কখনোবা নির্জন পথে।
এ জীবনে হয়তো তোমায় পাবোনা,
আমায় চেনোনা তাতেও ক্ষতি নেই,
তোমায় ভালোবেসে যাবো আজীবন।
কল্পনার ভেলায় চড়ে, স্বপ্নের ফানুস উড়িয়ে
হবে স্বপ্ন দর্শন, হবে ইচ্ছে পূরণ।
©somewhere in net ltd.