![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলতে চলতে যেন মাঝপথেই থেমেছি
বারংবার,
হাত বাড়িয়েও গুটিয়ে নিয়েছি
কখনো।
চিৎকার করতে গিয়েও কন্ঠস্বর রুদ্ধ হয়েছে
ক্ষমতার চোখ রাঙ্গানীতে,
বাঁধার সুউচ্চ প্রাচীরে প্রতিধ্বনিত হয়ে
ফিরেছে আমারই পানে।
প্রাপ্য অধিকার লুন্ঠিত হতে দেখেছি
মহাজনের কুচক্রী চালে,
দেখেছি অসহায় ক্রন্দনে পাথর...
মাঝে মাঝে ইচ্ছে হয়,
তোমায় নিয়ে রিকশায় ঘুরতে বেরোই।
মৃদু বাতাসে উড়বে তোমার চুল,...
কতোদিন তোমার মুখখানা দেখিনা
দেখা হয়না সূরয্যের আলোতে তোমার নাকের ডগায়
মুক্তোদানাদের জমে ওঠা।...
চাঁদের আলোয় প্লাবিত হয় গ্রামের পথ-ঘাট,
তবুও মাথা উচু করে দাঁড়িয়ে রয় নগরীর আকাশ্চুম্বী দালান,
আর...
©somewhere in net ltd.