নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রালোক

নিষ্পাপ-বখাটে

আমি বখাটে

নিষ্পাপ-বখাটে › বিস্তারিত পোস্টঃ

অচেনা প্রেমিক

২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

কতোদিন তোমার মুখখানা দেখিনা

দেখা হয়না সূরয্যের আলোতে তোমার নাকের ডগায়

মুক্তোদানাদের জমে ওঠা।

তোমার কি মনে পড়ে সেই দিনগুলোর কথা,

স্কুল ছুটির পড়ে রাস্তায় হাঁটার ছলে

তোমার চোখে চোখ রাখার মুহুর্তগুলো?

তুমি আমার চেয়ে একটু বেশিই লম্বা ছিলে

তাই মাথা উঁচু করে তোমার দিকে তাকাতাম,

যেমন করে বামনেরা তাকায়,

পূর্ণিমার চাঁদের দিকে।

খুব জানতে ইচ্ছে করে, তখন কী ভাবতে তুমি

আমায় দেখে,

বখাটে কিশোর, কিংবা খেপাটে প্রেমিক?

নাকি তুমি আমায় চিনতেইনা, হয়তোবা আজো

আমি তোমার কাছে অচেনাই আছি।

তাতে কী, চিনতেই হবে এমনতো নয়,

মজনু-রোমিওদের ভীড়ে আমি নাহয় হলাম

একজন অচেনা প্রেমিক।

এখন আর সকাল হলে তোমার অপেক্ষায়

দাঁড়িয়ে থাকা হয়না,

গাছের ফাঁক দিয়ে দেখা হয়না দূর থেকে

তোমার রোবোটিক ভঙ্গিতে হেঁটে আসা।

যদিও এখন আর তুমি স্কুলে যাও না,

সময়ের সাথে বদলে গেছে তোমার হাঁটার ভঙ্গিও,

তবুও আমার অবুঝ মন ছুটে যেতে চায় সেখানে

যেখানে পড়ে আছে তোমার পদচিহ্ন।

হয়তোবা আজ তুমি অনেক দূরে, জানালায়

চোখ রেখে বসে আছো কারো প্রতীক্ষায়,

কিংবা আলোকিত করছো অন্য কারো ভূবন

ভালোবাসার প্রদীপ শিখায়।

তবুও প্রেমিকের ভগ্ন হৃদয় পেতে চায় তোমায়

চাইবে আজীবন, অপরিসীম ভালোবাসায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

নিষ্পাপ-বখাটে বলেছেন: সু-পরামর্শের অপক্ষায়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.