নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রালোক

নিষ্পাপ-বখাটে

আমি বখাটে

নিষ্পাপ-বখাটে › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রালোক

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

চাঁদের আলোয় প্লাবিত হয় গ্রামের পথ-ঘাট‍‌,

তবুও মাথা উচু করে দাঁড়িয়ে রয় নগরীর আকাশ্চুম্বী দালান,

আর ব্যস্ত সড়কের ল্যম্পপোস্ট গুলো।

কারণ চন্দ্রালোক ছোঁয়না তাদের, তারা বড্ড যান্ত্রিক।



চাঁদের আলোয় আলোকিত হয় রাতের আকাশ,

তবুও অন্ধকার জমে থাকে নিওনের আলোয়।

কারণ চন্দ্রালোকে পালায়না নাগরিক আঁধার, তারা বড্ড আলোকিত।



চাঁদের আলোয় ভেসে বেড়ায় নির্মল মৃদু হাওয়া,

তবুও স্থবির পড়ে থাকে মানবিক নিষ্ঠুরতা।

কারণ চন্দ্রালোক ভাসায়না পাথরকে, তারা বড্ড কঠিন।



চাঁদের আলো মুছে দেয় অস্পষ্ট ক্ষতচিহ্ন,

তবুও রয়ে যায় প্রেমহীন হৃদয়ের বেদনা।

কারণ চন্দ্রালোকে মোছেনা বিরহগাঁথা, তারা বড্ড গভীর।



চাঁদের আলো রাঙিয়ে দেয় শিল্পীর শূন্য ক্যানভাস,

তবুও রঙহীন পড়ে থাকে বিজ্ঞাপনের বিলবোর্ড।

কারণ চন্দ্রালোক রাঙায়না নির্মাতাদের, তারা বড্ড বানিজ্যিক।

চাঁদের আলোয় স্বপ্নীল হয়ে ওঠে প্রেমিকের চোখ,

তবুও ঘুমহীন জেগে থাকে মাতালের দল।

কারণ চন্দ্রালোক স্বপ্ন দেখয়ায়না তাদের, তারা বড্ড নিশাচর।



চাঁদের আলোয় ভিজে যায় দুনয়ন, আবেগী হয় সু্প্ত মন,

শুধু উৎফু্ল্য চিত্তে হেসে যাও তুমি।

কারণ চন্দ্রালোক ভাবায়না তোময়, সূ্র্যালোকেই তোমার বসবাস।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

শব্দহীন জোছনা বলেছেন:
সুন্দর...

লিখতে থাকুন অবিরত। শুভকামনা রইল আপনার জন্য।


২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

নিষ্পাপ-বখাটে বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.