নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Iqbal Hossen Mojnu I ইকবাল হোসেন মজনু

[email protected]

ইকবাল হোসেন মজনু

Chief Reporter Sangbad24.net www.sangbad24.net [email protected] 01683778047

ইকবাল হোসেন মজনু › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

০৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৫৩

নোয়াখালী ওয়েব: বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনার শোচনীয় পরাজয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের জাকির নামে এক আর্জেন্টাইন ভক্ত ট্রেনের চাকার নিচে শুয়ে আত্মহত্যা করেছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন আর্জেন্টাইন ভক্ত আত্মহত্যার চেষ্টা চালান। এদিকে যশোরের কেশবপুরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশত ফুটবলপ্রেমী আহত হয়েছে।



ময়মনসিংহে নিহত জাকিরের বাবা আবুল কাশেম মেম্বারের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানান, খেলা শেষে জাকির ঘর থেকে বেরিয়ে যায়। পরে ভোরে তার দ্বিখন্ডিত লাশ পাওয়া যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে।



কেশবপুর সংবাদদাতা জানান, যশোরের কেশবপুরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে শনিবার রাতে সংঘর্ষে ৫০ জন আহত হয়ে। জার্মানির কাছে আর্জেন্টিনার পরাজয় শেষে স্থানীয় ব্রাজিল সমর্থকরা কটাক্ষ করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।



নারায়ণগঞ্জের আড়াইহাজার সংবাদদাতা জানান, উপজেলার জাঙ্গালিয়া বাজারের সেলুন দোকানদার শ্রী শীমুল চন্দ্র শীল আর্জেন্টিনার পরাজয়ে নিজের টেলিভিশন ভেঙে ফেলেন এবং পরে ঈঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান।



এছাড়া ডোমার চর গ্রামের সোহেল ও শাহিন নামে দুই সমর্থক অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। অপরদিকে জাঙ্গালিয়া বাজারে ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টাইন সমর্থক কামালের টেলিফোনের দোকানে ভাঙচুর চালায়।

Click This Link

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-১

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৫৭

বাংলাদেশী পোলা বলেছেন: ভুদাই

২| ০৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৫৭

ফুনসুখ ওয়াংড়ু বলেছেন: বলদ

৩| ০৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৫৮

সাজিদ বলেছেন: এই মৃত্যুর জন্য দায়ি হলো মিডিয়া। খোদ ব্রাজিল আর আর্জেন্টিনাতেও আমার ধরনা এরকম চরম হিংসা নাই। দুটি দলই দক্ষিন আমেরিকার প্রতিনিধি। কেউ ব্রাজিলকে সাপোর্ট করলে সে আর্জেন্টিনাকেও করতে পারে। আমাদের অন্তসারশুন্য মিডিয়ার বেনিয়ারা একটি ব্রাজিল আর্জেন্টিনা বিভাজন তৈরী করে দেশকে আরেকটি মুল্যহীন বিভাজনে বিভক্ত করে। শেম টু দিস মিডিয়া।

৪| ০৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৫৯

নাফিস ইফতেখার বলেছেন: WHAT THE F**K!!! আস্তা বলদ কতোগুলা........

৫| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০০

নাফিস ইফতেখার বলেছেন: মৃত্যুর সংবাদে ফাইল ফটো ব্যবহারের মাজেজাটা বুঝলাম না? একজন মানুষ কয়বার মরে জীবনে??

৬| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০১

মাহবু১৫৪ বলেছেন: ভুদাই + বলদ


X( X( X( X(

৭| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৩

মু. নূরনবী বলেছেন: সাজিদ বলেছেন: এই মৃত্যুর জন্য দায়ি হলো মিডিয়া। খোদ ব্রাজিল আর আর্জেন্টিনাতেও আমার ধরনা এরকম চরম হিংসা নাই। দুটি দলই দক্ষিন আমেরিকার প্রতিনিধি। কেউ ব্রাজিলকে সাপোর্ট করলে সে আর্জেন্টিনাকেও করতে পারে। আমাদের অন্তসারশুন্য মিডিয়ার বেনিয়ারা একটি ব্রাজিল আর্জেন্টিনা বিভাজন তৈরী করে দেশকে আরেকটি মুল্যহীন বিভাজনে বিভক্ত করে। শেম টু দিস মিডিয়া।

সহমত।

পথ্থম আলু কত্ত বড় বড় বিলবোর্ড টাঙ্গাইসে....আর কত ফাউল কাল্পনিক তথ্য.....

ভুদাই পাবলিকরে ভুদাই মিডিয়া বাগাইসে.....

৮| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৩

কাঙাল মামা বলেছেন: মগা একটা

আরজেনটিনা দেশের কয়টা মরছে?

৯| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৪

কাঙাল মামা বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: মৃত্যুর সংবাদে ফাইল ফটো ব্যবহারের মাজেজাটা বুঝলাম না? একজন মানুষ কয়বার মরে জীবনে??


গুড পয়েন্ট+

=p~ =p~ =p~ =p~ =p~

১০| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৪

হতাশার স্বপ্ন বলেছেন: পাগল নাকি!!!

১১| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৫

দুরন্ত ইসলাম বলেছেন: এগুলো সব ভুয়াখবর। কেউ মরলেই এখন কোন কোন দেশের সমর্থক হয়ে যাবে। এটা আমাদের ততোধিক ভুয়া সাংবাদিকদের কাজ।

কোন মানুষই এতো টা ভুদাই নয় যে অন্য দেশ খেলায় হারলে আত্নহত্যা করতে যাবে।

এক সময় বেদের মেয়ে জোসনা ছবির হিট টাইমের সময় এধরনের খবর ইত্তেফাকে কত দেখেছি। সব বাজে খবর। কোন সত্যতা নেই।

১২| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৬

মএসএইসভূইয়া বলেছেন: pura bhodaiIIIIIIIIIIIIIIIIIII

১৩| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৬

কামাল২০১০ বলেছেন: হামার হামার হামার হামার হামার হামার x( x( x(

১৪| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৭

রাজীব বলেছেন: এসব কি সত্যি!!!!!!

১৫| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৭

গুরুজী বলেছেন: ফাগল নি কুনু?

১৬| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৮

নূর-ই-আল-মামুন বলেছেন: র্র্যাম ফাকার। গাছভুদাই। যত্তসব ফাউল সাপোর্টার । ছাগলের ছাগল

১৭| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৯

সবুজ-ভাই বলেছেন: আত্মহত্যয় লাশ দ্বিখন্ডিত হয় কিভাবে ?

১৮| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১০

কামরূজ্জামান বলেছেন: উন্মাদ....

১৯| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১৩

মগা নাকি বলেছেন: কেন এমন হল ! আমরাই দায়ী আমাদের বাড়াবাড়ীর কারনে এমন হল। দলটাতো বাংলাদেশের ও ছিল না যে মূল্যবান জীবন দিতে হবে অর্থহীন খেলার জন্য।

২০| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১৫

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ভুদাই + বলদ

২১| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১৬

কে এম খান বলেছেন: নিহত জাকিরকে আর্জেন্টিনা পাঠিয়ে দেয়া হোক........... বাংলার মাটিতে তাকে যেন দাফন করা না হয়। আমার দাবী থাকলো সরকার যেন তাকে আর্জেন্টিনা পাঠিয়ে দেন...!!!! পুরা ভোদাই.............!!!!

২২| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২৭

দুখী মানব বলেছেন: মানসিকভাবে আমরা কতটাই না দূর্বল

২৩| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৪

মঈনউদ্দিন বলেছেন: পাগল

২৪| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৭

টেকি মামুন বলেছেন: মানুষ এত পাগল হয় কি করে ?????কোথাকার কোন ব্রাজিল আর্জেন্টিনার জন্য জীবন দিয়ে দেয় ।বুঝিনা কিছুই ।মজার ঘটনা হলো এই সব পাবলিকরাই বিশ্বকাপের পর আর নিজের দলের আর কোন খবর রাখেনা ।
আর গাধার দল নিজের মা বাবার জন্য মরলে মর তাহলে অন্তত বলতে পারবি আখিরাতে একটা রাস্তা হবে ।

২৫| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৭

মামুনবিশ্বাস বলেছেন: নিহত জাকিরকে আর্জেন্টিনা পাঠিয়ে দেয়া হোক । ম্যারাডোনাকে এই লাশের সাথে জীবন্ত মাটি দিতে হবে । নিহত জাকিরকে জন্য দায়ী মেসি ।

২৬| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৩

অলস ছেলে বলেছেন: কিছু বলতাম। কিন্তু বেচারা মারা গেছে কি আর করা।

ভবিষ্যতে যারা এ কাজ করবে তাদেরকে আমার সাথে দেখা করে মরার বিনীত অনুরোধ থাকলো। জীবন মুল্যবান দান, এটা এত অবলীলায় নষ্ট করে যে সাহসীরা, তাদেরকে আমি অনেক পুরস্কার দিতে চাই। অনেক অনেক পুরস্কার।

২৭| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৪

অলস ছেলে বলেছেন: কারো কারো মন্তব্যে একই রাস্তার পথিক মনে হচ্ছে। ভাই আপনারা বিদায় হন। আমি ম্যারাডোনার কাছে পাঠামু, বিশ্বাস করে ঝাপ দেন।

২৮| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:০৯

গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: মানুষ যে কতটা উন্মাদ হতে পারে এটা তার একটা প্রমান। পতাকা উড়ানো নিয়েও অনেক মারা গেছে।

ভোদাই কত প্রকার ও কি কি এগুলা তার নমুনা। এগুলার কি শিক্ষাদিক্ষা বলে কিছুই নাই? এগুলা হলো চরম অসভ্য চিন্তা ভাবনার ফসল।

এমন ই একটা কাহিনি হলো "রাজসোহান" আর্জেন্টিনা নিয়ে ফান পোষ্ট দিসিলাম। সেটাতে এসে "কান্কিরপুত" বলে গালাগালি করল। তাকে যতই বোঝানো হলো এটা ফানপোষ্ট সিরিয়াস না হতে সে ততই গালাগালি করে গেলো। সাথে আবার মডুরাম পোষ্টই মুছে দিছে ... ও্ইটা নাকি ব্যক্তি আক্রমন হয়। গালি খাইলাম আমি আর ব্যক্তি আক্রমন নাকি আমি করলাম। ফাউল কাকে বলে। ;) ;) ;)

এগুলারে এখন প‌্যকেট করে তাদের বাপের দেশে পাঠানো হোক। :(( :((

মৃত ব্যক্তির প্রতি রইল সমবেদনা। আগামীতে যেনো এই রকম না হয়। আমাদের সামাজিক দৃষ্টি ভঙ্গির পরিবর্তন হওয়া দরকার।

সেই ধরনের কিছু ঘটনা ব্লগেও ঘটে, ব্রাজিল যখন হারল। তখন ব্লগে নানা প্রকার ব্যঙ্গ বিদ্রপ করা হলো । পোষ্টের পর পোষ্ট আসতে লাগল। অন্যের ক্ষতিতে তাদের আনন্দের শেষ নেই। আরে ব্রাজিল হারলে তোদের কি আসে যায়?

পরদিন যখন আর্জেন্টিনা হারল তখনও সেই রকম কিছু ঘটনা ও হলো। তবে আশার কথা এই যে, আর্জেন্টিনা হারার পর সেটা তুলনা মূলক কম হয়েছিলো। সেই দৃষ্টি থেকে মনে হলো ব্রাজিলের সমর্থকার কিছুটা সহনশীল.... :-B :-B :-B :-B

২৯| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:১৬

মুরুববী বলেছেন:
লোহার রড গরম কইরা োন্দে ঢুকানোর কাম এগো। আবালের গোষ্ঠী।

৩০| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:২০

গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: মুরুব্বী দেখি গরম লোহার মত হইয়া গেছে ;)

৩১| ০৫ ই জুলাই, ২০১০ দুপুর ২:২৫

বঙ্গদর্পণ বলেছেন:
নিজেদের প্রোফাইল ছবিতে ব্রাজিল/আর্জেন্টিনার পতাকা লাগিয়ে আবার বিশ্বকাপ ফুটবল নিয়ে মানুষের পাগলামির সমালোচনা করেন! শরম করে না ? :P

৩২| ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৩:১২

আসকওয়ানমি বলেছেন: একটুও কষ্ট পাচ্ছি না। ছাগল। শুইনা মেজাজটা বিলা হইয়া গেল।

৩৩| ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৪:০৩

প্র।ইভেট বলেছেন: এই মৃত্যুর জন্য দায়ি হলো মিডিয়া। খোদ ব্রাজিল আর আর্জেন্টিনাতেও আমার ধরনা এরকম চরম হিংসা নাই। দুটি দলই দক্ষিন আমেরিকার প্রতিনিধি। কেউ ব্রাজিলকে সাপোর্ট করলে সে আর্জেন্টিনাকেও করতে পারে। আমাদের অন্তসারশুন্য মিডিয়ার বেনিয়ারা একটি ব্রাজিল আর্জেন্টিনা বিভাজন তৈরী করে দেশকে আরেকটি মুল্যহীন বিভাজনে বিভক্ত করে। শেম টু দিস মিডিয়া।

৩৪| ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৪:০৩

প্র।ইভেট বলেছেন: জাকিরকে আর্জেন্টিনা পাঠিয়ে দেয়া হোক

৩৫| ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩০

রাষ্ট্রপ্রধান বলেছেন: মানুষ এত পাগল হয় কি করে ?????কোথাকার কোন ব্রাজিল আর্জেন্টিনার জন্য জীবন দিয়ে দেয় ।বুঝিনা কিছুই ।মজার ঘটনা হলো এই সব পাবলিকরাই বিশ্বকাপের পর আর নিজের দলের আর কোন খবর রাখেনা ।
আর গাধার দল নিজের মা বাবার জন্য মরলে মর তাহলে অন্তত বলতে পারবি আখিরাতে একটা রাস্তা হবে ।

৩৬| ০৬ ই জুলাই, ২০১০ দুপুর ২:৩৯

রাকা ও আমি বলেছেন: এই পাগলামীর কোন মানি আছে?

বাংলাদেশের পাবলিক যে কত ক্রেজ, এটা তার একটা জলন্ত উদাহরন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.