নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাগী বদমেজাজি এবং অহংকারী একটি মেয়ে

মমিতা

মমিতা › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধাশ্রম যেন কোন মা বাবার না হয়

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

প্রায় বেশিরভাগ পরিবারে শেষ বয়সে অবহেলার স্বীকার হন মা বাবা। কিন্তু কেন এই অবহেলা কেন তাদের হেয় করা? অতি স্নেহে আদরে যাদের কে বড় করে তুলেন তাঁরাই কেন তাদের দুঃসময়ে বৃদ্ধাশ্রমের ঠিকানা দেখান। নিজে কষ্ট করে যে বাবা তাঁর ছেলের খরচ চালিয়ে যান দিনের পর দিন, সেটাই কি ছিল তার অপরাধ? বছরের পর যে বাবা একটা পুরোনো জুতো পড়ে অফিস করে ছেলের পরিক্ষার খরচ চালিয়ে যেতেন, নিজে না খেয়ে ছেলেকে টাকা পাঠাতেন যাতে সে অন্যান্য বন্ধুদের কাছে ছোট না হয় সেটা হয়তো ছিল তাঁর অপরাধ।

জন্মদাত্রী মা যে কিনা শিশুকাল থেকে বড় হওয়া পর্যন্ত ছায়ার মতো লেগে থাকতো সন্তানের সেবায় সেই মা ই বা কি এমন ভুল করেছিল? যার প্রতিদানে সেই মায়ের স্থান হয় বৃদ্ধাশ্রমে। একজন মা কিনা করে তাঁর সন্তানের জন্য, নিজে না খেয়ে অন্ন তুলে দেন সন্তানের মুখে সন্তানের মুখে হাসি ফোটাতে, একটা সন্তানকে বড় করে তুলতে কত কষ্ট ই না করতে হয় মাকে। সেটা শুধুমাত্র একজন মা ই অনুভব করতে পারে, তবুও সেই মা একটু ও ক্লান্ত হন না হাসিমুখে সন্তানের সেবা করে যান দিনের পর দিন। কোন দিন দেখা যায় শেষ রাতে কান্না করে শিশু সন্তানটি, সাথে সাথে মায়ের ঘুম ভেঙ্গে যায়, সন্তান কে জরিয়ে আদর করেন আবার তাকে ঘুম পাড়িয়ে দেন। শুধু তাই আরো কত কষ্ট করতে হয় মাকে সেটা হয়তো লিখে শেষ করা যাবে না কখনো।
অসহায় মা বাবাকে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোন না কোন সময় অসহায়তার স্বীকার হবে আপনার ও ছেলে আছে কিংবা আপনি এখন বিয়ে করেছেন আপনার ও ছেলে হবে সে যে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেনা সেটার কি কোন নিশ্চয়তা আছে?
দুনিয়ার সব মা বাবার জন্যে শুভকামনা, কোন মা বাবার স্থান যেন বৃদ্ধাশ্রম না হয়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

বিজন রয় বলেছেন: আমার দ্বারা সম্ভব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.