![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোহিঙ্গাদের অঅধিকাংশ ই ইয়াবা এবং অন্যান্য মাদক ব্যবসায় জড়ি , তাদের হাত ধরেই মূলত মায়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট আসে। এটা আমরা আগে থেকেই জানি, মিডিয়াতে এ বিষয়ে হাজারো খবর এসেছে। এখন কথা ওদের কে কেন এই দেশেই আশ্রয় দিতে হবে? আর তাঁরাই বা কেন আমাদের দেশেই আসছে। ভারতেও তো যেতে পারে, কিন্তু যাচ্ছে না কেন? এটাও তাদের নিজস্ব একটা বড় ষড়যন্ত্র, এমন ও হতে পারে দলে দলে যোগদান করে তারা কক্সবাজার এবং এর আশেপাশের জেলাগুলো দখল করতে চায়। এমনিতেই কক্সবাজার জেলাতো তাঁরা দখল করেই নিয়েছে। এখন বাকি রইল চট্টগ্রাম, সেটা অল্পকিছু সময়ে তাঁরা দখল করে নিতে পারবে।
-
রোহিঙ্গা জাতিগোষ্ঠী কোনোদিন ই বাঙালীদের সাথে ছিলনা এবং এখন ও নেই। পিছনের ইতিহাসের পাতায় চোখ মেললে এর প্রমাণ যতেষ্ট পাওয়া যায়। ১৯৭১ সালে তাঁরা সমর্থন করেছিল পশ্চিম পাকিস্তান কে পূর্ব পাকিস্তান ( বাংলাদেশ) কে না। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ ওরা এই বাংলাদেশেই মাথা গুজার ঠাই পেল।
বর্তমানে বাংলাদেশের জন্য রোহিঙ্গা একটা বড় সমস্যা, এই সমস্যা থেকে বেড়িয়ে আসা আদৌ সম্ভব কিনা বলা মুশকিল তবে মনে হয়না, সম্ভব। কথা আছে বসতে দিলে শুতে চাই, রোহিঙ্গা রা তাই করছে। মানবতার খাতিরে তাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ আর এখন বাংলাদেশ ই পড়েছে বিপাকে। বিভিন্ন সংস্থার তথ্যমতে বর্তমানে ৯ লাখের ও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে, আবার অনেক অনেক ছিটিয়ে পড়ছে আশপাশের জেলাগুলোতেও তাতে করে তাদের দ্বারা অপরাধ বাড়ছে, চারিদিকে জনমনে শুরু হয়েছে আতংক। ইদানীং আবার শুনা যাচ্ছে অনেক রোহিঙ্গা রা নাকি বাংলাদেশের নাগরিক ও হয়ে যাচ্ছেন। এবং বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার বিদেশে পাড়ি জমাচ্ছেন, এটা দেশের জন্য অবশ্যই বড় ধরনের হুমকি। জানিনা এর শেষ কোথায়, তবে আমরা শান্তি চাই, দেশের মানুষ কে নিয়ে সুন্দর একটা সমাজ গড়তে চাই '''''
।।।।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
রোহিংগাদের ইয়াবার বেলায় হুশিয়ারী দেয়ার দরকার; সাথে সাথে প্রতিটি বাংগালী যে ইয়াবা কিনবে, তাকে প্রতিবেশীরা শাস্তি দেয়ার নিয়ম করতে হবে।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৫
মলাসইলমুইনা বলেছেন: @ চাঁদগাজী: আপনার সাথে একমত হলাম | এই ইয়াবা দিয়ে আমাদের একটা জেনারেশন মনে হয় পুরোই গেলো ! যারাই এটার সাথে যুক্ত তাদের সবাইকেই ধরে কঠিন ভাবে আইনের আওতায় আন্তে হবে আর শাস্তিটাও দিতে হবে কঠিন ভাবে | নইলে অন্যদের কাঁধে দায় চাপিয়ে ঘটনার কোনোই উন্নতি হবে না |
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৩
নিরাপদ দেশ চাই বলেছেন: এই ইস্যূতে আসল সবচেয়ে বেশী দোষ ফেসবুকের। রোহিঙ্গা সমস্যা আজকে নতুন নয়। মিয়ানমারের দজ্জাল সেনাবাহিনী বহুকাল ধরেই রোহিঙ্গাদের বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছে। অতীতে আমাদের সামরিক বাহিনী তাদের সেই অপচেষ্টা রুখে দিয়েছে। সত্য মিথ্যা জানি না অনলাইনে এ্কটা ভাইরাল নিউজে দেখলাম জিয়াউর রহমানের সময় আমাদের সেনাবাহিনী বার্মা বাংলাদেশ সীমান্তে মিয়ান্যুমারের সেনাবাহিনীর সাথে যুদ্ধেও নাকি জড়িয়েছিল। সেই সময় আমাদের সেনাবাহীনীর হাতে নাকি কয়েকশ বার্মিজ সেনা নিহত হয় এবং বাংলাদেশে পুশইন করা সকল রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়।
আওয়ামিলীগ সরকার এই ইস্যূতে মোটামোটি কঠোর অবস্থানে ছিল। কিন্তু ফেসবুক জুরে রোহিঙ্গা নির্যাতনের ছবি ছড়িয়ে সরকারকে অনেকটা বাধ্য করা হয় বর্ডার খুলতে। অথচ ভারত কিন্তু সীমান্ত খুলে দেয়নি। এমনকি তাদের সরকার উল্টো মিয়ানমার সেনাবাহিনীর পাশে দাড়িয়েছে।
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ত্থাকতে হবে।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৫
কাউয়ার জাত বলেছেন: বেশ কিছু ব্লগার রোহিঙ্গাদের আশ্রয়দানের বিরোধিতা করলেও আপনার মত তারছিড়া লেখা কেউ লেখেনি। এদিক থেকে আপনি ইউনিক। খোজ নিয়ে দেখতে পারেন সুচির সাথে আপনার কোন রক্তের সম্পর্ক আছে কি না।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আন্দাজের উপর নির্ভর করে দিলেন তো তালগোল পাকিয়ে। ঐ অঞ্চলে কোন সাংসদ জানি ইয়াবার বিরদ্ধে জেহাদ করে সারাদেশে পরিচিতি পেয়েছেন? তা সেই সাংসদকে জাতীয়ভাবে কি পুরষ্কৃত করা উচিত নয় ইয়াবার বিরুদ্ধে তার জেহদের জন্য, যিনি এদেশের তরুণ সমাজকে এই নেশাদ্রব্য থেকে অব্যাহতভাবে রক্ষা করে আসছেন? আর রোহিঙ্গারা যে সারাদেশে অপরাধের বন্যা বইয়ে দিচ্ছেন তা ছাপতে ছাপতে তো পত্রিকাগুলোর কাগজের সংকুলান হচ্ছে না।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮
কূকরা বলেছেন: বালের পোষ্ট
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৩৩
মলাসইলমুইনা বলেছেন: একটু ধীরে প্রিয় ব্লগার ! অনেক দ্রুত মনে হয় খোলা হয়ে গেলো দীর্ঘ অভিযোগের খাতা |বাংলাদেশ সরকার তার সাধারণ কাজগুলো ঠিক ভাবে করলেই আপনার অভিযোগের অনেকগুলোই হয়তো হবেই না বা সহজে নিয়ন্ত্রণ করা যাবে |