![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধুনিক সভ্যতার আধুনিকতম অবদান সেল ফোন। সময়ের সাথে সাথে বেড়েই চলছে এর চাহিদা আর সেল ফোন কম্পানি গুলো বাড়িয়ে চলছে তাদের নানা সুবিধা। বাস্তব জীবনে এই সুবিধা গুলো আমাদের কতটা কাজে লাগছে ভেবে দেখেছেন কি!!!!! সারা দিন ক্ষুদে বার্তার মাধ্যমে সংযোগ দাতা কম্পানি গুলো তাদের সুবিধার কথা বলে থাকে। তাদের নিজিস্ব সুবিধা ছাড়াও থাকে আর বহুবিধি বার্তা। আগে বিভিন্ন প্রতিষ্ঠানে কোন কাজে গেলে বাধ্য করা হত লটারি টিকেট ক্রয় করতে, বিরক্তি কর সেই বিষয়টা এখন মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হয়!!!তাদের এই বিরক্তিকর বিষয় গুলো আগে কেবল ক্ষুদে বার্তার মধ্যে ছিল এখন সেটা আর চরম অবস্থা ধারন করেছে। সময় অসময় কল করে কোন একটা গানের অংশ শুনিয়ে বলে ওয়েলকাম টিউন বা কলার টিউন করতে।কেউ একজন জরুরী কাজে ব্যাস্ত আছেন তখন এধরনের কল নিঃশন্দেহে বিরক্তিকর! রয়েছে মোবাইল ডাক্তার, এই মোবাইল ডাক্তার কোন রোগী সুস্থ করতে পেরেছি কিনা আমার জানা নেই, যা প্রয়োজন তার খবর নাই অযথা সময় নস্ট। যেখানে উচ্চ নেট বিল আর কল রেট দিতে আমরা মধ্যবিত্ত মানুষ হিমশিম খাচ্ছি সেখানে এই সব ক্ষুদে বার্তা আর কল করাটা বিরক্তিটাকে বাড়িয়ে দিচ্ছে।
আধুনিক এই যন্ত্রটা বাদ দিয়ে আমরা চলতে পারব না এটা ঠিক তাই এসব যারা নিয়ন্ত্রনে আছেন তাদের এই বিরক্তিকর সেবা গুলোর প্রতি দৃষ্টি দেয়ার অনুরোধ করছি।
২| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
ধলা বিলাই বলেছেন: ভাই এয়ারটেলের কলের জালায় মইরা যাইতাছি।
রাত ১ টায় কল কইরা কয় জলিলের গান বলে কলার টিউন করতাম।
এইডা কিছু অইল.!?
৩| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
মোমেন মুন্না বলেছেন: বিলাই ভাই আমারে কলাইয়া কয় আরেফিন রুমির গান লইতে!!
৪| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
মোমেন মুন্না বলেছেন: ধ্যইন্না বুড়া কাগু!!
৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৭
মহিদুল বেস্ট বলেছেন: আমারে ২৬ জোকস শোনায়... হেরা আমার এর চাহিদা বুঝলো ক্যামতে হেইডা ভাবতাচি...
৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৪
দালাল০০৭০০৭ বলেছেন: কেউ নেই যারা এই অত্যাচারে অতিষ্ঠ নয়!!!!!!! আমার কথা নাহয় বাদই দিলাম।
৭| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৩
মোমেন মুন্না বলেছেন: ইডা কি হুনাইলেন বাইয়া এক্কেরে ২৬ তে চালাইয়া দিছে!!!মুহিদুল
৮| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৪
মোমেন মুন্না বলেছেন: ভাই দালালা আপনেও মাফ পান নাই!!!!!!??????
৯| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৪
টুং টাং বলেছেন: চরম বিরক্তি রে ভাই
১০| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৬
টুং টাং বলেছেন: চরম বিরক্তি রে ভাই
১১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৭
মোমেন মুন্না বলেছেন: জি ভাই টুং টাং এ এই সমস্যা সমাধান হবে না!!!! চাই আর জোরাল শব্দ!!!
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
বুড়া ভাম বলেছেন: ১০০ % সহমত ।