![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদী আর খাল এই নিয়ে বাংলার ভেনিস নামে পরিচিত বরিশাল। শস্য ভান্ডারের এই প্রাচুর্যপূর্ণ বিভাগের অনেক ব্লগার ছড়িয়ে আছে আরেক প্রচুর্যের ভান্ডার সামুতে। ২০১২ সালে প্রথম বার বরিশালে ব্লগ দিবসের আয়োজন করা হয়েছিল। সেই বছর ব্লগ দিবসের আয়োজকদের অন্যতম একজন ছিলেন ণেবুলা মোর্শেদ। আজ বিকালে তাকে নিয়ে বসেছিলা এবছর কিভাবে আমরা বরিশালে ব্লগ দিবসের আয়োজন করতে পারি। প্রাথামিক অবস্থায় আমাদের প্রয়োজন বরিশাল বিভাগের যে সব ব্লগার রয়েছেন তাদের সাথে এই বিষয় নিয়ে মত বিনিময় করা এবং আমরা বরিশালের কত জন আছি সেই বিষয়েও একটি পরিস্কার ধারনা নেয়া। এ নিয়ে আমার আগের দুটি পোস্টর পর আমরা কয়েকজনের আমাদের সাথে যোগাযোগ করেছেন। এখন বাকিদের সাথে যোগাযোগ করতে পারলে আমরা আমাদের করনীয় বিষয় গুলো ঠিক করতে পারি।
বরিশাল বিভাগের সকল ব্লগারদের অনুরোধ করছি আপনারা শীগ্রই আমাদের সাথে যোগাযোগ করুন।
##
ণেবুলা মোর্শেদ
ইমেইঃ
[email protected] [email protected]
মোবাইলঃ
01723388571
##
মোমেন মুন্না
ইমেলঃ
[email protected]
মোবাইলঃ
01736831734
ফেইসবুকঃ
www.facebook.com/podmanodi
অবশ্যই জানা আপু সহ সব ব্লগারদের বিশেষ ধন্যবাদ আমাদের উৎসাহী দেয়ার জন্য।
©somewhere in net ltd.