![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আগের আইডি
আমার এই আই ডি আমি গত ৫ বছর ব্যবহার করছি। নিরাপত্তার জন্য মোবাইল ভেরিফাই দেয়া ছিল আমার জিপি মোবাইল নম্বর।গতকাল আমার মোবাইল রিসেট দিয়ে আবার ফেইসবুকে লগিন দেই। ফোন ভেরিফাই দেয়া তাই মেসেজের জন্য অপেক্ষা করছি, সাধারনত সাথে সাথেই কোড চলে আসে। কিন্তু সারা দিন পরও কোন কোড আসে নি, কাস্টমার কেয়ারে কল দিলাম তাদের কাছে এই ব্যাপারে কোন তথ্য নেই। তাদের বক্তব্য তারা এ ব্যাপারে কোন হেল্প করতে পারবে না। সারাদি চেষ্টা করেও কোন সমাধান পাই নি।নেট ঘেটে দেখলাম কেবল জিপিতেই এই সমস্যা আমার মত অনেকেই এই সমস্যায় পরেছেন। তাই যারা আমার মত জিপি নম্বর দিয়ে আইডি ভেরিফাই করেছেন তারা দ্রুত সেই নম্বর চেইন্স করে অন্য অপরেটর দিয়ে ভেরিফাই করে নিন, নয়ত হারাতে হবে প্রিয় ফেসবুক আইডি।
ব্লগের অনেকর সাথে আমার আগের আইডিতে এড ছিল। তাদের হারিয়ে ফেলছি চিরতরে। তাই প্লিজ আমার এই নতুন আইডিতে একটা রিকুয়েষ্ট দিবেন। সবার আইডির জন্য শুভ কামনা।
আমার নতুন আইডি
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩১
মোমেন মুন্না বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪১
আরজু পনি বলেছেন:
আমি নিজেও এই সমস্যায় পড়েছিলাম দুইদিন আগে। খুব অবাক হলাম যে সারাদিনেও কোড আসেনি ।
তবে আজকে অন্য একটা ডিভাইস থেকে সাইন ইন করেছিলাম...সাথে সাথেই কোড পেয়েছি
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৫
মোমেন মুন্না বলেছেন: আমার লাক খারাপ আমি অন্য কোথায় সাইন ইন করা ছিলাম না!
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৫
উড়োজাহাজ বলেছেন: এত করে যখন বলছেন তখন রিকু একটা দিলুম
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৫
মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ উরোজাহাজ!
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০১
উড়োজাহাজ বলেছেন: রিকু একসেপ্ট করেন। ধন্যবাদে চিড়া ভিজবে না ভাই জান!!
বেশিক্ষণ ঝুলাইয়া রাখলে লম্বা হয়ে যামু।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৯
মোমেন মুন্না বলেছেন: দিলেম ছুডাইয়া!
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩০
এম এল গনি বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ |