![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রীষ্মের দুপুরে অলস সময় কাটাচ্ছি। "সময়" সংঠনের সেক্রেটারি রাজু ভাইয়ের ফোন কল। এই কল আসা মানে কোননাকোন কাজের খবর। এইবার ভাইয়ের কথার ধরন একটু অন্যরকম শুনে কিছুটা অবাক হলাম। খুশি মনে ফোন রেখে ব্যাগ গুছাতে বসে গেলাম। এই সপ্তাহের দুই দিন ছুটিতে ভাইয়ের সাথে বাইক হাকাইয়া বাড়ি যাব টাটকা তরমুজ খেতে সাথে বোনাস হিসেবে মণরম সূর্যমুখী ফুলের বাগান।
১)সূর্যমুখী
২)তরমুজ ক্ষেত
৩)তরমুজ ক্ষেতের পাসে ভুট্টা খেত
৪)তরমুজ ক্ষেতে সেলফি
চলবে........
১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৪
মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ জনাব!
২| ১৪ ই মে, ২০১৬ সকাল ৭:১৫
সাদা মনের মানুষ বলেছেন: ফটো ব্লগ সব সময় ভাল্লাগে, কিন্তু এইটা একেবারে ভয়াবহ ভাবে ভাল্লাগছে.............ইচ্ছা কর্তাছে এখনি ছুটে যাই।
১৮ ই মে, ২০১৬ রাত ১:২২
মোমেন মুন্না বলেছেন: চলে আসেন এইবার
৩| ১৪ ই মে, ২০১৬ সকাল ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন:
১৮ ই মে, ২০১৬ রাত ১:২২
মোমেন মুন্না বলেছেন: হা হা
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৫
সুমন কর বলেছেন: সুন্দর !!