![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মানুষের জন্য......... এই গান আমাদের রক্তের সাথে মিশে আছে বলেই সময়ের প্রয়োজনে আমরা রক্ত দিয়ে মানুষের জীবন বাচাই।কেউ কেউ আবার নিজের কাজ কর্ম ফেলে রেখে কেবল মানবতার সেবায় নিজের পকেটের টাকা খরচ করে অনেক দূরের পথ পারি দিয়েও রক্ত দিয়ে থাকি। রক্ত দানের ক্ষেত্রে রক্ত দাতাদের একটা সমস্যা থাকে,যেমন একবার রক্ত দানের পর আবার আপনি কবে রক্ত দিতে পারবেন,কাকে রক্ত দিলেন অথাবা কোন অসুস্থতার কারনে রক্ত দিলেন। আবার অনেক রক্ত দিতে চাচ্ছেন । কাকে দিবেন, কিভাবে দিবেন এই নিয়ে ভাবছেন......... এসব সমস্যা গুলো সমাধানের উদ্দেশ্য সামাজিক সংগঠন "সময়" এর উদ্যোগে "সময়ের স্পন্দন" নামে একটি ওয়েব সাইট খোলা হয়েছে।
যাতে একজন রক্তদাত তার রক্তদানের সমস্ত তথ্য জমা রাখতে পারবে।কবে রক্ত দিতে পারবেন,কাকে রক্ত দিলেন অথাবা কোন অসুস্থতার কারনে রক্ত দিলেন বিস্তারিত সব তথ্য । আপনার কখন রক্তের প্রয়োজন হলে ওয়েব সাইট থেকে তথ্য নিতে পারবেন। এ ক্ষেত্রে ''সময়" কর্তৃপক্ষ আপনাকে সাহায্য করবে। নতুন যারা রক্ত দিতে চাই তাদের ক্ষেত্রেও ওয়েব সাইটে রেজিষ্টেশন করলে আপনাদের সাথে যোগাযোগ করবে।বর্তমানে আমাদের এই সেবাটি ঢাকা, বরিশাল,পটুয়াখালী, ভোলা, পিরোজপুর,ঝালকাঠি,বরগুনা ও আমতলীতে চালু আছে। পর্যাক্ত রক্তদাতা হলে আমরা সারা বাংলাদেশে আমাদের এই সেবাটি চালু করতে চাই। মানবতার সেবায় নিজে রক্ত দিন অপরকে রক্ত দানে উৎসাহিত করুন, জীবন বাঁচান।
রক্ত দাতা হতে চাইলে ফ্রী রেজিষ্টেশন করুন
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪
অন্ধবিন্দু বলেছেন:
মোমেন মুন্না,
খুবই ভালো কাজ করছেন। ওয়েব সাইটের ঠিকানা সংগ্রহে রাখলেম।
আপনাকে অনেক ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০
মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ আপনাকেও। সাথে থাকবেন আসা কর।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৯
বাংলার ফেসবুক বলেছেন: শাস্ত্রীয় সঙ্গীতের জন্য তারা কেউ যাননি । যাচ্ছেন ইজ্জত বাচাতে !
২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৮
মোমেন মুন্না বলেছেন: যাচ্ছেন এইটাই বড় কথা । জীবন তো বাঁচাচ্ছ
যাই হোক ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
মঞ্জু রানী সরকার বলেছেন: শুভ কামনা