![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"একটি শীতবস্ত্র ,একটি হাসি মুখ" এই স্লোগানে সামাজিক সংগঠন "সময়" এর উদ্যোগে গত ০৯ ডিসেম্বর দেশের দক্ষিন অঞ্চলের বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
১)আমাদের পরিবহন।
২) বিতরণের স্থান। ৩)শীতার্ত মানুষের সাথে আমরা
৪) শীত বস্ত্র দান।
৫) প্রাপ্তির হাসি
৬) শিশুদের উপস্থিতিও ছিল বেস চোখে পরার মত
"সময়" এর উদ্যোগে এরকম বিভিন্ন সামাজিক কার্যক্রম রয়েছে। চাইলে আপনিও আমাদের সাথে যোগ দিতে পারেন।
আমাদের ফেসবুক পেইজ সময়
আমাদের ওয়েব সাইট সময়
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
মোমেন মুন্না বলেছেন: জামাই বাবাজি ব্লগে আপনারে দেইখা ম্যালা পুলকিত , একখান ঝামেলায় আছিলাম পরে কমুনে
২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
রুদ্র জাহেদ বলেছেন: এরকম মহৎ কাজের জন্য ভালোবাসা নিবেন...
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা আপনাকেও !
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১
মাহিরাহি বলেছেন: ঢাকার ফুটপাতের মানুষদের জন্য কিছু কম্বল বিতরণের ইচ্ছা আছে, কিন্তু সময়ের অভাব, কোন পরামর্শ থাকলে জানাবেন।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮
মোমেন মুন্না বলেছেন: ভাই ভাল কাজের ইচ্ছা থাকলে উপায় হয়, চেষ্টা করুন ।
আপনি আমার এই পোষ্টটি দেখতে পারেন-
শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন ( ফেইস বুকে ইভেন্ট খোলার মত সহজ কাজ না)
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০
ফুলঝুরি বলেছেন: অনেক অনেক ভাল উদ্দ্যেগ।কোন সন্দেহ নেই।তবে পোজ দিয়ে পিক মনে হচ্ছে দেখানোর জন্যই বিতরন করছেন।
যাই হোক আপনাদের মতো যদি আর কিছু মানুষ এগিয়ে আসে তবে আরো কিছু মানুষ শীত থেকে বাঁঁচবে।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
মোমেন মুন্না বলেছেন: উদ্দেশ্য আর বিধেয় ঠিক করে লাভ কি ! সবার উদ্দেশ্য এক হবে, না এক এক জন এক এক রকম এইটাই নিয়ম , যাই হোক ধন্যবাদ আপনাকে !
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮
শার্লক_ বলেছেন: বিতরণ করছেন ভাল কথা কিন্তু এইভাবে ছবি তুলছেন কেন? কাউকে কোন কিছু দান করলে নীরবে করতে হয়।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭
মাহিরাহি বলেছেন: সস্তায় কম্বল কোথায় পাওয়া যেতে পারে?
১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
মোমেন মুন্না বলেছেন: আমরা ঢাকার বঙ্গবাজার থেকে কিনেছি ।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭
মাহিরাহি বলেছেন: ধন্যবাদ
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৮| ০৩ রা মে, ২০১৬ রাত ১:৫৭
রাঙা মীয়া বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ
১৪ ই মে, ২০১৬ রাত ২:০২
মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
একজন আরমান বলেছেন: সুন্দর সাহসী উদ্যোগ।
শুভকামনা রইলো।
অঃটঃ তোমারে কল দিয়া, ম্যাসেজ দিয়া , বাটি চালান দিয়াও পাই না কেন?