| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোমেরমানুষ৭১
আমার সাথে যোগাযোগ করতে[email protected] আমার ওয়েবসাইট www.momermanush.com
1. "বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চুইংগামের মতো চাবাতে ইচ্ছে করে" -হুমায়ন আজাদ
2. "একজন মেয়ে যাকে মন দিতে পারে, তাকে শরীরটা দেওয়া কিছুই নয় । এই
... শরীরে আছেটা কি?অথচ আশ্চর্য ! নিরানব্বই ভাগ পুরুষের কাছে এবং সমাজ
যারা গড়েছেন তাদের কাছে এই শরীরটাই দামি । মনের দাম নেই কানাকড়িও!" -বুদ্ধদেবগুহ
3. "মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম!" -রবীন্দ্রনাথ ঠাকুর
4. "কম বয়েসী মেয়ে হল রসগোল্লার মত
যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে!" -শংকর
5. "পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র
প্রাণী আছে সবচেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা!" - মেনানডার
6. "পুরুষেরা মেয়েদের খেলার সামগ্রী আর
মেয়েরা শয়তানেরখেলার সামগ্রী!
মেয়েরাসন্তান উৎপাদনের যন্ত্র বৈ কিছু
নয়!" -নেপোলিয়ান
7. "বিড়াল, পাখিরা এবং মেয়েরা এই ধরণের
প্রাণী যারা নিজেদের প্রসাধনের উপর সর্বাধিক সময় নষ্ট করে!" -চার্লস নড়ায়ার
9. "চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে ।
কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমার
হাত-পা বাঁধা।" -হুমায়ূন আজাদ
10. "প্রত্যেক মেয়েই নিজের জন্য একটা নুনু
চায় ।এই নুনুর জন্যই তারা পুরুষদের
হিংসা করে!" -সিগময়েড ফ্রয়েড
11. "মেয়েটাকে বিয়ে করে ফেললেই তো পার -
ফ্রিতেই যদি গাভীর দুধ মেলে তাহলে কোন
মূর্খ টাকা খরচা করে ঘরে গাই পোষে?" -মনেরমত মন,সমরেশ মজুমদার চপ্য
সূত্র ফেসবুক
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৯
মোমেরমানুষ৭১ বলেছেন: আহমদ শফী হুজুরের বক্তব্য থেকেও কুৎসিত?
২|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৭
লেখাজোকা শামীম বলেছেন: ভাগ্যিস আমরা মহান ব্যক্তি না, নইলে উনাদের মতো আমাদেরও এই রকম আজেবাজে কথা বলতে হত।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২
মোমেরমানুষ৭১ বলেছেন: তারপরও তারা মহান ব্যক্তি। তারা যতই আজে বাজে বকুক না কেন, তারা মহান ব্যক্তি
৩|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৯
খাটাস বলেছেন: বিখ্যাত মানুষের কিছু কুৎসিত দৃষ্টি ভঙ্গি, যা অনেক টাই বাস্তব।
রবি বাবুর কথা টা সত্য ও বাস্তবিক।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৩
মোমেরমানুষ৭১ বলেছেন: এগুলো না বললে বিখ্যাত হওয়া যায় না, মহান হওয়া যায় না
৪|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩০
টানিম বলেছেন: কুৎসিত আর রাবিশ বুদ্ধিজীবি গুলা । ফাউল এক একটা ।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৪
মোমেরমানুষ৭১ বলেছেন: সাবধান তারা বুদ্ধিজীবি!! তাদের উপর কথা বলা যাবে না
৫|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৩
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: সবগুলো উক্তিতেই নারী সম্পর্কে খারাপ ধারণা দেয়া হযেছে ...ইতিবাচক কিছু দেওয়ার চেষ্টা করুন ...আর ফেইসবুক এ দেওয়া উক্তি গুলো এর থেকে ভালো আশাও করা যায় না ..
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬
মোমেরমানুষ৭১ বলেছেন: ইতিবাচক অনেক আছে, তবে এগুলো কি তেতুল তত্বের কিছু?
৬|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪১
কষ্টবিলাসী বলেছেন: 9. "চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে ।
কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমার
হাত-পা বাঁধা।" -হুমায়ূন আজাদ
মানে কি?? নিজের মেয়েকে নিজেই!!! ইনসেস্ট!!
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪
মোমেরমানুষ৭১ বলেছেন: এই মহান ব্যক্তি সম্পর্কে কিছ্ছু বলার নেই, যা বলার তাসলিম বুবু কলকাতায় বসে বলে ফেলেছেন
৭|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯
হারুনরশিদ বলেছেন: নারী বাদী সংগঠনের নেত্রীগণ এরপরও হুমায়ুন আজাদ-এর মতো বুদ্ধিজীবীদের পাশে নিয়েই নারী অধিকার আন্দোলন করতে ভুল করেনা। আর আহমেদ শফীর গ্রেফতার দাবী করে কেননা তুলনা করবি বিদেশী কিছু ফলের সঙ্গে কর তা না করে বেটা - দেশীয় কমদামী একটা তেঁতুল ফলের সঙ্গে তুলনা করলো।
ভেবে দেখুন না- পতিতালয় = গণিকালয় তারপরও দু'টো শব্দের মাঝে একটা পার্থ্যক রয়েছে- এই আর কি!!!!!!
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:০১
মোমেরমানুষ৭১ বলেছেন: হুমায়ুন আজাদরা এটা করলে এটা হচ্ছে নারীর আধুনিকতার সংন্ঙা। আর শফি হুজুর করলে এটা হবে নারীকে বিশ্রী জিনিসের সাথে তুলনা!! বাহ সেকুলাস আমাদের বাকস্বাধীনতা!!!
৮|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৩
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: শফি সাহেবের ডায়লোগটারে কোট করলেন না ক্যান? অইডাইতো আগে থাকা উচিত ছিলো।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭
মোমেরমানুষ৭১ বলেছেন: এইডা যে একটা রাষ্ট্রীয় অপপ্রচারের অংশ তা নতুন করে আর বলার প্রয়োজন নেই, সবই হাসিনা বুবুর তেলেসমাতি। শফী হুজুরেরা যদি আম্লীগের লগে থাকত, ৫০ আসন বা ৫০ আসান ছাড়াই আম্লীগের সাথে জোট বাধত তাহলে কষ্ট করে আর শফী হুজুরের নামে এই ভিডিওটা আর বানানো হত না, শফী হুজুরদের আগেও যেমন আম্লীগ সম্মান দিত এখনও দিত।
৯|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩০
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ভাই, বিকল্প ধারার অলি আহমেদ যখন বিএনপি ছেড়ে চলে যায়, তখন খালেদা জিয়া আর জিয়াউর রহমানকে নিয়ে যে কথা বলেছিলো, তা আর নতুন করে বলতে চাই না। মউদুদ যখন এরশাদের দলে ছিলো তখন জিয়াউর রহমানকে নিয়ে কী বলেছিলো তা সবাই জানে। আর এখন এই দুইজন খালেদা জিয়ার আত্মার আত্মীয়। সবই রাজনীতির খেল! আম্লীগ/বিএনপি সবই এক।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৭
মোমেরমানুষ৭১ বলেছেন: সবই রাজনীতির খেল! আম্লীগ/বিএনপি সবই এক।
১০|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: বেকার যুবক বলেছেন: হুমায়ুন আজাদ, সিগময়েড ফ্রয়েড, সমরেশের বক্তব্যগুলো কুতসিত।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৮
মোমেরমানুষ৭১ বলেছেন: নারীবাদীদের এগুলো দেখতে নাই........ দেখলে তো আর সুচিলগিরী থাকল না.....
১১|
২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৪
ল্যাটিচুড বলেছেন: ভাগ্যিস আমরা মহান ব্যক্তি না, নইলে উনাদের মতো আমাদেরও এই রকম আজেবাজে কথা বলতে হত।
১২|
২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০০
আমি সাজিদ বলেছেন: মানলাম উপরের সবাই অনেক খারাপ বলেছেন মেয়েদের নিয়ে,
কিন্তু
তাই বলে শফি হুজুরেরও বলা জায়েজ হয়ে গেলো নাকি ?
সাহিত্যিক আর ধর্মীয় ব্যাক্তিত্ব তো এক নয়।
আপনি এদের দোষে শফি সাহেবের দোষ ঢাকার চেষ্টা করেছেন না ?
ভিডিও টা সত্যি ছিল।মোটেও বানানো নয়।কিন্তু আপনার এক পোস্টে আপনি দেখিয়েছেন, অন্য অনেকেই মেয়েদের নিয়ে খারাপ কথা বলেছেন, শফি হুজুরের বলা দোষের কিছু নয়,
আবার নিচে কমেন্ট করলেন, শফি হুজুর মেয়েদের তেঁতুল বলেন নাই, এটা বানানো।
এতো আত্ম-বিরোধিতা কেন ?
পাপকে পাপ বলতে শিখুন, সে যেই হোক না কেন।
১৩|
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫৭
তাসজিদ বলেছেন: "চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে ।
কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমার
হাত-পা বাঁধা।" -হুমায়ূন আজাদ
এ বক্তব্বের প্রমান দিন।
এ লেখার সুত্র ফেসবুক, তার কি ভিত্তি আছে? নেই। কারন আপনি ফেবু কে Wikipedia বানিয়ে ফেলেছেন।
১৪|
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৫৮
তাসজিদ বলেছেন: আপনি প্রমান করতে চাচ্ছেন যে শফি মত সবাই নারি দের নিয় অশ্লীল মন্তব্য করেছে।
১৫|
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭
নক্শী কাঁথার মাঠ বলেছেন: "চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে ।
কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমার
হাত-পা বাঁধা।" -হুমায়ূন আজাদ
-এটা উনি কোন জায়গায় লিখেছেন বা বলেছেন? আপনেতো দেখি ছুপা হেফাজতে ইসলামের লোক, শফির দোষ ঢাকতে এই বিষয়ের অবতারনা করেছেন।
১৬|
২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৯
গোবর গণেশ বলেছেন: প্রায় সব মহান ব্যক্তিরাই নারী বিলাসী ছিলেন।
১৭|
৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৫
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
পোস্টটাকে সহজ ফান পোস্ট হিসেবেই নিলাম। তাই দাড়িপাল্লায় আর ওজন দিলাম না। মন্তব্যগুলো পড়ে আমি আর আমার স্ত্রী দু'জনই হাসলাম।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০
মোমেরমানুষ৭১ বলেছেন: সাবধান বেশি হাইসেন না, মাছি ঢুকে যাবে....
ভাবী কে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাবেন
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫১
মোমেরমানুষ৭১ বলেছেন: সাবধান বেশি হাইসেন না, মাছি ঢুকে যাবে....
ভাবী কে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাবেন
১৮|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬
পথিক নোমান বলেছেন: দেশি মফিজ.....।
১৯|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২১
মোমেরমানুষ৭১ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:২২
বেকার যুবক বলেছেন: হুমায়ুন আজাদ, সিগময়েড ফ্রয়েড, সমরেশের বক্তব্যগুলো কুতসিত।