| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোমেরমানুষ৭১
আমার সাথে যোগাযোগ করতে[email protected] আমার ওয়েবসাইট www.momermanush.com
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। গাজনের বাজনা বাজা,
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে! ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হেচ্কা টানে
মার হাঁক হায়দারী হাঁক,
কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-
জ্বালা, ফেল উপাড়ি।।
আমাদের প্রিয় বিদ্রোহী কবিকে তার জ্বালাময়ী বিদ্রোহী কবিতার মাধ্যমে স্মরণ করলাম। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুক
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০০
মোমেরমানুষ৭১ বলেছেন: কবি মাগফেরাতের আশায় মসজিদের পাশে কবর দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেই মসজিদের পাশেই ভক্তি ও শ্রদ্ধার নামে তার কবরে কি হচ্ছে?
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯
কৌতুহলী বয় বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই এই কবি বাংলার মানুষের মুক্তির জন্য যা করেছে তার জন্য প্রতি মসজিদ ও প্রার্থনালয়ে দোয়া করা উচিৎ ছিল কিন্তু আমি যেটা কোন দিন দেখিনি আজ খবরে সেটা দেখলাম তার কবরে ফুল দিচ্ছে কি লাভ জ্ঞান পাপিরা নজরুল থেকে কি শিখল যে ব্যাক্তি মোসলমানদের এত কিছু দিল................