![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নজরুলকে দেখিনি,
দেখেছি তাঁর অন্যায়ের বিরুদ্ধে মর্ত কাঁপানো তীব্র হুংকার,
দেখেছি তাঁর সত্য প্রকাশে সংগ্রাম নিরন্তর।
আমি নজরুলকে দেখিনি,
দেখেছি তাঁর হ্রদয় নিঙড়ানো স্বদেশ প্রেম,
দেখেছি তাঁর রং তুলিতে আঁকা শ্রমিক-মজুরের সতেজ ফ্রেম।
আমি নজরুলকে দেখিনি,
দেখেছি তাঁর বালক কালের দুরন্তপনা,
দেখেছি তাঁর শোষকের বিরুদ্ধে শূন্যে উত্থিত বিষাক্ত ফণা।
আমি নজরুলকে দেখিনি,
দেখেছি তাঁর জাত -ধর্ম -বর্ণ নির্বিশেষে সাম্যের বন্দনা,
দেখেছি তাঁর ঈশ্বর প্রীতি আবার ঈশ্বরের কাছে ক্ষোভের ব্যাঞ্জনা।
আমি নজরুলকে দেখিনি,
দেখেছি তাঁর প্রেমিক চিত্ত,
দেখেছি তাঁর আপনাকে জানার সংকল্প থিত।
(২৪/০৫/২০১৪,জহু হল,ঢাবি)
১৪ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৬
মিনুল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৫
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: আমি নজরুলকে দেখিনি,
দেখেছি তাঁর জাত -ধর্ম -বর্ণ নির্বিশেষে সাম্যের বন্দনা,
দেখেছি তাঁর ঈশ্বর প্রীতি আবার ঈশ্বরের কাছে ক্ষোভের ব্যাঞ্জনা।
জাতীয় কবির প্রতি শ্রদ্ধা।