![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা কি চলন্ত বাসে মা-বোন ধর্ষণ ?
স্বাধীনতা কি জনতার উপর অবিরত গুলিবর্ষণ ?
স্বাধীনতা কি আমার ভাইয়ের গুম হয়ে যাওয়া স্মৃতি ?
স্বাধীনতা কি হারানো ভাইকে ফিরিয়ে পাওয়ার আকুতি ?
স্বাধীনতা কি ভবন ধসে হাজার মানুষের বলি ?
স্বাধীনতা কি পুতুল খেলা যেমন ইচ্ছে খেলি ?
স্বাধীনতা কি অস্ত্রের ঝনঝানি, শীতলক্ষ্যায় ভাসা লাশ ?
স্বাধীনতা কি গলিত লাশে স্তব্দ বাতাস ?
স্বাধীনতা কি চব্বিশ ঘন্টায় গুম হয়ে যাওয়ার ভয় ?
স্বাধীনতা কি লাখো শহীদের এই কাঙ্ক্ষিত বিজয় ?
০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৪৪
মিনুল বলেছেন: সহমত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ কান্ডারি ভাই। ভালো থাকবেন কিভাবে বলি !!! তারপরও আশা রাখি ভালো থাকবেন।
২| ১১ ই জুন, ২০১৪ রাত ১২:২৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১১ ই জুন, ২০১৪ রাত ১:১৬
মিনুল বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই। ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৪ রাত ১১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার এতগুলো প্রশ্নের উত্তর দেবার মতো আমার কাছে ভাষা নেই। আমিও আপনারই মতো জানতে চাই এই প্রশ্নগুলোর উত্তর।